পরীক্ষা পদ্ধতিঃ
বর্তমানে পাশের সংখ্যা আর এ প্লাসের সংখ্যা দেখে কেউ যদি মনে করেন দেশের শিক্ষা চরম অবস্থায় পৌঁছে গেছে তবে ভুল করবেন । বিশাল ভুল করবেন ।
আব্দুন নুর তুষার একটা কথা বলছিলেন , ” যে ছাঁকনি দিয়ে সব চায়ের পাতা বেরিয়ে যায় ঐটাকে ছাঁকনি বলা যায় না । ”
পরীক্ষায় নকল বন্ধ হইছে এইটা আমরা অনেকেই জানি । ভালো কথা । কিন্তু এখন যা হচ্ছে টা ওই নকলের চেয়ে খারাপ । নকল করতে সাহস লাগতো । সবাই করতো না । কয়েকজন করতো । কয়েকজন ধরা পড়তো । কিন্তু এখন প্রশ্ন ফাঁস হয়ে যায় । । মিডিয়া তে কি আসে ? না । আমি কখনও দেখি নাই ।
পরীক্ষা পদ্ধতিঃ
বর্তমানে পাশের সংখ্যা আর এ প্লাসের সংখ্যা দেখে কেউ যদি মনে করেন দেশের শিক্ষা চরম অবস্থায় পৌঁছে গেছে তবে ভুল করবেন । বিশাল ভুল করবেন ।
আব্দুন নুর তুষার একটা কথা বলছিলেন , ” যে ছাঁকনি দিয়ে সব চায়ের পাতা বেরিয়ে যায় ঐটাকে ছাঁকনি বলা যায় না । ”
পরীক্ষায় নকল বন্ধ হইছে এইটা আমরা অনেকেই জানি । ভালো কথা । কিন্তু এখন যা হচ্ছে টা ওই নকলের চেয়ে খারাপ । নকল করতে সাহস লাগতো । সবাই করতো না । কয়েকজন করতো । কয়েকজন ধরা পড়তো । কিন্তু এখন প্রশ্ন ফাঁস হয়ে যায় । । মিডিয়া তে কি আসে ? না । আমি কখনও দেখি নাই ।
তাহলে আমি জানলাম কেমতে ? ভাই আমিও পরীক্ষা দেই , আমার বন্ধুরাও দেয় আবার বড় ভাইরাও পরীক্ষা দেয় ।
কমন পরা আর প্রশ্ন আগের-দিন পেয়ে পরীক্ষা দেয়ার মধ্যে আমার আর এরিস্টটল সাহেবের বয়সের মধ্যকার পার্থক্যের চেয়েও বেশি পার্থক্য ।
যাই হোক কথায় আসি । প্রশ্ন ফাঁস হচ্ছে । আমরা যখন এসএসসি পরীক্ষা দেই তখন বেশ কয়েকজন বন্ধু প্রশ্ন পাইছিল । আমার বড় ভাই কইছিল এই সকল ব্যাপারে মাথা না খাটাইয়া পড়তে । আমি তাই করছি । এইবার যারা এইচএসসি পরীক্ষা যারা দিচ্ছে তাদের একজনকে সারাক্ষণ ফেবুতে পাইলাম । তো নিজের কাছেই কেমন যেন লাগলো । তো জিজ্ঞাস করলাম পরীক্ষা আছে নাকি নাই ? জানতেও পারলাম ইংরেজি পরীক্ষা । তাও এতো ফেবুতে কেমতে কি ? তখন বলল , চার সেট প্রশ্নই তার কাছে আছে । সুতরাং বিন্দাজ মুড অন ।
আর স্যারদের মোবাইলেও প্রশ্ন আসে তাও আবার উত্তর সহ ।
বাহ বাহ । ভালো তো ভালো না । প্রশ্ন ফাঁস হয় কেমনে ? তার মানে সহজ উপরের কেউ গাঞ্জা খাইয়া আকাম করে । শিক্ষা ক্ষেত্রের এই অবস্থা হইলে আমরা কুনে যামু ? তার চেয়ে ঘাস খাওয়া ভালো ,নো ঝামেলা ।
আমি ভালো একটা চিন্তা করছি । এসএসসি পরীক্ষা দিতে ন্যূনতম চোদ্দ বছর হতে হয় । তো আমি আমার পুলারে খালি চোদ্দ বছর পর্যন্ত ক খ শিখামু আরেকটু হাবি যাবি শিখামু যাতে লিখতে পড়তে পারে । এরপর এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন করামু । পরীক্ষার আগে প্রশ্ন পাইয়া যামু । ঐটা মুখস্থ করামত পরীক্ষায় এ পেলাস পাইব । গোল্ডেনও পাইলে পাইতে পারে । এরপর দুই বছর ঠাণ্ডা । এইচএসসি পরীক্ষার সময় একই অবস্থা করুম । এরপর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় কিছু পয়সা খরচ করলে ওই প্রশ্নও পামু । আমার পুলা ডাক্তার হইব নাইলে ইঞ্জিনিয়ার । ডাক্তার হইয়া কাউরে মারলে আরও কিছু পয়সা খরচ করলে সেইখানেও কিছু করা যাবে । ইঞ্জিনিয়ারিং এও একই কাজ । পুলা আর কয়দিন বাঁচবো । কিন্তু শান্তির একটা জীবন । একটু পয়সা পাতি খরচ হইব আরকি । ব্যাপার না । মানুষের কাছ থেকে হাত খরচ নিমু ।
শিক্ষা পদ্ধতিঃ
সৃজনশীল করায় যে খুব সুবিধা হইছে তা কিন্তু না । বলা হইছিল স্যারদের কাছে দৌড়ানো কমবে কিন্তু উলতে হইছে আরও বাড়ছে । কারণ এখন যায় এই বইলা যে , ‘ নতুন পদ্ধতি এর প্রশ্ন । বুঝি না । ‘ আর এই ক্ষেত্রে নিজের প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রায়োরিটি বেশি । কারণ সেই তো প্রশ্ন করবে । তার কাছে না পড়লে কেমতে কি ? স্যারেরাও এর পুরো ইস্তেমাল করছে । কঠিন প্রশ্ন করে নিজেকে জাহির করছে । যেন ছাত্ররা কঠিন প্রশ্ন করা শিক্ষকের কাছে যায় ।
আর সৃজনশীল সম্পর্কে অনেক স্যার এখনও কিছুই বুঝে না । ছাত্ররা বেশি জানে । আর অভিভাবকদের অবস্থা আরও খারাপ । তারা তাদের সন্তানদের বুলেট বানাইতে চায় কিন্তু জানে না যে তার সন্তান কতটুকু সক্ষম ।
আর স্যারদের না পড়ানোর উপর যেমন চাপ দিচ্ছে তেমন চাপ গাইড কোম্পানিদের উপর কেন দেয়া হচ্ছে না কিছু বুঝতে পাচ্ছি নে ।
[ ভাষায় একটু সমস্যা আছে । রাগে ঠিক ভাবে লিখতে পারি নাই । আর ভবিষ্যতে শিক্ষা ব্যবস্থা নিয়ে আমার চিন্তা কেমন হলে আমার মতে ভালো হয় সে সকল জিনিস দেবো আশা রাখি । ]
reservation সহ একমত
reservation সহ একমত :ক্ষেপছি:
প্রশ্ন ফাঁস বন্ধ হওয়া উচিত
প্রশ্ন ফাঁস বন্ধ হওয়া উচিত
প্রশ্ন ফাস এক্কেবারে কমন ,।
প্রশ্ন ফাস এক্কেবারে কমন ,। পরীক্ষার আগের দিন রাত এবং পরীক্ষার পূর্বসময় অর্থাৎ ১০ টাই এক্সাম থাকলে প্রশ্ন ফাস হয় – ৮ টাই । এগুলা করে জেলা ম্যাজিস্ট্রেট এর কেরানিগুলা @@@!!! এরা প্রশ্ন ডেলিভারি দেওয়ার সময় টাকা খেয়ে প্রশ্ন ফাস করে । আবার অনেক সময় এই প্রশ্ন নিয়ে চলে রমরমা বেবসা !!! ৪ সেট ভুয়া প্রশ্ন বানিয়ে একদল মহল এটা ছেড়ে দেই গোপনে । অনেক পলাপাইন এটা কিনে – বাহ বন্ধুর মাধ্যমে পাই !!! এভাবে সাড়ে সর্বনাশ হচ্ছে দিন দিনে শিক্ষা বেবস্থার !!!!!!
প্রশ্ন ফাঁস ২০১৩সালে মানায় না
প্রশ্ন ফাঁস ২০১৩সালে মানায় না