বেড়াল বলে গিন্নিকে তার – বেড়ালী ,
আজ সারাদিন কোথায়-কোথায় বেড়ালি ?
অনেক খুজেও তোকে কোথাও পেলাম না
তাই সারাদিন উপোস কিছুই খেলাম না ।
গিন্নি বলে – কান্ড দেখ মিনসের
হাঁড়ির ভেতর দুধ ছিল গো তিনসের ।
বেড়াল বলে গিন্নিকে তার – বেড়ালী ,
আজ সারাদিন কোথায়-কোথায় বেড়ালি ?
অনেক খুজেও তোকে কোথাও পেলাম না
তাই সারাদিন উপোস কিছুই খেলাম না ।
গিন্নি বলে – কান্ড দেখ মিনসের
হাঁড়ির ভেতর দুধ ছিল গো তিনসের ।
সানকি ভরা শুঁটকি মাছের ভর্তা
তবুও তুমি খাওনি কেন কর্তা ?
বেড়াল বলে – খাবার ছিল ? তাই বল ।
কিন্তু একা একা কেমন করে খাই বল ?
হঠাৎ রেগে বলল বেড়াল – পুষিরে ,
খুব বেড়েছিস ? মারব তোকে ঘুঁষিরে ।
গিন্নি বলে – ঘাট হয়েছে , মিঁউ
কিন্তু তুমি চোখ রাঙাচ্ছ কিউ ?
চোখ রাঙালে তোমার সাথে আড়ি
চলেই যাব কালকে বাপের বাড়ি ।
#কর্তা ও গিন্নি – নিবিড় রৌদ্র ।
দারুণ এবং মজাদার
দারুণ এবং মজাদার
ভালো
ভালো লাগলো,,,,
———————–
তিমিরের ছোয়ায়
কল্পরাজ্যের আবির্ভাব,
আত্মারে ছাড়ায় দেহ
সেটাই তার স্বভাব
বাহ!
বাহ! :থাম্বসআপ:
বাহ
বাহ