মো: মাসুদুল ইসলাম নামের এক ভদ্রলোক ভুয়া একটি সার্টিফিকেট বানিয়ে সেটা ফরেন মিনিস্ট্রি এবং বুয়েট থেকে ভেরিফাই করে চাকুরী করে যাচ্ছে দেশে এবং একটি কোম্পানির জেনারেল ম্যানেজার সে। (লাকী গ্রুপ, গুলশান-১; তার আগে এই লোক আনন্দতে ছিলো)
মো: মাসুদুল ইসলাম নামের এক ভদ্রলোক ভুয়া একটি সার্টিফিকেট বানিয়ে সেটা ফরেন মিনিস্ট্রি এবং বুয়েট থেকে ভেরিফাই করে চাকুরী করে যাচ্ছে দেশে এবং একটি কোম্পানির জেনারেল ম্যানেজার সে। (লাকী গ্রুপ, গুলশান-১; তার আগে এই লোক আনন্দতে ছিলো)
খালি চোখে দেখলেই তার সার্টিফিকেটের যে ভুলগুলো ধরা পড়ে তা হলো:
১- অনলাইনে সার্চ দিলে এই নাম কোনো ইউনিভার্সিটি পাওয়া যায়না। এই এড্রেসে আমেরিকান নেভাল আর্কিটেক্ট সোসাইটির অফিস আছে অবশ্য।
২- ইউএসএ তে নেভাল আর্কিটেক্ট এবং মেইন ইঞ্জিনিয়ারিং নামে ইউনিক কোন প্রোগ্রাম নেই। এই প্রোগ্রামটা বুয়েটে আছে, তাই বাংলাদেশে পরিচিত। এজন্য সে জাস্ট ইউজ করেছে এবং ইউনিভার্সিটির নামও বুয়েটের অনুকরণে কপি করা।
সুতরাং আপনারা বুঝতেই পারতেছেন, এটা নীলক্ষেত এ প্রিন্ট করা একটা কাগজ মাত্র।
বেলা শেষে এইরকম একটা ভুয়া সার্টিফিকেটকে ভেরিফাই করে অনুমোদন দেয়া ফরেন মিনিস্ট্রি এবং বুয়েট প্রশাসনিক অফিসের অদক্ষতাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। না জানি কত লোক এমন ভুয়া সার্টিফিকেট ইউজ করে দেশে প্রফেশনাল প্রেকটিস চালিয়ে যাচ্ছে।
(No subject)
:খাইছে: :খাইছে: :খাইছে: :মাথানষ্ট: :মাথানষ্ট: :মাথানষ্ট:
(No subject)
:নৃত্য: :নৃত্য: :নৃত্য:
এতদিন শুধু ভুয়া ডাক্তারের কথা
এতদিন শুধু ভুয়া ডাক্তারের কথা শুনতাম। এখন দেখি ভুয়া যন্ত্রমানবও আছেন। :খাইছে:
অবশ্য বাংলাদেশে সবই সম্ভব। লোকটা বোকা নাকি? নাম গোত্রহীন ইউনির নামে সার্টিফিকেট করাইছে ক্যান? নীলক্ষেতে বিশ্বের নামীদামী যে কোন ইউনির সার্টিফিকেট বানায়ে দেয়। :মাথাঠুকি:
হায়রে দেশ
হায়রে দেশ
ভূয়া সবকিছু দেখি সব জায়গায়
ভূয়া সবকিছু দেখি সব জায়গায়
(No subject)
:খাইছে: :খাইছে: :খাইছে: :খাইছে: :খাইছে: :খাইছে: :খাইছে: :খাইছে: :খাইছে:
:মাথানষ্ট: :মাথানষ্ট: :মাথানষ্ট: :মাথানষ্ট: :মাথানষ্ট: :মাথানষ্ট: :মাথানষ্ট:
:মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথাঠুকি:
হায়রে ।এইডা কি শুনলাম
হায়রে ।এইডা কি শুনলাম
কি আজ়োব
কি আজ়োব