আমি এবং জনৈক সংখ্যালঘুর কথোপথনঃ……………
আমিঃ আপনি কে ?
সংখ্যালঘুঃ আমি জুয়েল দত্ত ।।
আমিঃ ও আচ্ছা তুই ডান্ডি !!
সংখ্যালঘুঃ না ভাই আমি হিন্দু ।
আমিঃ আরে ঐ এক কথা সংখ্যালঘু মানে তুই ডান্ডি ।।
সংখ্যালঘুঃ ভাই আপনার নাম কি ?
আমিঃ মোহাঃ মাহমুদুর রহমান ।।
সংখ্যালঘুঃ ও আচ্ছা আপনি কাডাইল !!
আমি এবং জনৈক সংখ্যালঘুর কথোপথনঃ……………
আমিঃ আপনি কে ?
সংখ্যালঘুঃ আমি জুয়েল দত্ত ।।
আমিঃ ও আচ্ছা তুই ডান্ডি !!
সংখ্যালঘুঃ না ভাই আমি হিন্দু ।
আমিঃ আরে ঐ এক কথা সংখ্যালঘু মানে তুই ডান্ডি ।।
সংখ্যালঘুঃ ভাই আপনার নাম কি ?
আমিঃ মোহাঃ মাহমুদুর রহমান ।।
সংখ্যালঘুঃ ও আচ্ছা আপনি কাডাইল !!
আমিঃ কি বললি হারামজাদা মুখ সামলাইয়া কথা বল আর একবার কাডাইল বললে মুখ ভেঙে দিবো হারাম্মির বাচ্চা ।।
সংখ্যালঘুঃ ভাই খারাপটা কি বললাম ?? আপনি আমাকে ডান্ডি বললেন আমি আপনাকে না বলতে বললাম কিন্তু আপনি শুনেন নাই এখন আমি বললাম আপনার কষ্ট লাগলো ঠিক এমন করে আমাদের ও কষ্ট লাগে ।।
আমিঃ তোরা বেটা সংখ্যালঘুর জাত তোদের আবার খারাপ ভালো কিরে ?? আমরা যা বলব তাই তোদের জন্য মানানসই ।।
সংখ্যালঘুঃ কেন ভাই আপনারা কি আমাদের কিনে নিছেন নাকি ?? এই বাংলাদেশটা আমাদের সবার এখানে আমাদের সবার এ সমান অধিকার তাহলে কেনো আপনি আমাকে ছোট মনে করবেন ??
আমিঃ অধিকার ?? সংখ্যালঘুদের আবার কিসের অধিকার ?? এগুলা তো কাগজে পত্রে থাকে বাইরে আনার চেষ্টা করা আর অরণ্য রোদন করা এক কথা বুঝলি ।। হাঃ হাঃ হাঃ
সংখ্যালঘুঃ কিন্তু ভাই ১৯৭১ সালে তো আমরা সবাই মিলে যুদ্ধ করেছিলাম তখন তো কে সংখ্যালঘু কে সংখ্যালঘু না তার বিচার করেন নাই এক সাথে কাঁধে কাঁধ মিলে বাংলার মুক্তির সংগ্রামে সবাই ছিলাম এক সাথে ।। তাহলে আজকে কেনো আমাদেরকে সংখ্যালঘু নামে কটাক্ষ শুনতে হচ্ছে ??
আমিঃ বেশি পক পক করিস না যেমন আছস তেমন ই থাকার চেষ্টা কর আর বেশি অধিকার ফলাইতে চাইলে তোগো দেশ ভারতে চলে যা ওখানে তোগো জাত ভাই থাকে ওগো পায়ে পরে থাক ।।
সংখ্যালঘুঃ কেন ভাই আপনারা কি আমাদের ভাই না ?? আপনাদের ধর্মে তো আছে সব মানুষই মুসলমান ভাই ভাই আর মানুষের শান্তি কামনা আপনাদের সবচেয়ে বড় ধর্ম আমরা মুসলমান না কিন্তু মানুষ তো তাহলে কেনো আপনারা আমাদেরকে ভাই মনে করতে পারেন না ??
আমিঃ আমার দেরী হয়ে যাচ্ছে দেখি সর সর আমাকে নামাজ পরতে যেতে হবে এশার আযান দিয়ে দিছে ।।
সংখ্যালঘুঃ অফিসের যে গানটা বাজছিলো তা বন্ধ করে দিলো ।।
বিঃদ্রঃ কাউকে আঘাত করার জন্য আমি আমার এই লিখাটা পোষ্ট করিনি ।। যদি নিতান্তই কেউ কষ্ট পেয়ে থাকেন নিজ দায়িত্বে কষ্ট ভুলে যাওয়ার চেষ্টা কয়রেন ।। কারন এটা কোন গল্প নয় বাস্তবতার সাথে মিলে যাওয়া কোন গল্পের সারমর্ম মাত্র………
গতানুগতিক লিখা ।আরো ভাল কিছুর
গতানুগতিক লিখা ।আরো ভাল কিছুর প্রত্যাশায়….
চেষ্টায় আছি
চেষ্টায় আছি ………………ধন্যবাদ
হ্যা আমাদের এমন পরিস্থিতির
হ্যা আমাদের এমন পরিস্থিতির সম্মূক্ষীন হতে হয় অনেক ক্ষেত্রেই।
কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি যারা মুক্তিযুদ্ধকে সমর্থন করে তারা এমন বলে না। তারা অসাপ্রদায়ীক বাংলাদেশে বিশ্বাশী।
আর যারা এমন বলে তারা তো এদেশের মুক্তিযুদ্ধকেই সমর্থন করে না অর্থাত এই দেশই তাদের না তাদের কথায় আমার কোন কিছু যায় আসে না।
আর হ্যা অনেক সময় খারাপ ও লাগে এই গুলো শুনে।
যে যাই বলুক আমার দেশ বাংলাদেশ আমি বাংলাদেশি এই দেশ আমার। বাবা মা ঘর থেকে বেড়িয়ে যেতে বললেই তো যাই না , তেমনই এই সব নর কীটের কথায় আমি বাংলাদেশ ছাড়ব না
ভাল লাগলো গঠন মূলক মন্তব্য
ভাল লাগলো গঠন মূলক মন্তব্য দেখে কিন্তু আসল কথা হচ্ছে সংখ্যালঘু শব্দটা আবিষ্কার করছে কোন বেটা হেতারে পাইলে আমি জিন্দা পুতে মারতাম মাগার আফসুস আমার সেই অধিকার নাই কারন আমি সংখ্যালঘু………
সংখ্যালঘু শব্দটা আবিষ্কার
:হাহাপগে: :হাহাপগে:
ভাবতেছি
ভাবতেছি
আসলেই ভাবনার বিষয়
আসলেই ভাবনার বিষয় ……………… :ভাবতেছি:
না মেনে উপায় নাই কারন আমরা যে
না মেনে উপায় নাই কারন আমরা যে সবাই সমাজের ভিরতে আছে চান্দে যাইতে তো আর পারুম না চান্দে দেখাও যাবেনা তাই ………… :ভেংচি:
কঠিন বাস্তবতা।এমনটাই হয়।মানতে
কঠিন বাস্তবতা।এমনটাই হয়।মানতে বাধ্য হলাম। :মনখারাপ:
ওরা মানুষ না। ধর্মীয় মৌলবাদ
ওরা মানুষ না। ধর্মীয় মৌলবাদ একটি নিরাময় যোগ্য মানসিক ব্যাধি…
এরা অসুস্থ… এদের কথায় কষ্ট পেলে আমাদের অপমান হবে!
এইসব প্রগালাপ মাথায় তুলবেন না…
আমি মাথায় তুলতে চায়না কিন্তু
আমি মাথায় তুলতে চায়না কিন্তু ওরাই আমাদের কানের কাছে এসে বার বার হুধু বলে আমি সংখ্যালঘু আমি ডান্ডি তখন ইচ্ছা করে ডান্ডা দিয়া বারি দিয়………