ক. ”নারী হল তেতুলের মতো”
সমাধানঃ
মনে করি ,
নারী প্রকাশের চলক x
তেতুল প্রকাশের চলক y
তত্ব : নারী এবং তেতুলের মধ্যে যদি কোনো পার্থক্য না থাকে তবে নারী এবং তেতুল পরস্পর সমাপাতিত বলে বিবেচিত হইবে ।
ক. ”নারী হল তেতুলের মতো”
সমাধানঃ
মনে করি ,
নারী প্রকাশের চলক x
তেতুল প্রকাশের চলক y
তত্ব : নারী এবং তেতুলের মধ্যে যদি কোনো পার্থক্য না থাকে তবে নারী এবং তেতুল পরস্পর সমাপাতিত বলে বিবেচিত হইবে ।
প্রমাণঃ
x
= √(x)²
= √{i²(i².x²)}
= √mx² [m constant]
= √m²x² [as m is constant]
= √(mx)²
= mx
= y [যেহেতু y = mx]
শুদ্ধিকরন করি ,
f(x) = y
f{d/dx(x)} = y
d/dx(x) = ∫( y )
.’. x = y
সুতরাং নারী = তেতুল
বিকল্প প্রমাণঃ
তেতুল ~ পুতুল
পুতুল ~ নারী
তেতুল = নারী
(প্রমানিত)
খ.
”পুলিশের গুলিতে নিহত হয়েছে চল্লিশ হাজার হেফাজত কর্মী ।”
সমাধানঃ
আমরা জানি ,
X^O = O & O^X = ∞
এই স্বীকার্য থেকে আমরা পাই ,
x^0/0^x
= 0/∞
= (0 X 40000) / (∞ X 40000 )
= ( 0 X 40000 ) / (1/0 X 40000)
= 40000
= ∫(40000)
সুতরাং চল্লিশ হাজার হেফাজত কর্মীকে নির্বিচারে হত্যা করা হয়েছে ।
:হাহাপগে:
আচাম মাম্মা
আচাম মাম্মা ……………… যদিও গনিতে আম খুব কাছা কিন্তু এইটা ভালোয় বুঝতে পারলাম…… :হাহাপগে:
অছাম অঙ্ক
:হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: অছাম অঙ্ক
(No subject)
:হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে:
:ভাবতেছি:
:অপেক্ষায়আছি:
প্রমানিত…। মজা পাইলাম
প্রমানিত…। মজা পাইলাম
মারসে
😀 😀
মারসে
😀 😀 😀 😀 😀
অংকে কাঁচা
:মানেকি: :মানেকি: :মানেকি: অংকে কাঁচা
অংক বুঝতে কষ্ট হইলেও এখানে
অংক বুঝতে কষ্ট হইলেও এখানে খুব একটা কষ্ট পাইতে হয় নাই ।ভালো লাগলো
গাণিতিক প্রমাণের পরেও তোমরা
গাণিতিক প্রমাণের পরেও তোমরা তাহার কোন অবদানকে অস্বীকার করবে ?
গণিত বুঝিনা ভাই।তয় নারী দেখলে
গণিত বুঝিনা ভাই।তয় নারী দেখলে যে, মোল্লাদের(সব মোল্লা না) পৌরুষত্ব জেগে উঠে সেটা বুঝতে কোন অসুবিধা হয়নি ।
এই গনিতএর প্রমানটুকু পাইলে
এই গনিতএর প্রমানটুকু পাইলে শফির আরো সুবিধা হইত।
(No subject)
:ঘুমপাইতেছে: :ভাবতেছি: :মাথাঠুকি: :হাহাপগে: :মানেকি: :চিন্তায়আছি:
কনফিউজড ?
কনফিউজড ?