আমি ক্লাস থ্রি পর্যন্ত পেন্সিল
দিয়ে লিখতাম। পেন্সিল এর পেছনের
অংশে আবার ছিল ইরেজার এই ইরেজার কোনদিন ই থাকত
না চাবাইয়া খাইয়া ফেলতাম। আর ছিল
হরেক রকম ইরেজার। মনে আছে দুই
টাকা দামের হরেক রঙের ইরজার যার ছিল সুন্দর ঘ্রাণ!! এই ইরেজারও চকলেটের মত কামড়ে খেয়ে ফেলতাম। এবং বাসায়
ফিরে আম্মুর মাইর। এবং মাইর হজম
করে গাল ফুলানো!! আবশেষে আম্মু
এসে কোলে তুলে আদর করে খাইয়ে দেয়া। পরদিন একই কাজ করা!!!
চলে গেছে সেই সুন্দর দিনগুলো। মিস
বাহ!চমিৎকার!
বাহ!চমিৎকার!
হুম
হুম :ভাবতেছি:
আরো কিছু আছে, সেগুলো বললেন না
আরো কিছু আছে, সেগুলো বললেন না ?
আর ও ডিটেইলসে ই
আর ও ডিটেইলসে ই লিখুন।ইষ্টিশনে শুভেচ্ছা