কিছু বোকার সিদ্ধান্ত,
কিছু ভাঙ্গা স্বপ্ন,
কিছু আশার মৃত্যু,
তবুও আমি অশ্রুবর্জিত।
আমি গল্পের সমাপ্তির পর শুরু করি,
মহাকাশের ওপারে গিয়ে আকাশ দেখি,
সূর্যের মাঝে শীতলতা খুঁজি।
কিছু বোকার সিদ্ধান্ত,
কিছু ভাঙ্গা স্বপ্ন,
কিছু আশার মৃত্যু,
তবুও আমি অশ্রুবর্জিত।
আমি গল্পের সমাপ্তির পর শুরু করি,
মহাকাশের ওপারে গিয়ে আকাশ দেখি,
সূর্যের মাঝে শীতলতা খুঁজি।
মৃত শব্দের উড়াউড়িতে আজ বাতাস ভারী,
তোমার হাসিতে আজ পরিবেশে হুমকি,
তোমার স্বপ্নে আজ দূষিত নগরী।
আমার ভালবাসা ডাস্টবিনে,
সেটাকে কুকুর আর কাক ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে,
আমি আজ তাই বাস করি,
নিজের বানানো কল্প জগতে।
তুমি বুঝবে কি করে,
কি কষ্ট হয় পেতে যখন স্বপ্ন যায় ভেঙে,
তুমি অধিকার হারিয়েছ,
এই সুন্দর পৃথিবীতে বেঁচে থাকতে,
শেষবারের মতো আরেকটি সিদ্ধান্ত বিলাম,
খুন করব তোমাকে
(No subject)
:থাম্বসআপ: :তালিয়া:
ভাল্লাগছে কিন্তু
ভাল্লাগছে কিন্তু 🙂 😀 😀 😀 😀 😀
ভাল লাগল
ভাল লাগল
(No subject)
:থাম্বসআপ:
সরি টু সে ভাল লাগেনি। নেক্সট
সরি টু সে ভাল লাগেনি। নেক্সট টাইম জোশ চাই আরো
এখানে সরি বলার কিছু নেই ভাইয়া
এখানে সরি বলার কিছু নেই ভাইয়া 🙂
ডরাইছি। খুনই করে ফেলবেন?
ডরাইছি। খুনই করে ফেলবেন? :দেখুমনা:
আতিক ভাই রক্ত দেখলে ডরান নি?
আতিক ভাই রক্ত দেখলে ডরান নি? !!!!!!! 😀 😀 😀 😀 😀 😀 😀
কি লাভ এসব মানুষরূপী কিটদের
কি লাভ এসব মানুষরূপী কিটদের বাঁচিয়ে রেখে?
ভাল লাগলো ।
ভাল লাগলো ।
এক্কেবারে খুন !!
এক্কেবারে খুন !! 😉
জী ভাই, খুন …..
জী ভাই, খুন …..
খুন………!! ক্রেজি ম্যান
খুন………!! ক্রেজি ম্যান :মানেকি: মাগার ক্যারি অন………… :থাম্বসআপ: