(৭)
ইস ! করেছো কি
করেছো কি …
আষাঢ়ের সমস্ত জলে
ভরে রেখেছো আঁখি ?
(৮)
আসবে বলে অষ্টপ্রহর
হৃদয় খুলে রাখি
বুকের ভেতর ঝড় – বৃষ্টি
টের পাচ্ছ কি ?
উড়নচণ্ডী পংতিমালা – ৭, ৮, ৯,১০
(৭)
ইস ! করেছো কি
করেছো কি …
আষাঢ়ের সমস্ত জলে
ভরে রেখেছো আঁখি ?
(৮)
আসবে বলে অষ্টপ্রহর
হৃদয় খুলে রাখি
বুকের ভেতর ঝড় – বৃষ্টি
টের পাচ্ছ কি ?
(৯)
আকাশ জোড়া স্বপ্ন আমার
মেঘটি কোথায় রাখি
মেঘবালিকা বললো হেসে
আমি জলের বাড়ি থাকি ।
(১০)
তিরিশ বছর বয়স তোমার
উনিশ গেছে বাড়ি
তিরিশ প্লাস যদিও আমার
একুশ ক্যামনে ছাড়ি ?
———————-
ভালোই। আগেরগুলো আরও বেশী ভালো
ভালোই। আগেরগুলো আরও বেশী ভালো লেগেছিল। :খুশি:
আতিক ভাই, ধন্যবাদ !
আগের গুলো
আতিক ভাই, ধন্যবাদ !
আগের গুলো আগের মতোই । আমার কিন্তু বেশ লেগেছে আজকের ৪ টি লিখতে পেরে । কি যে আনন্দ হয় লিখতে ।
অসাম
তিরিশ বছর বয়স তোমার
উনিশ
অসাম
ধন্যবাদ অমিত – লাবণ্য !
ধন্যবাদ অমিত – লাবণ্য !
এটাই লেখালেখির স্বার্থকতা।
এটাই লেখালেখির স্বার্থকতা। নিজের আনন্দে লেখা। :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
খুব সাদামাটা কিছু অনুভুতির
খুব সাদামাটা কিছু অনুভুতির প্রয়োগ , কিন্তু কেন জানি নাহ , বেশ ভাল লেগে গেল পড়ে । :ফুল: :ফুল: :ফুল: :ফুল:
ধন্যবাদ মোশফেক !
ধন্যবাদ মোশফেক !
বাহ ভালো লাগলো। এটা কি হাইকু?
বাহ ভালো লাগলো। এটা কি হাইকু?
শামীমা মিতু, আপনাকে ধন্যবাদ
শামীমা মিতু, আপনাকে ধন্যবাদ !
এটা হাইকু না কারণ – জাপানী ভাষায় বিশেষ অনুকাব্যকে হাইকু বলা হয় । জাপান থেকেই এসেছে হাইকু। বাংলায় এটি তিন লাইনের হয়। অন্ত্যমিল থাকে না। স্বরবৃত্ত ছন্দে প্রতি লাইনে মাত্রা যথাক্রমে ৫, ৭ এবং ৫।
আকাশ জোড়া স্বপ্ন আমার
মেঘটি
এটা সবচেয়ে ভাল লেগেছে .। বাকি গুলোও ভাল
ধন্যবাদ দুরন্ত জয় !
ধন্যবাদ দুরন্ত জয় !
আকাশ জোড়া স্বপ্ন আমার
মেঘটি
# এই চার লাইন খুব ভালো লেগেছে । অন্যগুলো ও ভালো ।
(No subject)
:ধইন্যাপাতা: :গোলাপ:
খুবই ভালো লাগলো । বিশেষ করে
খুবই ভালো লাগলো । বিশেষ করে শেষটি ।তবে শেষ অনুকাব্যের শেষ লাইন থেকে আমি শব্দটা বাদ দিলে আরো প্রাণবন্ত হয় । অভিনন্দন । অনেক ভালো অনুকাব্য লেখার জন্য ।
” আমি বন্ধু হেরে গেলেও
তুমি কিন্তু হেরো না”
:নৃত্য: :বুখেআয়বাবুল: :থাম্বসআপ: :থাম্বসআপ: :ফুল:
(No subject)
:গোলাপ: :ধইন্যাপাতা: :বুখেআয়বাবুল: :হাসি:
উড়নচণ্ডী পংতিমালা সবগুলো
উড়নচণ্ডী পংতিমালা সবগুলো লাইনে ভালো লেগেছে এবং অসাধারন ছন্দ মিল ……… ভালা লাগছে ম্যান
অনেক অনেক ধন্যবাদ জুয়েল !!!
অনেক অনেক ধন্যবাদ জুয়েল !!!
প্রথম টা বেশি ভালো লেগেছে …
প্রথম টা বেশি ভালো লেগেছে …
(No subject)
:গোলাপ: :ধইন্যাপাতা:
bah
bah
somomona manusher ekti sundor
somomona manusher ekti sundor premer kobita share korlam…nijeke khuje peyechi lekhay 😉
ধন্যবাদ !
ধন্যবাদ !
(No subject)
:গোলাপ: :ধইন্যাপাতা: :গোলাপ:
এভাবে লিখতে পারি না,অনেক
এভাবে লিখতে পারি না,অনেক চেষ্টা করে হয়ে উঠে না ।আপনার লিখাটা পড়ে ভালো লাগলো,সেরকম হয়েছে ।
(No subject)
:গোলাপ: :ধইন্যাপাতা: :গোলাপ: