১।
চে আমার হৃদয়ে; অজানা ছিলনা তোমার। এই আমকে খুশি করার জন্য চেষ্টার অন্ত নেই তোমার। এই দাও সেই দাও, শুধু আমার হাসির জন্য। শেষবার যখন ঢাকা গিয়েছিলে বেড়াতে, আমার জন্য চে এর ছবি আঁকা টি-শার্ট আনবে বলে কথা দিয়েছিলে। কিন্তু সবার চোখ ফাঁকি দিয়ে কিনতে পারনি। অনেক কেঁদেছিলে কথা রাখতে পারনি বলে। নিজের প্রতি অভিমানে আমার সামনে পর্যন্ত আসনি অনেক দিন। কিছুতেই বুঝাতে পারিনা তোমায়। তোমার এক কথা, ‘‘কেন কথা দিলাম যদি রাখতে না পারি’’। বোকা মেয়ে, আমি এতটুকুও অভিমান করিনি, শুধু অবাক হয়েছি; এত ভাল তুমি।
২।
১।
চে আমার হৃদয়ে; অজানা ছিলনা তোমার। এই আমকে খুশি করার জন্য চেষ্টার অন্ত নেই তোমার। এই দাও সেই দাও, শুধু আমার হাসির জন্য। শেষবার যখন ঢাকা গিয়েছিলে বেড়াতে, আমার জন্য চে এর ছবি আঁকা টি-শার্ট আনবে বলে কথা দিয়েছিলে। কিন্তু সবার চোখ ফাঁকি দিয়ে কিনতে পারনি। অনেক কেঁদেছিলে কথা রাখতে পারনি বলে। নিজের প্রতি অভিমানে আমার সামনে পর্যন্ত আসনি অনেক দিন। কিছুতেই বুঝাতে পারিনা তোমায়। তোমার এক কথা, ‘‘কেন কথা দিলাম যদি রাখতে না পারি’’। বোকা মেয়ে, আমি এতটুকুও অভিমান করিনি, শুধু অবাক হয়েছি; এত ভাল তুমি।
২।
এই বোকা তুমি কি জান আমাদের স্বরাষ্টমন্ত্রীও সবার সামনে হাত উচিয়ে কথা দিয়েছিল দেশের আইন শৃঙ্খলার উন্নতি করবে বলে। কথা দিয়েছিল দেশ থেকে সন্ত্রাস নির্মূল করবে, জনগনের জানমালের হেফাজত করবে। তুমি কি জান আজো সাগর-রুনিরা বেডরুমেও খুন হয়, আজো রাতে ঘর হতে বেড়োতে পারিনা ছিনতাইকারীদের ভয়ে। পথে ঘাটে দিনেও নিরাপদ নয় আমাদের বোনেরা। কই তাদের তো বিন্দুমাত্র লজ্জা লাগেনা কথা না রাখতে পারার জন্য। তারা তো বেহায়ার মত আজো সবার সামনে দাঁড়ায়। আমি জানি তুমি ভাবতেউ পারনি এতো বেহায়া আমাদের দেশের মানুষ। চল সৃষ্টিকর্তার কাছে হাত তুলে বলি, ওদের যেন ন্যুনতম লজ্জাবোধটুকু তিনি দেন। আমি জানি সৃষ্টিকর্তা তোমার কথা ফেলতে পারবেন না।
বেশ
বেশ
thank u
thank u
ইষ্টিশন বিধি ৫ – পড়ে নিন ভাল
ইষ্টিশন বিধি ৫ – পড়ে নিন ভাল করে । পর পর দুইটা পোস্ট দিলেন ,।দিন এ একটা দিতে অনুরধ করব । একটু ধীরে ভাই একটু ধীরে। । যাই হোক – ইষ্টিশন এ স্বাগতম । :ফুল:
ধন্যবাদ ভাই।এখানে নতুন তাই
ধন্যবাদ ভাই।এখানে নতুন তাই ইষ্টিশন বিধি পড়িনাই।
(No subject)
:মানেকি:
মোশাফেক ভাই যথার্থ বলেছেন
মোশাফেক ভাই যথার্থ বলেছেন
hmmmmmmmmm
hmmmmmmmmm
ভালো লিখতে চেষ্টা করবো।
ভালো লিখতে চেষ্টা করবো।
লিখতে থাকুন, তবে ধীরে ধীরে।
লিখতে থাকুন, তবে ধীরে ধীরে। সময় নিয়ে লিখুন। আপনার লেখায় জড়তা নেই। চেষ্টা করলে ভালো লিখতে পারবেন।
(আজকে সবাইরে উপদেশ দিতেছি। কখন যে পোলাপাইন লাঠি নিয়া দৌড়ানি দেয় কে জানে।) :আমিকিন্তুচুপচাপ:
ভাই লাঠি নিয়া দৌড়ানি দিলে
ভাই লাঠি নিয়া দৌড়ানি দিলে আমারে আগে দিবে । 😀 :কানতেছি: :কানতেছি: 😀 😀 😀 😀 😀
আমারেও দিতে পারে!! বাচলামির
আমারেও দিতে পারে!! বাচলামির আর শেষ রাখি নাই আমরা… 🙁
:হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :মাথানষ্ট: :মাথানষ্ট: :মাথানষ্ট: :মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথাঠুকি: 😀 😀 😀
লিঙ্কন ভাই আমাদের বাচলামির
লিঙ্কন ভাই আমাদের বাচলামির জন্য এই ইষ্টিশন ব্লগ টা এতটা প্রাণবন্ত ।আনুপাতিক হারে বিচার করলে নতুন ব্লগার রা ইষ্টিশন থেকে যে পরিমান উৎসাহ পাই তা অন্য কোন ব্লগ এ পাই নাহ । আর আমার দেখা মতে – এভারেজ প্রত্যেক পোস্ট হিসাবে – সবচেয়ে গঠনমূলক সমালোচনা ইষ্টিশন এ বেশি হয় ।
আপনার কথা নির্দ্বিধায় মানতে
আপনার কথা নির্দ্বিধায় মানতে হয়
১০০% একমত!!
১০০% একমত!!
ভালো লিখতে চেষ্টা করবো।
ভালো লিখতে চেষ্টা করবো।
(No subject)
:হাহাপগে:
একটাই কথা!! শিশুর আর
একটাই কথা!! শিশুর আর প্রাপ্তবয়স্কের ট্রিটমেন্ট যেমন ভিন্ন তেমনি আমাদের সমালোচনা ধরন এখন প্রাপ্তবয়স্ক রাজনৈতিক সংস্কৃতির জন্যে হয়ে যাচ্ছে অথচ আমাদের রাজনৈতিক সংস্কৃতি এখনও মাত্র শৈশব শেষে কৈশোরে…
লিখতে থাকুন!! সমসাময়িক হলে ভাল হয়… বিশেষ করে রাজনীতির ক্ষেত্রে এর বিকল্প নেই, শিল্পের ক্ষেত্রে আপনি যতই সামনের শিল্পের চর্চা করবেন ততই মঙ্গল!!
ok
ok