রৌদ্রের চাদরে রেকর্ড আলাপের পথ।গলির পর
গলি ভিজালে চোখের ঘামে।জমা রাখলাম
প্রতিটি লোকাল বাসের অপ্রস্তুত ঈর্ষায়,
ছোকরা ফকিরের নোংরা হাসির চেহারায়,
চুমুকের শেষ পানের চা এর পাত্র দুটো এখনো
চেয়ে আছে শেষ দৃশ্যের অপেক্ষায়। উপর-নিচ
বেঁকে যাওয়া দৃষ্টির প্রস্থচ্ছেদ বিশিষ্ট মোটা
দেয়ালের ওপারে যাবতীয় অরণ্যকুলে
সমস্ত কথোপকথন।
ঠোঁটে সিগারেট জ্বলে উঠতেই গল্পটি থেমে যায় ।
মুটামুটি লেগেছে। লিখতে থাকুন
মুটামুটি লেগেছে। লিখতে থাকুন 🙂
মনে হল কবিতাটা মাত্র ডুকলাম
মনে হল কবিতাটা মাত্র ডুকলাম তখনই শেষ হয়ে গেল!!
আপনি কবিতাটি শেষ করেন নি কেন?
লিখাতো ভালই হচ্ছিল… লিখতে থাকুন!!
মোটামুটি লাগল । চেষ্টা করুন ।
মোটামুটি লাগল । চেষ্টা করুন । আরও ভাল হবে নিশ্চয় ।
কবিতার একটা গল্প থাকে, গল্পটা
কবিতার একটা গল্প থাকে, গল্পটা পাঠকের হৃদয়ে স্পর্শ করতে হয়। এই যে লক্ষ্য করুন-
মাত্র একটা লাইন, কিন্তু অনেক কথা বলে গেলো। শুভকামনা
সহমত অমিত ভাই
সহমত অমিত ভাই 🙂 🙂
খুঁজে নয় ব্রাদার খুঁড়ে …
খুঁজে নয় ব্রাদার খুঁড়ে … 😀
বাহ , চমৎকার লাগলো
বাহ , চমৎকার লাগলো
এত দ্রুত শেষ ক্যান?
লিখতে
এত দ্রুত শেষ ক্যান?
লিখতে থাকুন ।ভালো লেগেছে
মন্তব্যের জন্য ধন্যবাদ
মন্তব্যের জন্য ধন্যবাদ ।
কবিতাটির ভেতরেই বাকি দৃশ্যগুলো আছে ,পাঠক ভালো করে পড়লেই বুঝতে পারবেন ।
ঠোঁটে সিগারেট জ্বলে উঠতেই
শুরুটা কোথায় ……?
বুডুর হরিয়ারে শেষ!
বুডুর হরিয়ারে শেষ!
ধন্যবাদ ।
ধন্যবাদ ।
ভালো লেগেছে
লিখতে থাকুন
ভালো লেগেছে
লিখতে থাকুন