এক বিম্পি পন্থি লোক আওয়ামিপন্থিকে বলছে গাজিপুরে দেখলি তো তোদের আর বেইল নাই। নাস্তিক সরকার হেফাজতে ইসলামকে ভাগাইছে, এইডা আল্লাহর গায়েও সয়নি। তাই তোদের এই অবস্থা।
পাসপোর্ট রেডি কর, দেশে থাকতি পারবি না। (এর কথাটা আমাকে উদ্দেশ্য করে)
এর পর,
আমিও চুপ করে থাকতে পারলাম না, বলে উঠলাম হেফাজতে ইসলাম তো খুব আল্লাহওয়ালা দল, তো আল্লাহ কি শফি হারামজাদার (রাগের চোটে এভাবেই বলেছি) জন্য কোরানের নিয়মও পাল্টাবে না কি?
সে কয়, কি কন এসব? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ।
বললাম,
যদি নিয়ম না পাল্টায়, তাহলে বলো দেখি
কোরানের কোথায় নারী নেতৃত্বের বৈধতার কথা বলা আছে?
কোথায় আছে যে ভ্রু-প্লাক করা যাবে?
কোথায় বলা আছে মেয়েরা পাতলা শাড়ি পরতে পারবে?
কোথায় আছে ঐ রকম মহিলার পার্টির দেয়া তরমুজ-পানি খাওয়া যাবে?
কোরান-হাদীসের কোন অংশে আছে যে সেই মহিলার দলের জন্য নির্বাচনী প্রচার করা যাবে?
তরমুজ, পানি খাওয়ার সময় কোন ইসলাম রক্ষা হয়েছিলো?
বেচারা আমতা আমতা শুরু করলো।
এরপর বললাম,
পাচটা সিটিতে জয়ি হয়েই লোকদেরকে পাসপোর্ট করে রাখার থ্রেট দিচ্ছো, ২০০ আসন পেলে তো কাফন রেডি রাখতে বলবে। চিন্তা করে দেখো তো আওয়ামিলীগ যদি তোমাদের মত এমন হিংসাপ হতো তাহলে গত পাচ বছরে কি পরিমাণ কাফনের কাপড় বিক্রি হতো দেশে ?
বেচারা কয়, কি যে বলেন স্যার (লোকটা আমাকে স্যার বলেই ডাকে) … … …
বললাম,
শুন, এখনো চোখ কান খোল, মানুষ হও। আর গণজাগরণের কর্মীদেরকে এত সস্তা ভেবো না। যতদিন না পর্যন্ত এদেশ থেকে জামাত-শিবির নির্মূল না হচ্ছে ততদিন গণজাগরণ মঞ্চের কর্মীরা ঘুমাবে না। তোমরা বড়োজোর আমাদের লাশগুলো নিয়ে উল্লাস করবে। আমাদেরকে গুম করে ফেলবে। কিন্তু আমরা রাজাকার, জামাত-শিবির ও তাদের সাহায্যকারীদের প্রতি ঘৃনার যে বীজ বপন করেছি, তা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে যাবে।
তোমরা নতুন প্রজন্মের বুকভরা ঘৃনা নিয়েই বেচে থাকবে ।
গত কয়েকমাস ধরে শুনে আসছি, “আর
গত কয়েকমাস ধরে শুনে আসছি, “আর কয়েকটা মাস উয়েট কর..” কাফন রেডি আমাদের জন্য .
আমার লাশ খুজে পাবে কি না
আমার লাশ খুজে পাবে কি না সন্দেহ আছে।
কিছুই বলার নাই তাই কিচ্ছু
😀 কিছুই বলার নাই তাই কিচ্ছু বললাম না ………
শুন, এখনো চোখ কান খোল, মানুষ
:থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
এইটা বলেন নাই কেন?
“ইসলাম
এইটা বলেন নাই কেন?
“ইসলাম বেগানা নারী,পুরুষের রুদ্ধদ্বার বৈঠক সমর্থন করে না” :হাহাপগে:
হেফাজতে ইসলাম নামটাই নাকি
হেফাজতে ইসলাম নামটাই নাকি ইসলামসম্মত না।
হেফাজতে ইসলাম নামে কুন দল
হেফাজতে ইসলাম নামে কুন দল আছিল কিনা তাইতো আমি জানতাম না :মাথানস্ট:
জন্মই নিল পরশু :হাহাপগে:
জন্ম নিলই কেবল এখন কই বাপের
জন্ম নিলই কেবল এখন কই বাপের থেকে বড়!! আজব হেফাজত আজব জামাত আর বিএনপি!!
ইসলামকে হেফাজত করার দায়িত্ব
ইসলামকে হেফাজত করার দায়িত্ব কোন মানুষকে দেয়া হয়নি। সুতরাং হেফাজতকে নিয়ে এত বাড়াবাড়ির কিছু নাই। এটা সাময়িক সন্তুষ্টি ছাড়া আর কিছু না…………
পাচটা সিটিতে জয়ি হয়েই
জনগন ভুল করলে তার জন্যে পরবর্তী ৫ বছর চড়া মূল্য দিবে!! যেমন কুকুর তেমন মুগুর…
বিএনপি – জামাত্ত – হেফাজত
বিএনপি – জামাত্ত – হেফাজত সমর্থকদের মনে করিয়ে দিতে চাই – ভাববেন না আপনাদের ভালোবেসে জনগণ ভোট দিয়েছে । সত্যিকারের প্রকৃত বিকল্প রাজনৈতিক শক্তির অভ্যুদয় না ঘটার কারণে একটা দীর্ঘশ্বাস বুকে চেপে আপনাদের ভোট দিয়েছে । কিন্তু এটা ভাবার কোন কারণ নেই যে সেই শক্তি আসবেনা । নতুন ইতিহাস লেখাতেই সেই শক্তির আবির্ভাব অবশ্যম্ভাবী । ইতিহাস তাই বলে । সুতরাং পাসপোর্ট রেডি করতে বলছেন – সময় এলে কিন্তু কোন ছিদ্র ও খুঁজে পাবেন না পালাবার ।
৫সিটিতেই বিএনপি প্রার্থীর জয়
৫সিটিতেই বিএনপি প্রার্থীর জয় হয়েছে,আওয়ামী প্রার্থীর হয়েছে পরাজয়?ভুল,পাঁচ সিটিতেই জয় হয়েছে উগ্র মৌলবাদের।
ঈবলিশের যদি কোন দল বা গোষ্টি
ঈবলিশের যদি কোন দল বা গোষ্টি থাকে তবে সেটার নাম হেফাজতে ইসলাম।
গণতান্ত্রিক সিস্টেমটাই ফালতু।
গণতান্ত্রিক সিস্টেমটাই ফালতু। সমাজের চতুর ব্যাক্তি-বর্গ সংখ্যগরিষ্ঠ জনগণ কে ধোঁকা দিয়ে খুভ সহজেই ক্ষমতায় চড়ে বসতে পারে.।
(No subject)
:অপেক্ষায়আছি: