আমি চাই তোমাকে,
আমার অগোছালো জীবনটাকে সাজিয়ে দিতে।
আমি চাই তোমাকে,
রাঙিয়ে দিতে,
আমার সাদাকালো মনটাকে,
রংধনুর সাত রঙে।
আমি চাই তোমাকে,
আমার অগোছালো জীবনটাকে সাজিয়ে দিতে।
আমি চাই তোমাকে,
রাঙিয়ে দিতে,
আমার সাদাকালো মনটাকে,
রংধনুর সাত রঙে।
আমি চাই তোমাকে,
যাতে আমার আশাগুলো,
রুপ নেয় বাস্তবে।
আমি চাই তোমায় নিয়ে,
নিঝুম রাতে,
অ্যাকুয়েসটিকের ছয় তারে,
নতুন এক সুরে গান বানাতে।
আমি চাই তোমাকে,
তুমি যেন,
জ্যোৎস্না হয়ে আলো ছড়াও,
আমার আঁধারে।
আমি চাই তোমাকে,
যেন আমার লেখার পাতা, কবিতার খাতা,
থাকে তোমায় নিয়ে।
আমি চাই তোমাকে,
আমার ঘুমের মাঝে,
স্বপ্ন হয়ে ধরা দিবে।
আমি চাই তোমাকে,
বিশাল কাজের ফাকে,
একটুখানি অবসর সময়ে।
আমি চাই তোমাকে,
ছুটির দিনের স্নিগ্ধ বিকেলে,
এক কাপ চা হাতে আমার পাশে।
আমি চাই তোমাকে,
কেননা আমি চাই না আমার ভালবাসাকে হারাতে।
আমি চাই তোমাকে,
চাই এই সুন্দর ধরণীতে,
আর অতিরিক্ত কিছুদিন বেঁচে থাকতে
সহজ সরল লেখা।খুব ভালো লেগেছে
সহজ সরল লেখা।খুব ভালো লেগেছে এমন নয় তবে পড়েছি কবিতাটি।
অন্য প্রসঙ্গ: আপনার ব্লগিয় নামটি সুন্দর্
নামটা সুন্দর??
নামটা সুন্দর?? :ভাবতেছি:
আমার ভালো লেগেছে
আমার ভালো লেগেছে
কনফিউজড
কনফিউজড
বেশ পরিচ্ছন্ন একটা লেখা !!!
বেশ পরিচ্ছন্ন একটা লেখা !!! :ফুল: :ফুল:
সহজ-সরল তবে পরিচ্ছন্ন প্রেমের
সহজ-সরল তবে পরিচ্ছন্ন প্রেমের আকুতি!!
গড়পড়তা লেগেছে!! লিখতে থাকুন…
সরল উপস্থাপনায় ভাল লেগেছে…
সরল উপস্থাপনায় ভাল লেগেছে…