হস্ত মৈথুনের শহরে নীরবতা চলে না,
লাতিনের তরুণের চোখে চোখ রেখে স্বপ্ন দেখা তরুনেরা নস্ট হয় এই শহরে,
নীরবতা চলে না এই শহরের অস্তিত্বতে
কিংবা প্রেমিকার ঠোঁটের উষ্ণ স্পর্শ ….
ঠিক যেন মরুর উত্তাপ মেরু শীতল আমার বুকে হতে অস্তিত্ব জুড়ে
শুধু যেন নীরবতা ভাঙ্গার কামনা
নীরবতা তাই চলে না এই শহরে,
হস্ত মৈথুনের শহরে নীরবতা চলে না,
লাতিনের তরুণের চোখে চোখ রেখে স্বপ্ন দেখা তরুনেরা নস্ট হয় এই শহরে,
নীরবতা চলে না এই শহরের অস্তিত্বতে
কিংবা প্রেমিকার ঠোঁটের উষ্ণ স্পর্শ ….
ঠিক যেন মরুর উত্তাপ মেরু শীতল আমার বুকে হতে অস্তিত্ব জুড়ে
শুধু যেন নীরবতা ভাঙ্গার কামনা
নীরবতা তাই চলে না এই শহরে,
সস্তা কথার মিথ্যা চলে,
আদম ইভ প্রেম চলে,
নীরবতা চলে না,
চলে না বাসের ভীরে,
চলে না পার্কের চেয়ারে,
লেকের পানিতে
নীরবতা ভেঙ্গে যায় এই শহরে
ঠিক কাক ডাকার আগে
মধ্যবিত্ত্বর চায়ের অভিমানে
ছেলের চাকরীর অভিমান
কিংবা মেয়ের বিয়ের অভিমানে
নীরবতা থাকে না,
রাতে, মধ্য রাতে
মুঠো ফোনের সস্তা রেটে চলে প্রেম
লাল নীল স্বপ্ন্,
আবার ভেঙ্গে যায় তা ভোরের সাথে সাথে
গগন ফাটানো চিৎকারে
কিংবা নীরনে আত্মহননে কোন প্রেমিক চলে গিয়ে
শহরে নীরবতা থাকে
শহর ঘুমিয়ে থাকে
অতি গোপনে আর লজ্জাতে,
ঠিক যেভাবে পতিতার দেহে থাকে লজ্জা, সেভাবে।
শহরে নীরবতা থাকে
যখন দেশ গড়ার স্বপ্ন ভেঙে যায় নিমিষে,
বিপ্লবী ছেলে উত্তরের তুষারে হারায় লজ্জাতে
তখন নীরবতা থাকে,
নীরবতা সে বহন করে লজ্জা আর বেদনা নিয়ে
এ শহর নীরব এর চাইতে বেশি সরব
এ শহর দুঃস্বপ্নের চাইতে বেশি স্বপ্ন ভাঙ্গার
খুব একটা জমল না!!
খুব একটা জমল না!!
হুট করে লেখা, জীবনের শিক্ষা
হুট করে লেখা, জীবনের শিক্ষা হতে বাম রাজনীতি ২০১৩ [ এলিট বাম দল অধ্যায় ] লেখা নিয়ে ব্যস্ত
ভাল কিছু হবে আশা করি!! দরকার
ভাল কিছু হবে আশা করি!! দরকার ছিল না হুট করে কিছু লিখার…
বাহ , ভালো তো
বাহ , ভালো তো
আসবে, আসছে , আরো ভাল হবে
আসবে, আসছে , আরো ভাল হবে
আরও ভালো হতে পারত। কবিতার থিম
আরও ভালো হতে পারত। কবিতার থিম চমৎকার।
(No subject)
:অপেক্ষায়আছি:
আমার মোটামুটি ভালোই লাগলো
আমার মোটামুটি ভালোই লাগলো ।তবে একটু মনোযোগ দিলে কবিতাটা আরো অনেক ভালো হতো এ ব্যাপারে আমি নিশ্চিত
আমার ভালো লেগেছে। চমৎকার! আরো
আমার ভালো লেগেছে। চমৎকার! আরো কবিতা পাব আশা করি।
সমালোচনার মধ্যে আর গেলাম নাহ
সমালোচনার মধ্যে আর গেলাম নাহ । ভাল্লাগছে । লিখতে থাকুন । :ফুল: :ফুল: