বরাবরের মতো আবারো তোমাকে ভালোবাসি বললাম
যেন শুরু থেকে শুরু করি প্রেমিক জীবন।
ইদানিং ক্ষোভেরা বেড়াতে গেছে এর্ন্টাকটীকায়
হতশ্রী পাহাড় চূড়া শোকে ম্রিয়মান আর
লাসভেগাসের ল্যাম্প পোষ্ট থেকে আলো আসে
স্রোতের মতন।
আবারো তোমাকে ভালোবাসি বললাম
স্থির হওয়ার আকাঙ্খা জাগে তীব্রভাবে
বরাবরের মতো আবারো তোমাকে ভালোবাসি বললাম
যেন শুরু থেকে শুরু করি প্রেমিক জীবন।
ইদানিং ক্ষোভেরা বেড়াতে গেছে এর্ন্টাকটীকায়
হতশ্রী পাহাড় চূড়া শোকে ম্রিয়মান আর
লাসভেগাসের ল্যাম্প পোষ্ট থেকে আলো আসে
স্রোতের মতন।
আবারো তোমাকে ভালোবাসি বললাম
স্থির হওয়ার আকাঙ্খা জাগে তীব্রভাবে
ইচ্ছে করে মোহনার ঢেউ বা
রক্ষনশীল ফুটবল দলের আক্রমনের যোদ্ধা হতে।
যদিও আমি চে’ তে বিপ্লব পেয়েছি
যদিও তাজউদ্দিন আমাকে সেনাপতি হতে উদ্ধুদ্ধ করে
যদিও আমি কাপুরুষ ছিলাম না কষ্মিনকালেও
তবুও তোমার কাছে বিনীত থাকি
মানসিংহের মত।
আমাকে অনুর্বর ভেবোনা
দু:সাহস ভাবো
পতিত ভেবোনা
নিশ্চিত ভাবো
স্রোতহীন ভেবোনা
তোমার ভাবো।
আবারো পদ্ম হাতে মান ভাঙ্গাই অভিমানী মনের
আবারো তোমাকেই ভালোবাসি বললাম।।
খারাপ হয়নি
খারাপ হয়নি
তাই?
তাই? :লইজ্জালাগে:
ভালোই
ভালোই
‘ই’ টা মন খারাপ করে
‘ই’ টা মন খারাপ করে
আরো চলুক ।লিখতে থাকুন
আরো চলুক ।লিখতে থাকুন
(No subject)
:ফুল:
ভালা হইছে । আপনার কবিতার হাত.
ভালা হইছে । আপনার কবিতার হাত. ভালই 😀
হা হা হা
হা হা হা
:ফুল:
:আমারকুনোদোষনাই:
ভালো লিখছেন ব্রহ্ম পুত্র ।
ভালো লিখছেন ব্রহ্ম পুত্র । লেখা চলুক কলমের গতিতে । আমরা ধন্য হই আপনার লেখা পড়ে ।
ধন্যবাদ
লিখা চলবে।
বাংলা টাইপ
ধন্যবাদ
লিখা চলবে।
বাংলা টাইপ শিখার পর গতি বাড়বে রাহাত সাহেব
তুমি বড্ড ভালো ।
তুমি বড্ড ভালো । :ভেংচি:
মানে কি? !
মানে কি? !
মানে কি ?
মানে কি ? :মানেকি: :ভাবতেছি: :চিন্তায়আছি: :খাইছে:
ভাল হইছে ।লিখতে থাকুন
ভাল হইছে ।লিখতে থাকুন :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
ধন্যবাদ
ধন্যবাদ
ভাল লাগিছে
ভাল লাগিছে
ধন্যবাদ
ধন্যবাদ
আবারো পদ্ম হাতে মান ভাঙ্গাই
🙂
(No subject)
:ভালুবাশি:
অনবদ্য… আসলেই অসাধারণ
অনবদ্য… আসলেই অসাধারণ লেগেছে!! :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
বিশেষ করে এই অংশ…
“যদিও আমি চে’ তে বিপ্লব পেয়েছি
যদিও তাজউদ্দিন আমাকে সেনাপতি হতে উদ্ধুদ্ধ করে
যদিও আমি কাপুরুষ ছিলাম না কষ্মিনকালেও
তবুও তোমার কাছে বিনীত থাকি
মানসিংহের মত।”–
আর চে-তাজউদ্দিন আসলে বঙ্গবন্ধু বাদ যায় কেমনে? যাহোক কবিতা অসাধারন…
লিংকন,
এই লাইনগুলো ই এই
লিংকন,
এই লাইনগুলো ই এই কবিতাটির মূল শক্তি ।
ভাবতেছি বঙ্গবন্ধু বাদ যায়
ভাবতেছি বঙ্গবন্ধু বাদ যায় কেমনে?
চমৎকার। আপনার কবিতার
চমৎকার। আপনার কবিতার শিরোনামগুলো খুব ভালো লাগে। আর একটা কথা, আপনি এরপর থেকে লেখা বাদ দিলে, বা ফাঁকিবাজি করলে মাইর একটাও মাটিতে পড়ত না। :টাইমশ্যাষ: :দেখুমনা:
(No subject)
:হাসি: :হাসি: :হাসি:
আতিক ভাই,
ওনারে আর একটা বিষয়
আতিক ভাই,
ওনারে আর একটা বিষয় মনে করিয়ে দেন, কমেন্ট শুধু ইমো দিয়ে করার জন্য না ।
এতো বেশি ডিজিটাল ওনারে কে হইতে কইছে ?
(No subject)
:ভাবতেছি: :ভাবতেছি: :ভাবতেছি: