THE MIST- কুয়াশা যেখানে আমাদের ভেতরে বাসা বেঁধেছে…

“The story is less about the monsters outside than about the monsters inside, the people you’re stuck with, your friends and neighbors breaking under the strain.”
— Darabont on The Mist

ঠিক উপরের কথাগুলোর মত এই মুভিতে মূলত দেখানো হয়েছে fanaticism বা উগ্রবাদ কতটা ভয়াবহ হতে পারে।

“The story is less about the monsters outside than about the monsters inside, the people you’re stuck with, your friends and neighbors breaking under the strain.”
— Darabont on The Mist

ঠিক উপরের কথাগুলোর মত এই মুভিতে মূলত দেখানো হয়েছে fanaticism বা উগ্রবাদ কতটা ভয়াবহ হতে পারে।

Bridgton হল cumberland county,USA এর একটি ছোট শহর। এক্ রাতে প্রচণ্ড ঝড়ের ফলে শহরের মানুষগুলো বিশাল ক্ষয়ক্ষতির মুখে পড়ে… সহসা কথা নাই বার্তা নাই, ঘন কুয়াশার ভয়াবহ আবরনে ছেয়ে যেতে শুরু করে শহরের আকাশ। সেই কুয়াশা এমনই ভয়াবহ যে, এটি শুধু চেনাজানা জগতের বাইরের কিছু অভাবিত ও অচিন্তনীয় ত্রাসকেই সঙ্গে নিয়ে আসে না, একই সাথে এক সুপারমার্কেটে আশ্রয় নেয়া কিছু ভয়ার্ত মানুষকে দাড় করিয়ে দেয় মানব মনের এক পুরোঁনো ও ভয়ংকর কুয়াশার সামনে।

বর্তমান সময়ের প্রেক্ষাপটে Stephen King এর লেখা ও Frank Darabont এর পরিচালনায় ২০০৭ সালের এই সাই- ফাই,হরর মুভিটি খুবই সময় উপযোগী। লেখকের মুল উপন্যাস টি পরিচালক কিছুটা পরিবর্তন করেছিলেন যা আখেরে মুভিটার মুল বক্তব্যকে আরও শক্তিশালি করেছে।

মুভিটার সবচেয়ে চমৎকার দিকটি আ্মার মতে এর বক্তব্য ও তার চিত্রায়ন। বিশেষত প্রাৃতিক কুয়াশার চমৎকার চিত্রায়ন যেমন এটিকে রহস্যময় করেছে ঠিক তেমনি ভয়ংকর জীবগু্লোর ভয়াবহতা এতে দিয়েছে টানটান উত্তেজনা ও ভয়ের স্বাদ। :খাইছে:

মোস্ট ইম্পট্যান্টলি বলতে হবে Marcia Gay Harden এর কথা যিনি তার অতি চমৎকার অভিনয়শৈলী দিয়ে দেখিয়েছেন যে, ধর্মীয় উন্মাদনা বা ধর্মের নামে উন্মত্ততা কত ভয়াবহ হতে পারে এবং মানুষ কত সহজে সেই fanaticism :শয়তান: এর কুয়াশায় নিজের বিবেককে হারিয়ে ফেলতে পারে।

সব মিলিয়ে, it’s worth to watch………

my rating- 8.2/10

IMDb – www.imdb.com/title/tt0884328/

download link- http://yify-torrents.com/movie/The_Mist_2007

১২ thoughts on “THE MIST- কুয়াশা যেখানে আমাদের ভেতরে বাসা বেঁধেছে…

 1. ছবিটা সম্বন্ধে শুনেছি কিন্তু
  ছবিটা সম্বন্ধে শুনেছি কিন্তু আপনার রিভিউ পড়ে দেখার ইচ্ছা জাগলো ।

  1. দেখে ফেলেন … সেইরাম চমৎকার
   দেখে ফেলেন … সেইরাম চমৎকার একটা অভিজ্ঞতা হবে… :মাথানষ্ট: মন্তব্যের জন্য :ধইন্যাপাতা:

 2. দেখা হয়নাই চক্ষু মেলিয়া!!
  দেখা হয়নাই চক্ষু মেলিয়া!! সংগ্রহে আছে দেখে ফেলব!!
  এইবারের রিভিউ চমৎকার হয়েছে!! :থাম্বসআপ: :থাম্বসআপ:
  আপনার জন্যে আমার একটা রিভিউ আছে পড়ে দেইখেন!
  বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্রকার ‘আকিরা কুরোসাওয়া’ ও তাঁর মাস্টারপিস ‘রশোমন’।

  1. আসলে গত রিভিউটা যতটা না রিভিউ
   আসলে গত রিভিউটা যতটা না রিভিউ ছিল, তারচেয়েও বেশি ছিল কিছু পুরোনো যন্ত্রণার স্মৃতির হঠাৎ জীবন্ত হয়ে ওঠার প্রয়াস। নিশ্চিন্ত থাকেন,ঐ ধরনের কোন কিছু আর এভাবে সামনে আসার সুযোগ পাবে না। তবে এই মুভিটা সত্যিই অনবদ্য। স্তিফেন কিং এর গল্প আর দারাবোনট এর পরিচালনা এই মুভিকে দিয়েছে চমৎকার গাথুনি, আর অভিনয় দিয়েছে একে এক পরিপূর্ণ শিল্পকর্মের মর্যাদা… দেখে ফেলেন লিঙ্কন ভাই…

 3. ইস্টিশনে ফিরে আসার পর অনেক
  ইস্টিশনে ফিরে আসার পর অনেক নতুনত্ব দেখছি । রিভিউ পরে দেখার ইচ্ছা হচ্ছে
  আসা করি দেখব।

  1. প্রথমেই অভিনন্দন আপনার
   প্রথমেই অভিনন্দন আপনার অর্জনের জন্য। :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :গোলাপ: মুভিটা খুব চমৎকার এক প্লটের উপর সুন্দর এক মেকিং। দেখার আমন্ত্রন রইল…

  1. মুভিটা লেখার চেয়ে শতগুন বেশি
   মুভিটা লেখার চেয়ে শতগুন বেশি ভালো… :মাথানষ্ট: :চশমুদ্দিন: :হাসি: ত্রাতত্রারি দেইখা ফেলেন… :জলদিকর: :জলদিকর:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *