সং সাজা সব শিয়াল শকুন
নাকি উকুন!!
টিপে মারতে পারলে বেশ হতো!
গারগিলের শব্দ তাদের বেজায় লাগে
ভারি মিষ্টি করে তারা মালাউন ডাকে।
কাকে?কাকে?
কাকে আর? ভাইকে, দাদুকে
কখনো তোমার মা’কে
অথবা আমার বোনকে।
তা বটে -কত কি তো ঘটে –
সং সাজা সব শিয়াল শকুন
নাকি উকুন!!
টিপে মারতে পারলে বেশ হতো!
গারগিলের শব্দ তাদের বেজায় লাগে
ভারি মিষ্টি করে তারা মালাউন ডাকে।
কাকে?কাকে?
কাকে আর? ভাইকে, দাদুকে
কখনো তোমার মা’কে
অথবা আমার বোনকে।
তা বটে -কত কি তো ঘটে –
যে জাত করে ভয়-
সবি তাকে মেনে নিতে হয়।
নিছক ক’টি অক্ষরের ফাঁদে
আমাদের দিন-রাত কাটে
ঘোড়ার ঘাস কেটে
কিন্তু পুটু ঠিক ফাটে –
সংখ্যালঘু থাকে শুয়ে গরিষ্ঠের খাটে।
বিঃদ্রঃ এই কবিতাটি কবিতা হিসেবে লিখিনি। সরাসরি আমার এবং সৌমেন অনন্তের চ্যাট থেকে তুলে দিয়েছি। হঠাত আবিষ্কার করলাম কবিতা হিসাবে আমাদের কাব্য কথন মন্দ হবেনা।
হে হে হে
হে হে হে
সং সাজা সব শিয়াল শকুন
নাকি
যথেষ্ট কাব্যিক ভাব এর প্রতিফলন লক্ষণীয় । ভাল লেগেছে । :থাম্বসআপ:
ধইন্যাবাদ ভাইডি
ধইন্যাবাদ ভাইডি :ধইন্যাপাতা:
ভালোই তো। কাব্যের লড়াই।
ভালোই তো। কাব্যের লড়াই। :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
ধন্যবাদ মন্তব্যের জন্য
ধন্যবাদ মন্তব্যের জন্য 😀
অনেক ভাল:থাম্বসআপ:
অনেক ভাল:থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
খুশি খাইসি ভাই
খুশি খাইসি ভাই :পার্টি: :পার্টি: :পার্টি:
মধু মধু
মধু মধু
ভালো লাগলো
ভালো লাগলো
(No subject)
:মানেকি:
কোন কিছুর বিরুদ্ধে প্রতিবাদ
কোন কিছুর বিরুদ্ধে প্রতিবাদ করছেন কিন্তু কিসে বিরুদ্ধে?
আপনার অবস্থান পরিষ্কার বুঝতে পারছি না। অবস্থান পরিস্কার করে লিখবেন।
আর কেউ আমাকে এই কবিতার ভাবারথ বুঝান ভাই , সহজ সরল মানুষ ভাই ওত প্যচ ট্যচ বুঝি না
পরিষ্কার না বুঝতে পারলে,
পরিষ্কার না বুঝতে পারলে, মনিটরের উপর পানি দিয়া অথবা মিস্টার ক্লিন দিয়া একটা ডলা দিন।( জাস্ট ফান)
এখানে স্পষ্টই বোঝা যাচ্ছে যারা ধর্মীয় মৌলবাদ ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে লেখা।
সং সাজা সব শিয়াল শকুন
নাকি
শুরুটা অনবদ্য…
চ্যাটের কাব্য বিশ্বাস হচ্ছে না!! ভাল লেগেছে :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
যে যাই বলুক কেন জানিনা আমার
যে যাই বলুক কেন জানিনা আমার ভালো লেগে গেছে ।