বিরাঙ্গনা কিশোরীর বালিশ চাপা কান্নার শপথ
নব বধূর অশেষ অপেক্ষায় কামড়ে ধরে থাকা শাড়ির আচলের শপথ
মায়ের মুখে হারিয়ে যাওয়া সোনার হাসির শপথ
আমি স্বৈরাচারী ,অবুজ বিপ্লবী
আমি রক্তের বদলে রক্ত বুঝি
আমি জীবন এর বদলে জীবন বুঝি
তোমার পদতলে নিজের কবর রচনা করব
বিরাঙ্গনা কিশোরীর বালিশ চাপা কান্নার শপথ
নব বধূর অশেষ অপেক্ষায় কামড়ে ধরে থাকা শাড়ির আচলের শপথ
মায়ের মুখে হারিয়ে যাওয়া সোনার হাসির শপথ
আমি স্বৈরাচারী ,অবুজ বিপ্লবী
আমি রক্তের বদলে রক্ত বুঝি
আমি জীবন এর বদলে জীবন বুঝি
তোমার পদতলে নিজের কবর রচনা করব
তবু আমার হাতের ষ্টেনগান গর্জে উঠবে অসংকোচে
আমি চাই নবজাতকের মুখে থাক দুই দাতের ফোকলা হাসি
আমি চাই এক অভিশাপমুক্ত পুর্নাঙ্গ মানচিত্র
প্রেমিকাকে দেয়া মুক্তি যোদ্ধার শেষ চুম্বন এর শপথ
ধর্ষিতা নারীর ঝুলে থাকা ফাসির দড়ির শপথ
জাতীয় সঙ্গিতের প্রথম দুই চরন এর শপথ
আমি নির্ভিক ,আমি প্রজন্মের কবি
চালাও গুলি শত শত
বুকের পাজর এ রুখবো বাংলাদেশ
বাড়ি ফিরে না আসা প্রতিটি বাবার শপথ…
বুক পকেটে লুকিয়ে রাখা চিটচিটে লজেঞ্জ এর শপথ
কিশোর বালক এর বাজান বলে ডাকা শেষ সম্বোধন এর শপথ
আমি আবেগী ,আমার দু চোখ এ তবু প্রতিশোধের আগুন
আমি বেজন্মাদের ধমনী ফেটে বের হব
চিবিয়ে খাবো দূষিত রক্তে ভরপুর হৃদ্পিণ্ড
আমায় এক বাংলাদেশ ভালবাসা দাও
বেজন্মাদের লিঙ্গ চোষা রাজনীতির করবো শেষ
আমায় গুলি ভর্তি একটি ষ্টেনগান দাও
রক্ত দিয়ে আমি মুছব রক্তের দাগ
আপনার চেতনাকে স্যালুট
আপনার চেতনাকে স্যালুট :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
আমি আবেগী ,আমার দু চোখ এ তবু
এই চেতনাটাই বড়
এই চেতনাটাই বড়
প্রেমিকাকে দেয়া মুক্তি
চমৎকার লাগল । চালিয়ে যান । :থাম্বসআপ:
অনেক ভাল লেখা ।শুভেচ্ছা রইল
অনেক ভাল লেখা ।শুভেচ্ছা রইল
আমায় এক বাংলাদেশ ভালবাসা
অসাধারন একটা কবিতার মাঝে চেতনার শপথ ……… এক কথায় অনবদ্য এক সৃষ্টি :তালিয়া:
তালিয়া
তালিয়া