আমাকে দেখে হাসছ তুমি
ভাবছো নিজের কথা,
বুঝবে কি করে
এ বুকে কত জমা আছে ব্যাথা?
এ বুকটা চিঁড়ে দেখাব?
নাহ থাক ভয় পাবে।
নাকি ভয়টাও জয় করে নিয়েছো
এক হৃদয়হীন পিশাচিনীর মত?
আমাকে দেখে হাসছ তুমি
ভাবছো নিজের কথা,
বুঝবে কি করে
এ বুকে কত জমা আছে ব্যাথা?
এ বুকটা চিঁড়ে দেখাব?
নাহ থাক ভয় পাবে।
নাকি ভয়টাও জয় করে নিয়েছো
এক হৃদয়হীন পিশাচিনীর মত?
না বাবা!তোমাকে
আর ভালবাসছি না।
তোমার জন্য এই কবিতাটাও
লিখছি না।
আমি এখন ধরনীর খেলায় মত্ত
জানো?তোমাকে না ভুলে যাব!
এটাই এখন এক কঠিন সত্য।
আমার কষ্ট দেখে বলছো,
“হাহা এটা কিসের নাটক!”
আরে বুঝবে কি তুমি?
আমার হৃদয়ে যে ঢুকিয়ে দিয়েছ
এফোঁড়-ওফোঁড় করে
একটা বিষ কন্টক!
আরে ধুর পাগলি!
তোমার জন্য আর
রক্ত নিয়ে কাটাকুটি খেলিনা।
তোমার জন্য অপেক্ষা করবো জনমভর-
এটাও আর বলিনা।
আরে!আমি কিন্তু সত্য বলছি
তোমার ফোনের জন্য
অপেক্ষা করবোনা।
তোমার এস এম এস পড়ে
দিবাস্বপ্ন ও দেখবো না।
তোমায় আর ভালবাসিনা!
কি নিষ্ঠুর শোনায় কথাটা তাইনা?
যাও চলে যাও
আমার রাজত্বে আমিই রাজপুত্র
রাজকন্যা চাইনা।
এক দূরবীন দূরে গেলেও
তোমায় মিস করবোনা।
তোমায় তো আর ভালইবাসিনা
তাইনা?
মোটা ফ্রেমের চশমা পড়ে
একান্ন বছর পরে,
কাঁচা-পাকা চুল নিয়ে আসবে আমার কাছে।
তখন তোমায় বাসবো ভালো
কিন্তু থাকবোনা আমি
থাকবে আমার এপিটাফ টা
তোমার দিকে চেয়ে।॥
-(উত্সর্গ অভিমানী রাজকন্যা কে)
শুভেচ্ছা রইল
:ফুল: শুভেচ্ছা রইল
চলনসই … শুভেচ্ছা রইলো
চলনসই … :ঘুমপাইতেছে: :ঘুমপাইতেছে: শুভেচ্ছা রইলো
বালা লাগছে ম্যান মাগার একটা
বালা লাগছে ম্যান মাগার একটা কুইশ্চেন আছিলো ………??
৫১ বছর পর কেন ……………??? :ভাবতেছি:
৫১ বছর পর হয়তো আমায় মনে
৫১ বছর পর হয়তো আমায় মনে পড়বে।তখন আমি থাকবো না : )
ভালো লিখেছেন
ভালো লিখেছেন
(No subject)
:কনফিউজড:
মোটামুটি মানের লাগল । লিখতে
মোটামুটি মানের লাগল । লিখতে থাকুন । শুভেচ্ছা রইল । :ফুল:
একটি ছড়া…
ছড়া হিসেবে ভালই!
একটি ছড়া…
ছড়া হিসেবে ভালই! কবিতা বলব না…
কবিতা পড়ে যেই পিনিক উঠে,
কবিতা পড়ে যেই পিনিক উঠে, পিনিক বাবার কবিতা পড়ে সেরকম পিনিক উঠল না। আরও লিখতে থাকুন।