মাঝে মাঝে ভেতরটা শূন্য হয়ে যায়
নিরেট নিস্তব্ধতা যেন বন্ধুত্ব করে আমার সাথে
আকাশের গোল চাঁদ পাল্লা দিয়ে ক্ষয়ে যায়
আমি আবেগ শুন্য দৃষ্টিতে তাকিয়ে থাকি
কোন কোন দিন নেশার মত ঘুম ঘুম ভাব হয়
কিন্তু চোখ বন্ধ করলেই ঘুম পালায়
তখন শুধুই ঘড়ির আওয়াজ
টিক টিক টিক…
মাঝে মাঝে ভেতরটা শূন্য হয়ে যায়
নিরেট নিস্তব্ধতা যেন বন্ধুত্ব করে আমার সাথে
আকাশের গোল চাঁদ পাল্লা দিয়ে ক্ষয়ে যায়
আমি আবেগ শুন্য দৃষ্টিতে তাকিয়ে থাকি
কোন কোন দিন নেশার মত ঘুম ঘুম ভাব হয়
কিন্তু চোখ বন্ধ করলেই ঘুম পালায়
তখন শুধুই ঘড়ির আওয়াজ
টিক টিক টিক…
পাতা ঝরার দিন শেষ হতে ক’দিন বাকি
হিম হিম করা বাতাস আমায় জড়িয়ে ধরে
অধীর কাঁপুনিতে স্বপ্নগুলো কর্পূরের মত উড়ে যায়
ভুলেই গিয়েছিলাম আমায় স্বপ্ন দেখতে নেই
কান পেতে থাকলে বুকের ভেতর কথা শোনা যায়
কেউ ভাবছে কেউ গান গাইছে কেউ কথা বলছে
আমি এই তিন সত্বার মিলিত অনুভুতি
তাই বড় বেশি অস্পষ্ট , ধরা ছোঁয়ার বাইরে ।।
চমৎকার একটি ভাবনা। উপমাগুলোও
চমৎকার একটি ভাবনা। উপমাগুলোও চমৎকার, তবে অদিতি একটু অগোছালো হয়ে গেল…অনেক অনেক শুভকামনা।
ভালো লাগলো
ভালো লাগলো
অনুভুতি এত গোছানো হলে মেকি
অনুভুতি এত গোছানো হলে মেকি মনে হয় ! ( আমার মত ) ধন্যবাদ
অনুভুতি না গোছালে আমরা বুঝবো
অনুভুতি না গোছালে আমরা বুঝবো কি করে? আমরা তো আর সাইকোলজি নিয়ে পড়িনিকো
ভালো হয়েছে। আরেকটু ভালো করা
ভালো হয়েছে। আরেকটু ভালো করা দরকার।
ধন্যবাদ
ধন্যবাদ
কেন জানি না কিন্তু আমি এমন
কেন জানি না কিন্তু আমি এমন সুন্দর করে মনের অগোছালো ভাবনাগুলো সহজেই লিখতে পারি না। সময়ে অসময়ে হারিয়ে ফেলি, বড় বেশি অস্পষ্ট হয়ে ধরা ছোঁয়ার বাইরেই রয়ে যায়। পছন্দ হয়েছে। :থাম্বসআপ:
ধন্যবাদ
ধন্যবাদ
ভাল্লাগছে।
ভাল্লাগছে। :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
ধন্যবাদ
ধন্যবাদ
ভালো লাগলো
ভালো লাগলো :ফুল:
ধন্যবাদ
ধন্যবাদ
ভালো হয়েছে ।
ভালো হয়েছে ।
ধন্যবাদ
ধন্যবাদ
এই কইদিনে ইষ্টিশন ে রেকর্ড
এই কইদিনে ইষ্টিশন ে রেকর্ড পরিমান কবিতা পড়া হয়ে গেল । ভাল্লাগছে কবিতা / কলম চলুম । :ফুল: :ফুল:
ধন্যবাদ
ধন্যবাদ