১.
রোদেলা দুপুরে সন্ধ্যা আনে মেঘের ডানা
শুধুই সৃষ্টিহীনা…
হাজারো মুখ করে অর্থহীন সভা
থাকি বন্ধুহীনা…
১.
রোদেলা দুপুরে সন্ধ্যা আনে মেঘের ডানা
শুধুই সৃষ্টিহীনা…
হাজারো মুখ করে অর্থহীন সভা
থাকি বন্ধুহীনা…
২.
তোমারে ভালো বাসিবো বলিয়া
দৃষ্টি ফিরাইলাম…
অপেক্ষিত চঞ্চল মন
হাসিয়া মরিতেছে!
ভূবনে ভালোবাসা আস্ত নাই…
৩.
কোন এক দূবির্নীত ডাকাতের দিনে
পরিশ্রান্ত হবে পুলিশের দল…
নিশ্চিদ্র নিরপত্তা বেষ্টনি ভেঙ্গে
গোপন গভীর প্রেম
…সন্যাসী হবে।
৪.
বিনিদ্র রজনীতে চোখের কোনে
খেলারত থাকে কিছু জল।
একি ভালোবাসা?
না, ভালোবাসার ফল?
৫.
এখানে সমাজতান্ত্রিক মন ব্যাকুল থাকে;
সাদামাটা কোন আয়োজনে
তোমাকে হারানোর ভয়ে…
এখনো প্রতিদিন জীবনের চোরাপথে;
তোমার হাতছানি বলে যায়
ভালোবাসা মরে নাই।
আপনার অন্যান্য কবিতার মত অতো
আপনার অন্যান্য কবিতার মত অতো ভাল লাগল নাহ ,। তবে মোটামুটি ভাল । লিখতে থাকুন । শুভেচ্ছা রইল । :ফুল: :ফুল:
(No subject)
:আমারকুনোদোষনাই:
এখানে সমাজতান্ত্রিক মন
— এই লাইন কটিই পয়েটিক (Poetic) মনে হয়েছে!!
বাকি সব আগের কবিতার তুলনায় দুর্বল!
হুম
হুম :মনখারাপ:
কোন এক দূবির্নীত ডাকাতের
এইটাও চমৎকার…
দুইটা ভাল্লাগছে।
দুইটা ভাল্লাগছে।
(No subject)
:আমারকুনোদোষনাই:
কোন এক দূবির্নীত ডাকাতের
(No subject)
:ফুল:
আপ্নের কোনো দোষ নাই
আপ্নের কোনো দোষ নাই 😀
হুম
হুম :গোলাপ:
আমি কবিতার তেমন কিছুই বুঝি
আমি কবিতার তেমন কিছুই বুঝি না, তাই এর বিচার করার সাধ্য আমার নাই :হাহাপগে:
তাই ?
ভালতু
তাই ?
ভালতু
অনুকাব্য হিসেবে খারাপ না
অনুকাব্য হিসেবে খারাপ না
(No subject)
:চিন্তায়আছি:
মোটামুটি । খারাপ না । আরও
মোটামুটি । খারাপ না । আরও ভালো হবে । সব লেখা কালজয়ী হয়না । হওয়া উচিৎ ও না । কবিতার শর্ত পূরণ করলেই চলবে । ইতিহাস দেবে অমরতা নিরবধি ।
(No subject)
:বুখেআয়বাবুল: