বান্ধবী বলিল,”এই, আরেকটু কাছে আসিয়া বসো না!”
আমি বলিলাম,” বসিয়াছি তো!!”
বান্ধবী বলিল,”গায়ের সাথে লাগিয়া বসলে সমস্যা কি??
আমি বলিলাম,”না… না….”
বান্ধবী বলিল,”কেন?”
আমি বলিলাম,”মানুষের কাছে আসা যতটা গুরুত্বপূর্ণ, দূরত্ব বজায় রাখাও ঠিক ততটা গুরুত্বপূর্ণ!”
বান্ধবী বলিল,”ভাব দেখেন ওনার!”
আমি বলিলাম,”মানা করসে কে??”
বান্ধবী রাগিয়া বলিল,”তুই হালা পুরাই “বাবুর বাবা”!!!!”
আমি বলিলাম,” দুঃখে পুরা বাই**** হয়ে গেলাম”
বান্ধবী বলিল,”কি বললা!!!!!!!!!!!”
আমি বলিলাম,”দুঃখে পুরা বানিয়াচং চলে গেলাম”
বান্ধবী বলিল,”ও আচ্ছা!! আমি তো ভাবছিলাম অন্য কিছু বলসো! তা ওখানে কি তেঁতুল পাওয়া যায়??”
বান্ধবী বলিল,”এই, আরেকটু কাছে আসিয়া বসো না!”
আমি বলিলাম,” বসিয়াছি তো!!”
বান্ধবী বলিল,”গায়ের সাথে লাগিয়া বসলে সমস্যা কি??
আমি বলিলাম,”না… না….”
বান্ধবী বলিল,”কেন?”
আমি বলিলাম,”মানুষের কাছে আসা যতটা গুরুত্বপূর্ণ, দূরত্ব বজায় রাখাও ঠিক ততটা গুরুত্বপূর্ণ!”
বান্ধবী বলিল,”ভাব দেখেন ওনার!”
আমি বলিলাম,”মানা করসে কে??”
বান্ধবী রাগিয়া বলিল,”তুই হালা পুরাই “বাবুর বাবা”!!!!”
আমি বলিলাম,” দুঃখে পুরা বাই**** হয়ে গেলাম”
বান্ধবী বলিল,”কি বললা!!!!!!!!!!!”
আমি বলিলাম,”দুঃখে পুরা বানিয়াচং চলে গেলাম”
বান্ধবী বলিল,”ও আচ্ছা!! আমি তো ভাবছিলাম অন্য কিছু বলসো! তা ওখানে কি তেঁতুল পাওয়া যায়??”
আমি কিছুটা ডিপজল টাইপ ভঙ্গিতে চোখ বড় কইরা বললাম,”হোয়াই নট!! তেঁতুল কি আজকাল শুধু গাছেই ধরে নাকি??”
বান্ধবী বলিল,”মানে?? তুমি কি কিছু খাইয়াছো নাকি???”
আমি বলিলাম,”বিশ্বাস করো, আমি অনেক কিছু খাইয়াছি কিন্তু এখনো তেঁতুল খাই নাই!!!”
বান্ধবী বলিল,”কেন?? তেঁতুল খাইলে সমস্যা কি??”
আমি কিছুটা দার্শনিক ভঙ্গিতে বলিলাম, “অ্যাকচুয়েলি একবিংশ শতাব্দীতে এসে এ ধরণের প্রশ্ন করা সত্যিই অবান্তর ”
বান্ধবী বলিল,” চল কোথায় ঘুরতে যাই!!”
আমি বলিলাম,”কোথায়!!!”
বান্ধবী বলিল,”চাঁদে….”
(আমি মনে মনে ভাবিলাম এই মেয়ে নির্ঘাত সাঈদির অনুসারী)
আমি কিছুটা রাগিয়া বলিলাম,”ওখানে কেন?? তুমি জানো না আমি মেকানিক্যালে পড়ি!!! তুমি কি ভাবসো আমার মেশিন নাই??”
বান্ধবী লজ্জা পাইয়া বলিল, “আস্তাগফিরুল্লাহ!! তুমি আমারে এতটা কাঁচা ভাবলা কিভাবে??”
সে বলিতে লাগিলো,”চাঁদের বুড়ি নাকি গতকাল তাকে ইমেইল করে আমাদের দুইজনকে লইট্টা ফিশ খাওয়ার নিমন্ত্রণ করেছে । সাথে খিলি পানও থাকবে”
আমি বলিলাম,”তা আমরা কখন যাইতেছি!!”
বান্ধবী বলিল,”যেদিন তুমি “বাবুর বাবা” হইবে!!”
বলিলাম,”বাবুর বাবা হওয়ার কত দেরি পাঞ্জেরি!!!!”
বান্ধবী বলিল, “গ্রো আপ ম্যান!! ইটস টাইম ফর টেকিং অ্যাকশন!! লজ্জা পাইলে কেমনে হবে!!”
আমি(টেনিদার ভাষায়) বলিলাম,”ডি-লা-গ্র্যান্ডি-মেফিস্টোফিলিস-ইয়াক-ইয়াক”
বান্ধবী আমাকে সজোরে একটা গাট্টা মারিলো
মাইরালা আম্রে মাইরালা
মাইরালা আম্রে মাইরালা
রক্তপাত কাম্য নয়
Beneath
রক্তপাত কাম্য নয় 😉
জোশ
জোশ
ধইন্যা পাতা
ধইন্যা পাতা 🙂
(No subject)
:চিন্তায়আছি:
(No subject)
:ভাবতেছি:
মেশিন চলবে
মেশিন চলবে
সবার মেশিন ধরে টান দিছেন দেখা
সবার মেশিন ধরে টান দিছেন দেখা যায় এক পোস্টে। :হাহাপগে:
কেমন টান দিয়েছি আতিক ভাই???
কেমন টান দিয়েছি আতিক ভাই??? :ভাবতেছি:
ভালোই টান দিছেন মিয়া।
ভালোই টান দিছেন মিয়া। 😀
Beneath the mask there is an
:salute:
ফেসবুক | পার্সোনাল ব্লগ
কেউ আম্রে একটু তেঁতুল আইনা
কেউ আম্রে একটু তেঁতুল আইনা দে,তেঁতুল না তেঁতুল আইনা দে.
খাইয়া হুইতা যাই,হুইতা মইরা যাই :মাথানষ্ট:
অকাল মৃত্যু কোনভাবেই কাম্য
অকাল মৃত্যু কোনভাবেই কাম্য নয়। বিকল্প চিন্তা করুন :নৃত্য:
অকালে লালা পড়াও কাম্য নয়!
অকালে লালা পড়াও কাম্য নয়! :মাথানষ্ট:
Beneath the mask there is an
😀
ফেসবুক| পার্সোনাল ব্লগ
(No subject)
😀 😀 :হাসি: :হাসি: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে:
ধন্যবাদ… আপনার কোটেশন টি
ধন্যবাদ… আপনার কোটেশন টি খুব ভালো লেগেছে।
পুলাপান সব বজ্জাতের ধাড়ি। চুপ
পুলাপান সব বজ্জাতের ধাড়ি। চুপ যাও পড়াশোনা করতে বস সব।
রাইন আপু, মাইন্ড খাইলাম
রাইন আপু, মাইন্ড খাইলাম কিন্তু কইয়া দিলাম :ক্ষেপছি:
সব পুলাপান সেইম কেস। পড়তে
সব পুলাপান সেইম কেস। পড়তে কইলেই মাইন্ড খায়। এই জাতির কি হইব!!!!!
আপনে দেখি আমার থেইকা বয়সে
আপনে দেখি আমার থেইকা বয়সে ছুট!!! যাও বইন তুমি পড়তে যাও!!! 😀
Stay Connected @ফেসবুক | পার্সোনাল ব্লগ
ভাল কথা কইলে উল্টা কাউন্টার
ভাল কথা কইলে উল্টা কাউন্টার দেয়!!! এই জাতির কি হইব!!!
ডি-লা-গ্র্যান্ডি-মেফিস্টোফিলি
😛 😀 :O)
টেনিদা পড়েছেন নাকি????
টেনিদা পড়েছেন নাকি???? :বুখেআয়বাবুল: :কলদে: :তালিয়া: :হাহাপগে: :নৃত্য:
চরম মজা লাগিলো কিন্তু শেষ
চরম মজা লাগিলো কিন্তু শেষ লাইনটা সেইরাম হয়ছে ……………
:হাহাপগে:
আপনাকে ধইন্যাপাতা
Beneath
আপনাকে ধইন্যাপাতা 🙂
ফেসবুক | পার্সোনাল ব্লগ