ফেলে আসা অতীত,
ভূলে যাওয়া স্মৃতি,
হঠাত্ স্মৃতিচারণ !
আগ্রহী হৃদয় পিছু ফিরল,
সেই ছেলেবেলায়…
কাঁদামাটির স্পর্শে সবুজে বিচরণ !
অসম্ভব ইচ্ছায় বিভোর,
ফেলে আসা অতীত,
ভূলে যাওয়া স্মৃতি,
হঠাত্ স্মৃতিচারণ !
আগ্রহী হৃদয় পিছু ফিরল,
সেই ছেলেবেলায়…
কাঁদামাটির স্পর্শে সবুজে বিচরণ !
অসম্ভব ইচ্ছায় বিভোর,
যদি ফিরে যেতে পারতাম-
ফেলে আসা পথে….
কিন্তু নিরাশ হতে হল,
ভাগ বসাতে হল-
হঠাত্ জমে যাওয়া কষ্টের সাথে !
মুছে দিতে চাইলাম-
অতীতের কিছু অংশ !
যা ছিল শুধুই সুখস্মৃতি…..
কিন্তু পারলাম না,
ভুলে যেতে তাদের-
যারা ছিল মোর সুখের সাথী……
কবিতা লেখার অপচেষ্টা,
তারিখঃ অক্টোবর, ২০১১ ইং ।
অতীত সুখস্মৃতি ভূলে যাওয়া
অতীত সুখস্মৃতি ভূলে যাওয়া কষ্টকর
হুম
হুম :ভাবতেছি:
(No subject)
:বুখেআয়বাবুল:
ভাল লাগল আপনার অপচেষ্টা
ভাল লাগল আপনার অপচেষ্টা @!!!!! 😀
ধন্যবাদ
ধন্যবাদ
সবাই এত কবিতা লিখছে
সবাই এত কবিতা লিখছে কেন?
সাবলীল হলে সমস্যা ছিল না! আরোপিত কবিতা লিখার জন্যে লিখলে কেমন জানি লাগে…
যাহোক… একেবারে মন্দ না, তবে সাবলীল নয় বুঝা যায়…
লিখতে থাকুন!!
তারিক ভাইয়ের সাথে একমত।
তারিক ভাইয়ের সাথে একমত।
ধন্যবাদ ভাইয়া ।
আসলে লেখাটি
ধন্যবাদ ভাইয়া ।
আসলে লেখাটি এখনকার নয় । এটা ২০১২র প্রথম দিককার লেখা । এখন কবিতা লিখি না, ছেড়ে দিয়েছি ।
আপনার উপদেশ মনে থাকবে ।
ভবিষ্যতে যদি কখনো লিখি তবে সাবলীল থাকার চেষ্টা করবো ।
ধন্যবাদ ভাইয়া ।
আসলে লেখাটি
ধন্যবাদ ভাইয়া ।
আসলে লেখাটি এখনকার নয় । এটা ২০১২র প্রথম দিককার লেখা । এখন কবিতা লিখি না, ছেড়ে দিয়েছি ।
আপনার উপদেশ মনে থাকবে ।
ভবিষ্যতে যদি কখনো লিখি তবে সাবলীল থাকার চেষ্টা করবো ।
ধন্যবাদ ভাইয়া ।
আসলে লেখাটি
ধন্যবাদ ভাইয়া ।
আসলে লেখাটি এখনকার নয় । এটা ২০১২র প্রথম দিককার লেখা । এখন কবিতা লিখি না, ছেড়ে দিয়েছি ।
আপনার উপদেশ মনে থাকবে ।
ভবিষ্যতে যদি কখনো লিখি তবে সাবলীল থাকার চেষ্টা করবো ।
ধন্যবাদ ভাইয়া ।
আসলে লেখাটি
ধন্যবাদ ভাইয়া ।
আসলে লেখাটি এখনকার নয় । এটা ২০১২র প্রথম দিককার লেখা । এখন কবিতা লিখি না, ছেড়ে দিয়েছি ।
আপনার উপদেশ মনে থাকবে ।
ভবিষ্যতে যদি কখনো লিখি তবে সাবলীল থাকার চেষ্টা করবো ।
চলুক আরও
চলুক আরও 🙂