কিছু নরকীট শাহবাগ প্রজন্ম চত্বর কে নিয়ে ব্যাঙ্গ করে পেজ খুলেছিলো “শাহবাগ প্রজনন চত্বর” নামে। তারা যে কতবড় পশু তারা নিজেও বুঝতে পারেনা। তাদের পেজ এর নামের উত্তরে তাই এই কবিতা টা লিখেছিলাম ফেব্রুয়ারি মাসে।
হ্যা এটা শাহবাগ প্রজনন চত্বর
যেখানে প্রজনন হয়েছে লাখ বিপ্লবী তরুণের
এখানে প্রজনন হয়েছে সংগ্রামী চেতনার
হয়েছে লাখো চোখে স্বপ্নের প্রজনন
এখানে প্রজনন হয়েছে লাখো ডেসিবেল শব্দে
একটাই শ্লোগান “রাজাকারের ফাঁসি চাই”
মায়ের মনের ভয় কেটে গেছে এখন
প্রজনন হয়েছে ছেলেকে যুদ্ধে পাঠানোর সাহস
এখানে প্রজনন হয়েছে কিছু মানুষরূপি
পশুর মনে মৃত্যুর তীব্র আতংক আর হাহাকার
কিছু নরকীট শাহবাগ প্রজন্ম চত্বর কে নিয়ে ব্যাঙ্গ করে পেজ খুলেছিলো “শাহবাগ প্রজনন চত্বর” নামে। তারা যে কতবড় পশু তারা নিজেও বুঝতে পারেনা। তাদের পেজ এর নামের উত্তরে তাই এই কবিতা টা লিখেছিলাম ফেব্রুয়ারি মাসে।
হ্যা এটা শাহবাগ প্রজনন চত্বর
যেখানে প্রজনন হয়েছে লাখ বিপ্লবী তরুণের
এখানে প্রজনন হয়েছে সংগ্রামী চেতনার
হয়েছে লাখো চোখে স্বপ্নের প্রজনন
এখানে প্রজনন হয়েছে লাখো ডেসিবেল শব্দে
একটাই শ্লোগান “রাজাকারের ফাঁসি চাই”
মায়ের মনের ভয় কেটে গেছে এখন
প্রজনন হয়েছে ছেলেকে যুদ্ধে পাঠানোর সাহস
এখানে প্রজনন হয়েছে কিছু মানুষরূপি
পশুর মনে মৃত্যুর তীব্র আতংক আর হাহাকার
প্রজনন হয়েছে ৭১ এর মুক্তিযোদ্ধার স্টেনগান
গ্রেনেড, বোমা, মর্টার, এর গগনবিদারী চিৎকার
প্রজনন হয়েছে এক নতুন বাংলাদেশের
যেখানে ঠাই নাই কোন রাজাকারের
এখানে আসলেই প্রজনন হয়েছে-
আমার তোমার ভাই সালাম,শফিক,জব্বার
এখানে প্রজনন হয়েছে জাতির পরিচয়
তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা
এখানে প্রজনন হয়েছে জয় বাংলা বাংলার জয়
লড়াকু জাতি বাঙালি কভু মাথা নোয়াবার নয়
বেজন্মারা এই নামে পেইজ
বেজন্মারা এই নামে পেইজ খুলেছে। বেজন্মাদের কাজ বেজন্মারা করেছে। কিন্তু আপনি এই নামে শিরোনাম দিলেন কেন?ভালো লাগে নাই নামটি।
তবে কবিতা ভালো লেগেছে।
কবিতায় আমি কিছু প্রজনন এর কথা
কবিতায় আমি কিছু প্রজনন এর কথা বলেছি, সেগুলোর সাথে মিল রেখে শিরোনাম 🙂
ভাই দেখুন বেজন্মারা যা বলবে
ভাই দেখুন বেজন্মারা যা বলবে আমরা যদি সেটা উচ্চারন করে সেটার বিরোধিতা করি সেটা একরকম আর রুপক ব্যাবহার করে বিরোধিতা করলে সেটা অন্যরকম মাত্রা পায় । :ফুল:
দিলাম
দিলাম 🙂
রূপক অর্থে কবিতাটি সুন্দর
রূপক অর্থে কবিতাটি সুন্দর হয়েছে কোন সন্দেহ নাই। কিন্তু ওই যে নামের সাথে বেজন্মা যুক্ত তাই মেজাজ খারাপ হয়েছে। :মনখারাপ:
নামের সাথে প্রজনন আছে…
নামের সাথে প্রজনন আছে… স্বপ্নের প্রজনন, চেতনার প্রজনন 🙂
তাদের কে বুঝাতে চাই যে, যে
তাদের কে বুঝাতে চাই যে, যে নামে তারা ব্যাং করেছিলো সেই নামেই মহৎ কিছু করা যায়,…কবিতাটা অনেক আগের লিখা তো, তাই এখন আর চেঞ্জ করতে চাচ্ছিনা। এটাআমার ব্যাক্তিগত ব্লগে প্রকাশিত
ভাই, বুঝছি তো। কিন্তু কী
ভাই, বুঝছি তো। কিন্তু কী করতাম কন, ওই জানোয়ারের নাম শুনলে ইচ্ছে করে জুতা পেটা করি। :মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথাঠুকি:
আমিও এই কথার সাথে একমত
আমিও এই কথার সাথে একমত
নাহ নাহ ভাই এটা ঠিক হল নাহ
নাহ নাহ ভাই এটা ঠিক হল নাহ শিরোনাম টা বদলান । রুপক কিছু দেন ।/
কন কি? ভাইবা লই
কন কি? ভাইবা লই
চেতনার প্রজনন…
একটা ভাল
চেতনার প্রজনন…
একটা ভাল শিরোনাম হতে পারে!!
অমিত ভাই, আবারও একটা সুন্দর কবিতা উপহার দেয়ার জন্যে ধন্যবাদ…
:থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা:
অসাধারন কবিতা, আমার মতে
অসাধারন কবিতা, আমার মতে শিরোনাম পরিবর্তন করার প্রয়োজন নাই ।
শিরোনামে আমারও প্রথমে খটকা
শিরোনামে আমারও প্রথমে খটকা লেগেছিল । পরে চিন্তা করলাম কবি হচ্ছে ঈশ্বরের মতো স্বাধীন । তার স্বাধীনতা চর্চার ক্ষেত্রে বাঁধা দেওয়ার আমি কে ? ভালো লেগেছে পড়ে । যথেষ্ট কমিটমেনট আছে কবিতা টির পরতে পরতে ।
ধন্যবাদ মুস্তাফিজ ভাই
ধন্যবাদ মুস্তাফিজ ভাই 🙂
শিরোনাম দেইখা মাথা খারাপ
শিরোনাম দেইখা মাথা খারাপ হইছিলো ।তবে পরে পড়ে আসল উদ্দেশ্যটা বুঝলাম ।নামটা ভূল ব্যাখ্যা তুলে ধরবে দাদা ।
ডাইরেক্ট জুতার বারি
ডাইরেক্ট জুতার বারি
হুম, শিরোনাম দেখে প্রথমে আমিও
হুম, শিরোনাম দেখে প্রথমে আমিও বিভ্রান্ত হয়েছিলাম। পরে কবিতা পড়ে উদ্দেশ্য ক্লিয়ার হল। মজার ব্যাপার কি জানেন? ছাগুরা আপনার এই পোস্ট দেখলে দাঁত কেলিয়ে বলে বেড়াবে, দেখছস, এরাও শাহবাগকে প্রজনন চত্ত্বর বলে, কিন্তু ভেতরে কি লেখা আছে সেটার ধার দিয়েও যাবে না।
প্রথমত শিরোনাম দেখা মাথা গরম
প্রথমত শিরোনাম দেখা মাথা গরম হইছিল!!!
:ক্ষেপছি:
পরে যখন দেখি ঘটনা তখনও গরম হইছিল তবে এই গরম হওয়াটা অন্যরকম! বিপ্লবের গরম! স্বাধীনতার গরম!
দাঁত ভাঙা জবাব হইছে,চালিয়ে যান
:বুখেআয়বাবুল:
থিঙ্কু থিঙ্কু
থিঙ্কু থিঙ্কু
সুন্দর লিখেছ
সুন্দর লিখেছ
থিঙ্কু নিলু
থিঙ্কু নিলু
শিরোনামটা চেন্জ করেন
শিরোনামটা চেন্জ করেন
শিরোনাম ভালো লাগে নাই কিন্তু
শিরোনাম ভালো লাগে নাই কিন্তু কবিতা ভাল হইছে
ধন্যবাদ
ধন্যবাদ 🙂