একদা এক লোক তার বন্ধুদের সাথে বাজি ধরলো সে চোখের পলক না ফেলে এক নাগারে এক ঘণ্টা দাঁড়িয়ে থাকতে পারবে!চলমান এক ঘণ্টার ভেতর সে যতবার পলক ফেলবে ততবার পলক হিসেব করে প্রতি পলকে সে ১০ টাকা করে দিবে!
শুরু হলো প্রতিযোগীতা,অত্যন্ত উন্নতমানের পলক গণনাকারী সেন্সর ম্যাশিনের সামনে মনু দাঁড়িয়ে। ১ মিনিট যায় দুই মিনিট যায় ৩ মিনি২ যায় মনু পলক ফেলেনা!সবাই তামিশকির!
একদা এক লোক তার বন্ধুদের সাথে বাজি ধরলো সে চোখের পলক না ফেলে এক নাগারে এক ঘণ্টা দাঁড়িয়ে থাকতে পারবে!চলমান এক ঘণ্টার ভেতর সে যতবার পলক ফেলবে ততবার পলক হিসেব করে প্রতি পলকে সে ১০ টাকা করে দিবে!
শুরু হলো প্রতিযোগীতা,অত্যন্ত উন্নতমানের পলক গণনাকারী সেন্সর ম্যাশিনের সামনে মনু দাঁড়িয়ে। ১ মিনিট যায় দুই মিনিট যায় ৩ মিনি২ যায় মনু পলক ফেলেনা!সবাই তামিশকির!
অপলক ১০ মিনিট,তারপর শুরু হলো আসল ঘটোনা!জনতার চাপের মুখে পলক ফেলতে শুরু করলো মনু!সে প্রাণপণ চেষ্টা করছে পলক না ফেলার!কিন্তূ যতোই সে চেষ্টা করে ততোই বিফল হয়!১ টা পলক মিস দিতে গিয়ে ১০ টা পলক দিয়ে ফেলে!এভাবে এক ঘণ্টা কাটার পর আন্ডার প্রেসার মনুর পলক গননা করা হলো ৭৮৪ টা!
এখন মূল ঘটনায় আসি!বর্তমান সরকারের অবস্থা দাঁড়িয়েছে সেরকম!একটা পসিটিভ মানসিকতা থেকে তারা মাঠে নামলেও জনতার চাপে তারা পলকের পর পলক ফেলেই যাচ্ছে!একটা পলক মিস করতে গিয়ে দশটা পলক সামনে এসে পড়ছে!চলছে তো চলছেই!চলছেই…
পাঠকদের জন্য কুইজ:——–
১.. উল্লেখ্য প্লকবাজীর খেলায় মনুকে ঠিক কতো টাকা গুনতে হয়েছিলো?
২.. আন্ডার প্রেশার সরকারের ভবিষ্যৎ কী?
৩.. পোস্টের মোরাল এক বাক্যে বর্ননা করুন।
বর্তমান সরকারের ভবিষ্যৎ
বর্তমান সরকারের ভবিষ্যৎ অন্ধকার ।
১ প্রশ্নের উত্তরঃ ৭৮৪০
১ প্রশ্নের উত্তরঃ ৭৮৪০ টাকা
২য় প্রশ্নের উত্তরঃ সরকারের উচিত সময় উপযোগী পদক্ষেপ নেওয়া
৩য় প্রশ্নের উত্তরঃ মোরাল বলতে গেলে ঝগড়া লাগবে তাই চুপ থাকায় ভালো !! :নৃত্য:
৩য় প্রশ্নের উত্তর আমার কাছে
৩য় প্রশ্নের উত্তর আমার কাছে মনে হচ্চে – কোন কাজের প্রশংসা তার ভাল দিক দেখার চেয়ে খারাপ দিক দেখা ও সমালোচনা করার লোক বেশি। যার ফলে উন্নয় কাজ এই সব সমালোচনার মুখে বাধাগ্রস্থ হয়।
ভবিষ্যৎ অন্ধকার
ভবিষ্যৎ অন্ধকার