Lux Channel Superstar মেহজাবিন এর নেতৃত্বে আফ্রিদি একটি কাপড়ের শো রুম উদ্ভোধন করেন। মেহজাবিন Ramp শো প্রোগাম করেন। খুব ভাল মেহজাবিন। তুমি কাদের জন্য সুপারষ্টার আমাদের জন্য। যদি আমরা তোমাকে এসএমএস না করতাম তাহলে তুমি জীবনে সুপারষ্টার হতে পারতে না। এক মন্তব্য মেহজাবিন বলেন আমি অনেক সুন্দরী আর সুন্দরী তার প্রমাণ ফেসবুকের ফলোয়ার। মুক্তিযুদ্ধের চেতনা কি মেহজাবিন এর ভিতর নাই। মেহজাবিন হয়ত জানেন না ৭১ কি হয়েছিল।
Lux Channel Superstar মেহজাবিন এর নেতৃত্বে আফ্রিদি একটি কাপড়ের শো রুম উদ্ভোধন করেন। মেহজাবিন Ramp শো প্রোগাম করেন। খুব ভাল মেহজাবিন। তুমি কাদের জন্য সুপারষ্টার আমাদের জন্য। যদি আমরা তোমাকে এসএমএস না করতাম তাহলে তুমি জীবনে সুপারষ্টার হতে পারতে না। এক মন্তব্য মেহজাবিন বলেন আমি অনেক সুন্দরী আর সুন্দরী তার প্রমাণ ফেসবুকের ফলোয়ার। মুক্তিযুদ্ধের চেতনা কি মেহজাবিন এর ভিতর নাই। মেহজাবিন হয়ত জানেন না ৭১ কি হয়েছিল।
অনেকেই আবার আশরাফুলের ম্যাচ ফ্রিক্সিং এর কথা বলেন যে, আশরাফুল ও মেহজাবিন এর চাইতে কম আপরাধী না। আমি তাদের কে বলি আরে ভাই শোনেন , অন্যায়টা তো তার সাথেই হয়েছে। ২ বছরের বকেয়া টাকা না দেয়ার ভয় দেখিয়ে, ক্যারিয়ার ধ্বংস করে দেয়ার ভয় দেখিয়ে ম্যাচ হারতে বাধ্য করা তো তার সাথেই অন্যায়! আশরাফুল নিজে ভুল স্বীকার করছেন , যে হৃদয় অনুশোচনার আগুনে দগ্ধ হতে জানে, সেই হৃদয়ই সবচেয়ে বেশি ভালোবাসা পাবার যোগ্য …এবং পাবেই।” মেহজাবিন এর মত নেতৃত্বে দেন নি কাপড়ের শো রুম উদ্ভোধন করার।।।। উনার মনে রাখা উচিত ছিল আমরা বাংলাদেশী।
মেহজাবিন এর মাঝে ৭১ এর চেতনা
মেহজাবিন এর মাঝে ৭১ এর চেতনা জেগে থাকলে ও এই কাজটা করত না …… ভাল লাগলো লেখাটা কিন্তু আরো কিছুটা বড় করতে পারতেন ……
এখানে ও টাকার কাছে
এখানে ও টাকার কাছে মেহেজাবিনের চেতনা বিক্রি হয়েছে ।পোষ্ট আরেকটু বড় করবেন
(No subject)
:রকঅন:
অনেক ভাল পোস্ট
অনেক ভাল পোস্ট :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
(No subject)
:মাথানষ্ট: :মানেকি:
আরও কিছু তথ্য উপাত্ত আর ছবি
আরও কিছু তথ্য উপাত্ত আর ছবি সহকারে একটু পোস্ট আকারে লিখলে ভাল হত! এখনতো দেখে ফেসবুক স্ট্যাটাস এর মত লাগে…