বাবা , আশা করি ভাল আছো। ভাল থাকাটাই আমার কামনা।অনেক কষ্টে
তুমি আমাকে বড় করেছো। এখন
তোমার বিশ্রাম নেয়ার সময়। :কানতেছি:
আমি জানি
ব্যাংকে তোমার অনেক টাকা আছে।
সেইসাথে ব্যবসায় ও অনেক টাকা
ইনভেস্ট আছে। কিন্তু এই টাকাই সব কিছু
না। তোমার এখন হাসি খুশী করার
সময়। :হাসি:
বাবা , আশা করি ভাল আছো। ভাল থাকাটাই আমার কামনা।অনেক কষ্টে
তুমি আমাকে বড় করেছো। এখন
তোমার বিশ্রাম নেয়ার সময়। :কানতেছি:
আমি জানি
ব্যাংকে তোমার অনেক টাকা আছে।
সেইসাথে ব্যবসায় ও অনেক টাকা
ইনভেস্ট আছে। কিন্তু এই টাকাই সব কিছু
না। তোমার এখন হাসি খুশী করার
সময়। :হাসি:
মা’র ও বয়স হয়ে গিয়েছে। সময়
মতো তোমাকে ওযু করার জন্য গরম
পানি দিতে পারেন না। সকালের নাস্তা অনেক
সময় পাড়ার রহমত কাকার
দোকানের পঁচা ব্রেড দিয়ে চালিয়ে নিতে
হয়। :মাথানষ্ট:
পাশের বাসার আজমল সাহেব
যখন নাতিপুতি নিয়ে খেলেন, বাগানে
পানি দেন তখন আমার চোখে আষারের
বৃষ্টি নামে। :কানতেছি:
তোমারও এরকম হাসি খুশি করার
কথা ছিল।
বাবা তোমাকে আরো অনেকদিন জীবিত
দেখতে চাই। সাথে মাকেও হাসি খুশী
দেখতে চাই। :অপেক্ষায়আছি:
বাবা তুমি অনেক বিচক্ষন মানুষ।
নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি কি
বলতে চাচ্ছি। হ্যাঁ বাবা, আমি বিবাহ
করিতে চাই। :bow:
বাবা কয়েকদিন আগে রুপার কথামতো
তোমাকে বলেছিলাম আমার রাতে ঘুম
হয় না। ভেবেছিলাম তুমি কারণ
অনুসন্ধান করে আমাকে রুপার সাথে
বিয়ে দিবে। কিন্তু তা না করে তুমি আমাদের
আড়তের দারোয়ানকে অব্যাহতি দিয়ে
আমাকে তার রাতের ডিউটি দিয়েছো। :মাথানষ্ট:
প্রথম দিকে
তেমন কষ্ট হতো না বাবা।ওর সাথে
মোবাইলে কথা বলে রাত কেটে যেতো।
এখন আর পারছিনা বাবা। চোখের নিচে
কালো দাগ পড়েছে। চেহারার রং মরে
যাচ্ছে। আমি রুপাকে হারাতে চাইনা বা
বাবা। প্লিজ কিছু একটা করো :কানতেছি:
হা হা প গে পোষ্ট ।
হা হা প গে পোষ্ট ।
(No subject)
😀
(No subject)
:হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে:
(No subject)
:হাহাপগে:
মানে কি?
মানে কি?
বালা লাগছে ম্যান
বালা লাগছে ম্যান …………… মজা পাইলাম :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে:
ধন্যবাদ
ধন্যবাদ
রূপারে নিয়া পালায়ে যান।
রূপারে নিয়া পালায়ে যান। :চোখমারা:
জ্বি ভাই দেখা যাক
জ্বি ভাই দেখা যাক :চিন্তায়আছি:
রূপার লাইগা নিজের রূপের
রূপার লাইগা নিজের রূপের বারোটা বাজাতেছে!!!! যাই হোক আমাদের না বলে বাবাকে বলেন,তিনিই হর্তাকর্তা :হাহাপগে:
অবশ্যই বলব।এটা প্রথম স্টেপ
অবশ্যই বলব।এটা প্রথম স্টেপ :হাসি:
পালায় যান।এর উপরে কোন পথ নাই।
পালায় যান।এর উপরে কোন পথ নাই। :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে:
(No subject)
:হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে:
:খাইছে: :খাইছে: :খাইছে: :খাইছে: :খাইছে: :খাইছে: :খাইছে: :খাইছে:
ভয় লাগে
ভয় লাগে :কনফিউজড:
মাসুদ ভাই আপনার বাবা কি
মাসুদ ভাই আপনার বাবা কি ফেসবুক ব্যবহার করে?
আমাকে লিঙ্কটা দেন আমি আঙ্কেল-কে পোস্টটা ম্যাসেজ করি!!
পুরা মাথায় নষ্ট… :মাথানষ্ট: :মাথানষ্ট: :মাথানষ্ট: :মাথানষ্ট: :মাথানষ্ট: :মাথানষ্ট: