পুনশ্চ মনে আশার জাগরণ,
ভ্রান্তি যেন ঘোঁচে না
ছুড়ে দিতে ইচ্ছে করে বাস্তবতা;
প্রমান বা জলজ্যান্ত উদাহরণ ফেলে
মন তার আপন ইচ্ছেতেই চলে।
নিষ্পাপ সেই ভালোবাসা
তাঁকে হৃদয়পটে আঁকার চিরন্তন আশা।
পুনশ্চ মনে আশার জাগরণ,
ভ্রান্তি যেন ঘোঁচে না
ছুড়ে দিতে ইচ্ছে করে বাস্তবতা;
প্রমান বা জলজ্যান্ত উদাহরণ ফেলে
মন তার আপন ইচ্ছেতেই চলে।
নিষ্পাপ সেই ভালোবাসা
তাঁকে হৃদয়পটে আঁকার চিরন্তন আশা।
জোড়া শালিকের বা বাবুয়ের সংসার
যেখানে মিলবে দেখা হৃদয়াশ্রিত ভালোবাসার।
দ্বিতীয় ভূলের জন্য প্রস্তুত এই মন
পারবে কি দিতে সুখ পাখিটার সন্ধান?
সময়ই বলে দিবে;
হয় ভ্রান্তির দায় দণ্ড
নয়ত —————–
সুখ পাখিটাই………
জট পাকানো লাগলো
জট পাকানো লাগলো
ভাবতেছি
ভাবতেছি
মন্দ না চালিয়ে যান আর একটু বর
মন্দ না চালিয়ে যান আর একটু বর করতে পারতেন মনে হচ্ছে খুব বেশি ছোট হয়ে গেল শুরুতেই শেষ ………