সরকারকে ক্ষমতা থেকে উচ্ছেদের লক্ষ্যে দুই রাজনৈতিক পীরের ফতোয়া এবং ফতুয়ার মিলন ঘটল কী ভাবে? এক পীর মাওলানা শফী চান নারী স্বাধীনতা ও নারী অধিকার থাকবে না। তারা অবরোধবাসিনী হবে।অন্যদিকে অন্য পীর ড. ইউনূস নাকি চান নারী-স্বাধীনতা।নারীদের দিতে চান নিজেদের ভাগ্যোন্নয়নের সুযোগ ও অধিকার। তাহলে আওয়ামীবিরোধী ফ্রন্টে এই দুই রাজনৈতিক পীরের এমন আশ্চর্য মিলনঘটল কী ভাবে? না কি নারী-স্বাধীনতারবুলিও ড. ইউনূসের আরেক ভ-ামি?
সরকারকে ক্ষমতা থেকে উচ্ছেদের লক্ষ্যে দুই রাজনৈতিক পীরের ফতোয়া এবং ফতুয়ার মিলন ঘটল কী ভাবে? এক পীর মাওলানা শফী চান নারী স্বাধীনতা ও নারী অধিকার থাকবে না। তারা অবরোধবাসিনী হবে।অন্যদিকে অন্য পীর ড. ইউনূস নাকি চান নারী-স্বাধীনতা।নারীদের দিতে চান নিজেদের ভাগ্যোন্নয়নের সুযোগ ও অধিকার। তাহলে আওয়ামীবিরোধী ফ্রন্টে এই দুই রাজনৈতিক পীরের এমন আশ্চর্য মিলনঘটল কী ভাবে? না কি নারী-স্বাধীনতারবুলিও ড. ইউনূসের আরেক ভ-ামি?
বিস্মিত হয়ে ভাবছি, বাংলাদেশের মানুষ কোন্ যুগে বাস করছে? হাটহাজারির যে পীর বলেন, ‘মেয়ে লোকহচ্ছে তেঁতুলের মতো, দেখলে জিহ্বায় রস আসে, আর যার জিহ্বায় রস আসে না, বুঝতে হবে সে নপুংসক,’ তার দল হেফাজত করবে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ? আর বাংলাদেশের মানুষ তা মেনে নেবে?
আগামী নির্বাচন যদি যথাসময়ে হয় আমরা তার জবাব পাব। জানতে পারব কালেকটিভ ম্যাডনেস দ্বারা আমরা জাতিগতভাবে আক্রান্ত হয়েছি
আগামী নির্বাচন যদি যথাসময়ে হয়
আগামী নির্বাচন পর্যন্ত কেন? কালেকটিভ ম্যাডনেস রোগটা যদি আমাদের অলরেডি মজ্জাগত না হয়, তবে দেশের এই অবস্থা কেন?
এই শিরোনামের মুল লিখাটি
এই শিরোনামের মুল লিখাটি বিশিষ্ট তরুন রাজনৈতিক বিশ্লেষক প্রবাষ আমিন এর লিখা যা গত পরশু dhakatimes24.com এ প্রকাশিত হয়েছে ।
আপনি এই লিখাটি লিখে মুলত সুন্দর একটি বিশ্লেষনকে নষ্ট করেছেন।
(No subject)
:চিন্তায়আছি: :চিন্তায়আছি: :চিন্তায়আছি:
(No subject)
:মানেকি:
(No subject)
:চিন্তায়আছি: