তোমার প্রতি অভিনন্দন!
অনেক কিছুই তো দিলে
কিই বা আমার থেকে নিলে
সত্যিই অবিশ্বাস্য-
অভিনন্দন!
আমার বেলায় বেশি নয় কি?
অফুরন্ত ভালবাসা
ছড়ানো স্বপ্ন
অনাবিল আনন্দ-
|অভিনন্দন|
– – – – – – – – –
তোমার প্রতি অভিনন্দন!
অনেক কিছুই তো দিলে
কিই বা আমার থেকে নিলে
সত্যিই অবিশ্বাস্য-
অভিনন্দন!
আমার বেলায় বেশি নয় কি?
অফুরন্ত ভালবাসা
ছড়ানো স্বপ্ন
অনাবিল আনন্দ-
অথৈ নির্মল সুখ
এ তো আমার জন্য অনেক কিছু!
কি আর করলাম?
ভাবলাম না কাদলাম?
অল্প সাধনায় বিরাট অর্জন
অপ্রতুল!অবাক হব না?
এ যে প্রতিদানহীন দান-
সত্যিই সম্পুর্ন দানহীন।
এমন অবলীলায় পাওয়া ভাগ্যের বিষয়
প্রথমে মনে করেছি
অন্য কিছু-
কপালের লিখন বুঝি বদলে যাবে।
নিতর দেহটা প্রাণ ফিরে পাবে।
পর মুহুর্তে-
এসব কি?
অর্ঘ্য বুঝি এমন হয়?
হতে পারে!এ আর অসম্ভব কি?
মার্তন্ডে অলক্ষ্য নয়।
ভাবিনি অগ্র-পশ্চাত,
লাভ লোকসান যশ বা খ্যাতি।
ধার ধারিনী রঙ্গিন ভবিষ্যতের।
কখনো কি বিপরীত মনে হয়েছে?
তুলে না নিলেও ঢেলে দিয়েছি-
দিই নি?
ভুলে যাওনি নিশ্চই?
সর্বস্ব দান করিনি?
আজ আর তা অতীত-
স্মরন হয় না ব্যস্ততায়,
নয়তো মনস্থান দেবার অপারগতায়।
নির্মম সত্য ও মিথ্যা হয়ে যায়।
জড় বস্তু ও প্রাণ হারায়!
অদ্ভুত লাগে!
আলো আঁধারে ঢেকে যায়-
যায় না?যেতে পারে না?
বাস্তবে বিশ্বাসযোগ্য!
ধ্রুব সত্য।
সেই তো বুঝিয়ে দিলে।
বড্ড দেরী হয়ে গেল
আমার জন্য দুর্ভাগ্য বটে।
মনে কিছু নাওনিতো?
অভিমানের কথা!বলতে চাইনি।
নতুন আর কি বলব?কিছুই যে নেই!
স–ব ভুলে গেছি!
স্নায়ুটাই এখন….
না থাক!দুঃখ দেবনা তোমাকে
ভাবতেও দেব না
আজ আর তা নিষ্প্রয়োজন।
অভিনন্দন।।
শাহিন ভাই আপনি কবিতাও লেখেন
:-B :-B :-B শাহিন ভাই আপনি কবিতাও লেখেন নাকি !!!!! 😀 😀 😀
ভাল্লাগছে কবিতা :খুশি:
লিখি ।তবে আমার লিখা কবিতা
লিখি ।তবে আমার লিখা কবিতা আমার নিজের ও ভাল লাগে না ।
কিন্তু আমার তো ভাই ভালোই
কিন্তু আমার তো ভাই ভালোই লাগছে
আপনি প্রেমে ছ্যাকা খেয়েছেন
আপনি প্রেমে ছ্যাকা খেয়েছেন তাই!
শাহিন ভাই এইডা কিছু হইল !!!
শাহিন ভাই এইডা কিছু হইল !!! প্রেমে ছ্যাঁক না খাইলে বুঝি কবতে পছন্দ করা যাই নাহ !!! :মানেকি: :মানেকি: :মানেকি:
না ভাই এখনো খাই নাই
না ভাই এখনো খাই নাই
না খাইও বুঝতেছি আপনার কবিতাটা
না খাইও বুঝতেছি আপনার কবিতাটা ভালোই হয়েছে ।
মোশফেক ভাই, অবশ্যই যায় তবে
মোশফেক ভাই, অবশ্যই যায় তবে পছন্দটা ভাসা ভাসা থাকে!ছ্যাঁক খেলে পছন্দ তো হয়ই সাথে মর্মার্থ ও বুঝা যায়!
অসমাপ্ত ভাই, আমার মনে হয় আপনি কবিতাআশক্ত ।
কবির নাম দেখে আমি টাসকি
কবির নাম দেখে আমি টাসকি খাইছি।এনি ওয়ে ভাল হয়েছে
আরো টাশকিত হইবা ।আগামীতে
আরো টাশকিত হইবা ।আগামীতে হিজিবিজি মার্কা আরো কয়েকটা প্রেমের কবিতা পোস্টিং হবে ।
ললরে লল
ললরে লল :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে:
জাতই অপেক্ষা করতে করতে বুইড়া
জাতই অপেক্ষা করতে করতে বুইড়া হয়া গেলো তো… :মাথাঠুকি: :মাথাঠুকি: :ভাবতেছি: :আমারকুনোদোষনাই: :জলদিকর: :অপেক্ষায়আছি: :অপেক্ষায়আছি:
চালাইয়া যান , দেখা যাক
চালাইয়া যান , দেখা যাক 🙂
পরামর্শ চাই সমালোচকের
দোয়া
পরামর্শ চাই সমালোচকের
দোয়া চাই পাঠকের ।
আমি দোয়া দিলাম।ভাল কবি হও
আমি দোয়া দিলাম।ভাল কবি হও
হুম
হুম