মুজিব তার পর্বতসম খ্যাতি অর্জন করে নিয়েছেন মহৎ কার্যাবলীর মাধ্যমে।ধাপে ধাপে খোকা ভাই,মিয়াঁ ভাই,মুজিব ভাই থেকেই বাঙালিত্বে আপসহীন নেতা হিসেবে,সাড়ে সাত কোটি বাঙালির একচ্ছত্র হিসেবে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার পূর্বেই তিনি জনসাধারন কর্তৃক ‘বঙ্গবন্ধু’ ‘জাতির পিতা’ উপাধিতে ভূষিত হয়েছেন। বিশ্বমিডিয়া কর্তৃক ভূষিত হয়েছিলেন রাজনীতির_কবি (Poet of Politics) হিসেবে।
মুজিব তার পর্বতসম খ্যাতি অর্জন করে নিয়েছেন মহৎ কার্যাবলীর মাধ্যমে।ধাপে ধাপে খোকা ভাই,মিয়াঁ ভাই,মুজিব ভাই থেকেই বাঙালিত্বে আপসহীন নেতা হিসেবে,সাড়ে সাত কোটি বাঙালির একচ্ছত্র হিসেবে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার পূর্বেই তিনি জনসাধারন কর্তৃক ‘বঙ্গবন্ধু’ ‘জাতির পিতা’ উপাধিতে ভূষিত হয়েছেন। বিশ্বমিডিয়া কর্তৃক ভূষিত হয়েছিলেন রাজনীতির_কবি (Poet of Politics) হিসেবে।
পিতার শ্রেষ্ঠতের বিশালতা উপলদ্ধি করতে তুমি সক্ষম নও। :ক্ষেপছি: আজ তুমি তাই উপহাস করো তার ব্যাক্তিপরিচয় ও ন্যায়পরায়নতাকে,তুমি উপহাস করো অস্তিত্বের ইতিহাসকে।তীব্র সাম্প্রদায়িক মনোভাবাপন্ন দৃষ্টিকোণ হতে বিভ্রান্তিমূলক অসত্য ও মনগড়া বিভিন্ন অপপ্রচারে ইন্ধন যুগিয়ে চলো। না তোমার বিরুদ্ধে কুনু অভিযোগ নাই,তোমার দ্বৈতসত্তায় বাঙালিত্বের টানাপোড়নে,অদৃশ্য অপর সত্তা তোমার জীবনের প্রতিটি মুহূর্ত চালনা করে চলেছে,বুঝে নিয়েছি বিবেকের নির্দেশ পালনে তুমি অক্ষম।তোমার নিজের বিবেকবোধই আজ উপহসিত।
জয়য়য়_বাংলা জয় বঙ্গবন্ধু
অনেকেই বঙ্গবন্ধুকে জিয়ার সাথে
অনেকেই বঙ্গবন্ধুকে জিয়ার সাথে তুলনা করে। কিন্তু এদের দুইজনের মাঝে আকাশ পাতাল তফাৎ।
কোথায় বঙ্গবন্ধু আর কোথায় জিয়া
কোথায় বঙ্গবন্ধু আর কোথায় জিয়া :/
ভাই তুলনা যারা দেয় তাগো জন্ম নিয়া আমি সন্দিহান।।
বঙ্গবন্ধু is our father of nation ₱₱₱
বঙ্গবন্ধু কোন স্যার না। তিনি
বঙ্গবন্ধু কোন স্যার না। তিনি বাঙ্গালি জাতির পিতা বন্ধু সব…আমাদের জাতির পিতা। পিতাকে কেউ স্যার বলেনা।
(No subject)
:থাম্বসআপ:
বঙ্গবন্ধু বঙ্গবন্ধুই ।পৃথিবীর
বঙ্গবন্ধু বঙ্গবন্ধুই ।পৃথিবীর কোন কালের কোন নেতার সাথে বঙ্গবন্ধুর তুলনা চলে না ।
কথা একটাই -এর পর আর কোন কথা
কথা একটাই -এর পর আর কোন কথা হবে নাহ
:নৃত্য: :নৃত্য: :নৃত্য: :নৃত্য:
আমি মনে করি, জাতির জনক হিসেবে
আমি মনে করি, জাতির জনক হিসেবে বঙ্গবন্ধুকে অস্বীকার করা আর নিজের জন্মকে অস্বীকার করা একই।
সুতরাং বি-কেয়ার…..
স্যার
স্যার :কনফিউজড: :কনফিউজড: :কনফিউজড:
বিশ্ব মিডিয়ার কাঁথা
বিশ্ব মিডিয়ার কাঁথা পুড়ি…
বঙ্গবন্ধু আমাদের রাজনীতির মহাকবি যে অস্বীকার করে যে বাঙ্গালী না!
সে মায়ের ধর্ষকের কাছে মায়ের গল্প শুনা পাকি বেজন্মা।।
এখানে দেখুন
এখানে দেখুন
কাটছাট না করে পুরোটাই
কাটছাট না করে পুরোটাই দিতেন।তবে ব্লগ নীতিমালা অনুসরণ করা উচিত।
বঙ্গবন্ধু বঙ্গবন্ধুই। আর কারো
বঙ্গবন্ধু বঙ্গবন্ধুই। আর কারো সাথে উনার তুলনা হয়না। যে বঙ্গবন্ধুর সাথে জিয়ার তুলনা করে সে মূর্খ।
(No subject)
:মানেকি:
হুম
হুম