আমি সাদামাটা একজন মানুষ। লেখাপড়া করি আর নেট নিয়ে বেস্থ থাকি। মাঝে মাঝে সময় পেলে বন্ধুদের নিয়ে গুড়তে যাই। দিনগুলি আমার এভাবেই কেটে যায়। আসলে পরীক্ষা না আসলে বুজতেই পারিনা যে সময় চলে যাচ্ছে। তারপরও প্রাইভেট কলেজে পড়ি তাই চাপটা একটু বেশিই পরে। যারা যারা প্রাইভেট কলেজে পড়েছে তারা ঠিকই বুজতে পারে। আমার জীবনটা অগুছালো টাইপের। তারপরও কলেজে অনেক বন্ধু ছিল। আর সবাই মোটামোটি প্রেম করতো। কিন্তু আমার বেলায় টা অন্যটা। সাদা-মাটা ছেলে আমি একা থাকতেই ভাল লাগে। আস্তে আস্তে আমাদের কলেজ লাইফ চলতে থাকে। বন্ধুরা প্রেম করে তাতেই ভাল লাগে। আমার বেক্তিগত ভাবে লাইফটা যে কেমন টা বুঝার সাধ হয়নি। আমার জীবনে আর এমন কিছু স্পর্শ করতে পারলো না।
আমারা বন্ধুরা মাঝে মাঝে রাতে আড্ডা দিতাম। তখন আমরা মুড়ি চানাচুর দিয়ে খাবার আয়োজন করতাম আর সবাই মিলে মজা করে খেতাম। ৪-৫ জন বন্ধু মিলে রাতে বেশ মজাই হতো। কারন আমারা মেসে থাকি সব সময় একসাথে থাকা হয় না। স্পেশাল দিনে আমরা জিহাদ নামে এক বন্ধুর মেসে আমরা সকল আয়োজন করে থাকি। এর কারণ তার মাসের মালিক এখানে থাকে না। তাই সবার ক্ষমতা একটু বেশি। তখন আমারা সবাই চাদা তুলে চানাচুর মুড়ি ইত্যাদি নিয়ে আসতাম। তিনতালা ফ্ল্যাট আর এর নিচেই দুকান। সকল কিছু নিয়ে এসে সবাই মিলে এগুলো একসাথে মিক্সড করি। মুড়ি খাওয়ার পর আমরা আড্ডা দিতে বসে পরি। এরপর আমরা শেষ রাতে গুমাতে যাই।
সকাল হলে আমরা আমাদের নিজের মেসে চলে যাই। আবার আমাদের দৈনন্দিন কাজে লেগে পরি।
লেখাটি পূর্বে এখানে প্রকাশিত
চলবে…
তারপর…. ?
তারপর…. ?
এটা কি গল্প না কি বুঝলাম না!
এটা কি গল্প না কি বুঝলাম না!
(No subject)
:মাথাঠুকি: :ভাবতেছি: :-B :হয়রান: :দীর্ঘশ্বাস: :থাম্বসডাউন: :ক্লান্তকাছিম: :প্রশ্ন: :বিস্ময়:
বানানের এই হাল কেমতে?
বানানের এই হাল কেমতে?
(No subject)
:মানেকি: :দেখুমনা: