গত ২৫-২৬ জুন ২০১৩ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দশম কাউন্সিলের মাধ্যমে একাদশ কমিটি ঘোষনা করা হয়। এ উপলক্ষে ২৫ জুন ২০১৩ কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় দিনব্যাপি কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, কেন্দ্রীয় কমিটির সদস্য জননেতা কমরেড জাহেদুল হক মিলু, ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা জনার্দন দত্ত নান্টু, বাসদ রাজশাহী জেলা আহবায়ক কমরেড দেবাশীষ রায়, সদস্য আলফাজ হোসেন প্রমুখ। অধিবেশন শেষে সর্বসম্মতি ক্রমে সোহরাব হোসেনকে সভাপতি এবং আলমগীর হোসেন সুজনকে সাধারণ সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।
গত ২৫-২৬ জুন ২০১৩ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দশম কাউন্সিলের মাধ্যমে একাদশ কমিটি ঘোষনা করা হয়। এ উপলক্ষে ২৫ জুন ২০১৩ কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় দিনব্যাপি কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, কেন্দ্রীয় কমিটির সদস্য জননেতা কমরেড জাহেদুল হক মিলু, ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা জনার্দন দত্ত নান্টু, বাসদ রাজশাহী জেলা আহবায়ক কমরেড দেবাশীষ রায়, সদস্য আলফাজ হোসেন প্রমুখ। অধিবেশন শেষে সর্বসম্মতি ক্রমে সোহরাব হোসেনকে সভাপতি এবং আলমগীর হোসেন সুজনকে সাধারণ সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।
কাউন্সিলের দ্বিতীয় দিন ২৬ জুন ২০১৩ বিকাল ৪.০০টায় একই জায়গায় শহীদ জননী জাহানারা ইমামের ১৯ তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে নবনির্বাচিত একাদশ কমিটিকে পরিচয় করিয়ে দেন কমরেড দেবাশীষ রায়।
সভাপতিঃ সোহরাব হোসেন
সহ-সভাপতিঃ আবু সাদিক
সাধারণ সম্পাদকঃ আলমগীর হোসেন সুজন
সাংগঠনিক সম্পাদকঃ মহর আলী
দপ্তর সম্পাদকঃ শামসুজ্জোহা সাদিক
অর্থ সম্পাদকঃ তাশনুভা তাহরীন অন্তরা
প্রচার ও প্রকাশনা সম্পাদকঃ চিন্ময়ী পাল রমা
পাঠাগার সম্পাদকঃ জহুরুল হক
স্কুল বিষয়ক সম্পাদকঃ ফরিদা আক্তার মনি
সহ-সম্পাদকঃ রিহান মাহমুদ
সদস্যঃ
সাজির উদ্দীন
নাজমুন্নাহার মুন
এইটা কি ব্লগ পোষ্ট নাকি কোন
এইটা কি ব্লগ পোষ্ট নাকি কোন ধরনের বিজ্ঞাপন গুণীজনের হস্তক্ষেপ কাম্য……… :মানেকি:
কি আর বলব – !!! বুঝ্যতেছি নাহ
কি আর বলব – !!! বুঝ্যতেছি নাহ সোহরাব ভাই !!! :চিন্তায়আছি: :চিন্তায়আছি: :চিন্তায়আছি: :চিন্তায়আছি:
অন্য কিছু দিন ।নির্বাচনী
অন্য কিছু দিন ।নির্বাচনী হিসাবটা দিয়ে কি করবো?
“চাষার সমস্ত স্বপ্ন আস্তাকুরে
– হুমায়ূন আজাদ
এই বাংলায়ও সাধের সমাজতন্ত্র অনেক সাধে গড়ে উঠেছিল!!
নিজেদের ভেঙ্গে সেঞ্চুরি টুকরা করার আগেই এই শেষবারের মতন এক হউন!!
সামনে বিপদ, কিছু একটা করুণ! দেশ কার্যত এখন দুভাগ হেফাজত-জামাত-বিএনপি আর গোটা বাংলাদেশ… না বুঝলে সামনে বিপদ, পতন কেউ ঠেকাতে পারবে না!! :চিন্তায়আছি: :চিন্তায়আছি: :চিন্তায়আছি: