আব্রুহীন আলিঙ্গনে একটি অসমাপ্ত স্থাপত্যকর্ম
বেঁধে রাখতে চাই বুকের কাছে, বয়স্ক বিচ্যুতিসমূহ
বাজারের থলেতে ফেলে কাদামাখা কিছু কঙ্কর কুড়াতে চাই
মন্থর মধ্যাহ্নে, প্রাচীন প্রবঞ্চনার পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে
আব্রুহীন আলিঙ্গনে একটি অসমাপ্ত স্থাপত্যকর্ম
বেঁধে রাখতে চাই বুকের কাছে, বয়স্ক বিচ্যুতিসমূহ
বাজারের থলেতে ফেলে কাদামাখা কিছু কঙ্কর কুড়াতে চাই
মন্থর মধ্যাহ্নে, প্রাচীন প্রবঞ্চনার পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে
দিনদুপুরে দরদাম করে আপন অতীতকে নষ্টদের আসরে
নির্দ্বিধায় নিলাম করতে চাই।
নিরালা নস্টালজিক বিকেলে নিয়মতান্ত্রিকভাবে মিশে থাকতে চাই
জনারন্যের যান্ত্রিকতায়, যুবক বাসনা নিয়ে বিষের পেয়ালায় বৈকল্য খুঁজে
যতই হারাতে চাই শ্লীল কামনায়,
প্রেষণে আর দহনে ক্লিভেজের ভাঁজে হয়রান হই তবু
হাল ছাড়িনা রাতের মাঝপথে।
পাপড়ি-পোড়া ধোঁয়ায় নিজের ছায়াকে আড়াল করে
সরীসৃপের মসৃণ মৃত্যুরেখা চেটে খাই যদি,
তবে কি অপরিনত অভিশাপে
আবারো একাকী হব, আশাহীন এই শহরে ?
সর্বস্বত্ব সংরক্ষনঃ সেরিব্রাল ক্যাকটাস।
সব মানুষই প্রকৃত অর্থে একা।
সব মানুষই প্রকৃত অর্থে একা। ভালো লাগল। :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
ভাষা যত কঠিন করবেন মাধুর্য তত
ভাষা যত কঠিন করবেন মাধুর্য তত কমে যাবে, অর্থটা হারিয়ে যাবে অথবা খুজে নিতে কস্ট হবে।
বেশ ভালো লাগলো
বেশ ভালো লাগলো
বুঝতে একটু কষ্ট লাগলেও লেখাটা
বুঝতে একটু কষ্ট লাগলেও লেখাটা ভালো হয়েছে এ কথা বলতে পারি
বুঝতে একটু কষ্ট লাগলেও লেখাটা
বুঝতে একটু কষ্ট লাগলেও লেখাটা ভালো হয়েছে এ কথা বলতে পারি
বরাবর এর মতই বলব চমৎকার
বরাবর এর মতই বলব চমৎকার লেগেছে । আর আপনার শব্দ চয়ন এর ক্ষমতা সত্যি অসাধারন :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
ভাল লাগছে।অনেক ভাল পোস্ট
ভাল লাগছে।অনেক ভাল পোস্ট :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
ভালো লাগল
ভালো লাগল
কঠিন কঠিন শব্দ ব্যবহার করলে
কঠিন কঠিন শব্দ ব্যবহার করলে যে কবিতার মান বেড়ে যায় তা মনে হয় ঠিক না আপনার লেখাতে কিছু কিছু শব্দ খুব বেশি কঠিন যা সহজ ভাবে বুঝতে পারা সম্ভব নয় যদিও ভালো লেগেছে কিন্তু আরও কিছুটা সহজ ভাষায় লিখলে মনে হইয় ভালো হত …… শুভেচ্ছা থাকলো :ফুল: