হাওয়া খাওয়ার জন্য একটু লেকে গেলাম, মাত্র সন্ধ্যা নেমেছে, বসে বসে
ফেবু গুতাচ্ছি।হঠাৎ এক অপরুপা ,সুনয়না,সুকেশী এক ললনা দেখলাম
এই দিকেই এগিয়ে আসছে, মন আমার উথাল পাথাল অবস্থা, হায় হায়
মেয়েটি আমার পাশেই বসল, টিনের চালে কাক না বস লেও আমি কিন্তু সিরাম অবাক হয়ে গেলাম! এত কাছে !! মনে মনে ভাবলাম মেয়েটি হয়ত বুঝতে পেরেছে , আমিও তার মত একা, তা না হলে এই প্রেম বাগানে কেউ বসে বসে মোবাইল টিপে?হাল্কা করে একটু চোখ বুঝলাম, সামনে
হাওয়া খাওয়ার জন্য একটু লেকে গেলাম, মাত্র সন্ধ্যা নেমেছে, বসে বসে
ফেবু গুতাচ্ছি।হঠাৎ এক অপরুপা ,সুনয়না,সুকেশী এক ললনা দেখলাম
এই দিকেই এগিয়ে আসছে, মন আমার উথাল পাথাল অবস্থা, হায় হায়
মেয়েটি আমার পাশেই বসল, টিনের চালে কাক না বস লেও আমি কিন্তু সিরাম অবাক হয়ে গেলাম! এত কাছে !! মনে মনে ভাবলাম মেয়েটি হয়ত বুঝতে পেরেছে , আমিও তার মত একা, তা না হলে এই প্রেম বাগানে কেউ বসে বসে মোবাইল টিপে?হাল্কা করে একটু চোখ বুঝলাম, সামনে
আবার ভেশে উঠল ছট্ট একটা রুম, সেই মেয়েটি আর আমি, সে আমার গলায় টাই ঝুলিয়ে দিচ্ছে, এবং একটু ভালবাশার পরশ দিয়ে বলল- ” এই তারাতারি চলে আসবে কিন্তু”!! চোখ খুললাম ভাবছি কিছু বলব,কিন্তু কি বলব, আমিত দেখেই মুগ্ধ, আড়চোখে শুধু দেখেই যাচ্ছি আর দেখেই
যাচ্ছি। কি সুন্দর ওই আঁখি যুগল,হালকা কুকড়ান চুল দিয়ে যেন মুহূর্তেই আমার হৃদয় টাকে পেঁচিয়ে ফেলেছে।মনটা বোধ হয় একটু খারাপ তবুও
মন খারাপের সেই মনে যেন শিউলি ফুল ফুটেছে।কিন্তু মুহূর্তেই আমার হৃদয় টা কে যেন এ কে ৪৭ দিয়ে ঝাঁঝরা করে দিল। একটা ছেলে গুলির বেগে এশে তার পাশে বসল, এবং হাতটা ধরে বলল জানু আর কখনই এত লেট হবে না, তুমি রাগ কইর না পাখি!!
শিল্পী এই গানটা বোধ হয় আমার জন্যই গেয়েছেন- “বেশি কিছু আশা করা ভুল, বুঝলাম আমি এত দিনে”
জাতির বিবেকের কাছে আমার একটাই প্রশ্ন-
সব মেয়েরা ডাবল ডাবল ঘুরে ক্যা?
সিঙ্গেল ঘুরে না ক্যা?
#
: আর ভাল্লাগে না, আই এম ইন লাপ!, তয় কোন মাইয়ার না বইয়ের, হি হি ঠেলার নাম যে বাবাজি, মাঝে মাঝে মুন চায় একখান প্রেম করি, প্রেমিকার হাত ধরি, কিন্তু আমিত ভাল পুলা, ধুরু এর থাইকা বিয়া করা ভালা, ভাবতাছি একখান বলদ গরু কিনমু, গরু দিয়া ক্ষেত চাষ করমু, ঘামায় গেলে বউতে আইসা গামছা দিয়া মুখ মুছায় দিবো, লাইপ ইজ চো বিউটিফুল। #;
.
ফেসবুক পোষ্ট ব্লগে কেন?
আর
ফেসবুক পোষ্ট ব্লগে কেন?
আর বানান ভূল আছে যদিও তা দৃষ্টিকটু না ।তারপরও একটু দেখে শুনে লিখবেন
সহমত। যখন লিখবেন ভাই তখন ভেবে
সহমত। যখন লিখবেন ভাই তখন ভেবে নিবেন কি বলতে চাইছেন। সুন্দর করে গুছিয়ে লিখুন।মাইন্ড করবেন না।শুভ ব্লগিং 🙂
লিখাটা আসলে আমার না ভাল লাগল
লিখাটা আসলে আমার না ভাল লাগল তাই ব্লগে দিলাম
লিখাটা আসলে আমার না ভাল লাগল
লিখাটা আসলে আমার না ভাল লাগল তাই ব্লগে দিলাম
নিজের লিখা দিন ।ব্লগ নিজের
নিজের লিখা দিন ।ব্লগ নিজের মতামত প্রকাশের জায়গা ।আর ভূল হতেই পারে,সমালোচনা হতেই পারে ।এই সমালোচনাগুলোই লেখার মান বাড়াবে আপনার
মজার লিখা যে যাই বলুক মজা
মজার লিখা যে যাই বলুক মজা ছাড়া কোন কিছু ভাল লাগে না । মাঝে মাঝে এমন পোস্ট ভালই লাগে।
তবে নিজের পোস্ট দিবেন অন্যের পোস্ট দিলে তার লিঙ্ক এবং নাম উল্ল্যেখ করবেন।
all the best……
মানে কি?
মানে কি?