মূল ঘটনাঃ একটা মৌমাছি আমারে কামড় দিসে। খুব ব্যাথা লাগায় আমি মরিয়া হয়ে গেলাম সেই মৌমাছিটারে মারতে। মৌমাছি টা গিয়া বসলো পাশের বাড়ির বাড়ির ফুল বাগানে একটি ফুলের উপর। এদিকে আমি তো ঐ বাড়িতে ঢুকার সাহস নাই। রুস্তম নামে এক লোক আছে গ্রামে যে একমাত্র ঐ বাড়িতে ঢুকতে পারে। রুস্তমের আবার ঐ বাড়ির ফুলবাগানের ফুলগুলির প্রতি খুব লোভ।
আমার যে করেই হোক ঐ মৌমাছি মারতে হবে নাইলে আমি মারা যাব। এইরকম অবস্থা দাড়াইসে। বিষের তেজ বারতেসে। রুস্তম ভাই রে গিয়া ঘটনা খুইলা বললাম। রুস্তম ভাই রাজি হইয়া গেলো খুশিমনে।
১-এখন প্রশ্ন হইল রুস্তম খুশি হইলো কেন?
-রুস্তম ভাই এক ঢিলে দুই পাখি মারতে পারব।
কি কি?
মূল ঘটনাঃ একটা মৌমাছি আমারে কামড় দিসে। খুব ব্যাথা লাগায় আমি মরিয়া হয়ে গেলাম সেই মৌমাছিটারে মারতে। মৌমাছি টা গিয়া বসলো পাশের বাড়ির বাড়ির ফুল বাগানে একটি ফুলের উপর। এদিকে আমি তো ঐ বাড়িতে ঢুকার সাহস নাই। রুস্তম নামে এক লোক আছে গ্রামে যে একমাত্র ঐ বাড়িতে ঢুকতে পারে। রুস্তমের আবার ঐ বাড়ির ফুলবাগানের ফুলগুলির প্রতি খুব লোভ।
আমার যে করেই হোক ঐ মৌমাছি মারতে হবে নাইলে আমি মারা যাব। এইরকম অবস্থা দাড়াইসে। বিষের তেজ বারতেসে। রুস্তম ভাই রে গিয়া ঘটনা খুইলা বললাম। রুস্তম ভাই রাজি হইয়া গেলো খুশিমনে।
১-এখন প্রশ্ন হইল রুস্তম খুশি হইলো কেন?
-রুস্তম ভাই এক ঢিলে দুই পাখি মারতে পারব।
কি কি?
– শয়তান মৌমাছি ও মরব, ফুলবাগান ও দখল করতে পারব।
২-এতে আমার কি লাভ?
-শয়তান মৌমাছি টা মরব। কারন রুস্তম ভাই ছাড়া আর কেউ ওরে মারতে পারবেনা, আর আমিও বিষের জালায় মরব।
৩-রুস্তমের লাভ হইলে তোমার কি?
-আমার কিছু না। তাই বইলা কি আমি বইসা থাকুম? আমি বাচুম না? আমি যদি রুস্তম ভাই রে হেল্প না করি তাইলে সে মৌমাছি মারব ক্যামনে?
৪-কি দরকার মৌমাছি মারার? ফুলবাগান তো দখল কইরা ফেলবে রুস্তম।
-কি দরকার মানে? মৌমাছি না মরলে তো আমি মরুম। মৌমাছি রে বাঁচাইতে গিয়া নিজে মইরা লাভ আছে? ফুলবাগান যে পারে দখল করুক। ফুলবাগানের দোহাই দিয়া বইসা লাভ নাই, যে আমারে বাঁচাইতে চাইব তারেই আমি সাপোর্ট দিমু।
আমার গল্পে জায়গামত আওয়ামীলীগ(রুস্তম), সাম্রাজ্যের (ফুলবাগান) মৌমাছি (রাজাকার),আমি(সাধারন জনগন) শব্দগুলো বসিয়ে দিবেন।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু
আপনার গল্পের রুস্তমের
আপনার গল্পের রুস্তমের ফুলবাগান দখল বলতে আপনি কি বুঝিয়েছেন?মৌমাছি মারতে বাগান দখল লাগবে কেন? রুস্তম বাগান দখল করবে কেন?
আমার গল্পে জায়গামত
আমার গল্পে জায়গামত আওয়ামীলীগ(রুস্তম), সাম্রাজ্যের (ফুলবাগান) মৌমাছি (রাজাকার),আমি(সাধারন জনগন) শব্দগুলো বসিয়ে দিবেন।
এমনটা লিখতে সাহস লাগে…
ভাল
এমনটা লিখতে সাহস লাগে…
ভাল লিখেছ অমিত!! তবে আরও দীর্ঘ হলে ভাল হত…
দীর্ঘ করতে মন চেয়েছিলো।
দীর্ঘ করতে মন চেয়েছিলো। কিন্তু , দিয়া দিলাম আর কি। ভবিষ্যতে যে পোস্ট পাবেন আশা করি ভাল মানেরি পাবেন 😀
অমিত! পরিমানে বেশী না দিয়ে কম
অমিত! পরিমানে বেশী না দিয়ে কম পোস্ট ভাল মানের হলেই ভাল!!
তবে তোমার স্পিরিট খুব ভাল লাগে… কিপ ইট আপ ম্যান… :বুখেআয়বাবুল:
থ্যাঙ্ক ইউ ভাই কলম চলবে
থ্যাঙ্ক ইউ ভাই 🙂 কলম চলবে
তারিক ভাই, এখানে আপনার আর
তারিক ভাই, এখানে আপনার আর আমার দু’জনেরই মন্তব্য আছে। আমার পোস্ট টা কি ইঙ্গিত করে তাও বোঝা যাচ্ছে।
গতকাল আনিস রায়হানের পোস্টে আমরা কমেন্ট করায় আমাদের কে বলা হলো-
অন্ধ আওয়ামীলীগ সমর্থক। তাই কমেন্ট টা করলাম, যাতে পোস্ট টা কারো চোখে পড়ে
ভাই, সেটা তো বুঝেছিই ।একটু
ভাই, সেটা তো বুঝেছিই ।একটু ক্লিয়ার করার জন্য বলেছিলাম আর কি!
ওহ
ওহ 🙂
(No subject)
:ভাবতেছি:
চমৎকার হয়েছে অমিতদা …
চমৎকার হয়েছে অমিতদা :তালিয়া: :তালিয়া: … এক্কেবারে বুলসআই :বুখেআয়বাবুল: :বুখেআয়বাবুল: … স্পিরিট নিয়ে কোন কথা হবে না :মাথানষ্ট: :মাথানষ্ট: … আরও চাই… :থাম্বসআপ: :অপেক্ষায়আছি:
লাভ নাই রে ভাই। তারপরেও একদল
লাভ নাই রে ভাই। তারপরেও একদল এসে নানাভাবে ত্যানা প্যাচাবে। কারন ত্যানার এদের অভাব হয়না।
আমরা চোখে টিনের চশ্মা লাগাইয়া ঘুরিনা, তাই আগে দেশ তারপরে দল। যা বলতে হয় সরাসরিই বলি। কিন্তু কিছু মানুষ থাকেই শুধু পিছনে আঙ্গুল দেয়ার জন্য। প্রগতিশীলদের অনেকের কমেন্ট কিন্তু এখানে পাইবেন না।
এইটাই দুঃখ … অথচ ট্যাগ
এইটাই দুঃখ :মনখারাপ: … অথচ ট্যাগ দেবার সময় উনারা সবার আগে এবং সবচেয়ে একটিভ :ক্ষেপছি: … মাঝে মাঝে উনাদের নীতি আসলে কি সেই ব্যাপারে ধন্দে পড়ে যাই… :মাথাঠুকি: :মাথাঠুকি:
অইযে মাঝে মাঝে কিছু চুশীল রে
অইযে মাঝে মাঝে কিছু চুশীল রে দেখলে বলতে মন চায়-
এদেরকে ডিফেন্ড করলেও দেখা যায় এরা উল্টা পার্ট নেয়। যাই কই, বুঝতাসিনা
জটিল হয়েছে চালায়া জান।
জটিল হয়েছে চালায়া জান। :বুখেআয়বাবুল: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
ধন্যবাদ কিরন শেখর ভাই। পোষ্ট
ধন্যবাদ কিরন শেখর ভাই। পোষ্ট টা জুলাই মাসের।