তুমি কি বলবে ,
চাও নি তুমি আমায় কখনো ।
থাকতাম দাঁড়িয়ে অঝোর বৃষ্টির মাঝে
কাক ভেজা হয়ে ।
চেয়ে থাকতাম তোমার চলার পথে
চেয়ে থাকি আজো ,
তুমি ফিরে তাকাবে বলে ।
তুমি কি বলবে ,
চাও নি তুমি আমায় কখনো ।
থাকতাম দাঁড়িয়ে অঝোর বৃষ্টির মাঝে
কাক ভেজা হয়ে ।
চেয়ে থাকতাম তোমার চলার পথে
চেয়ে থাকি আজো ,
তুমি ফিরে তাকাবে বলে ।
সেই লীলাবতী দীঘিতে পতিত
প্রতিটি বৃষ্টির ফোঁটা যে মধুর শব্দ তৈরি করে
তা আমি তোমার কথায় খুঁজে পাই ।
সরিষা খেতের সরিষা ফুলের চেয়েও
সুন্দর তোমার কাঁচা হলুদ রাঙ্গা মুখ ।
নিয়তির হাতে সব সোপর্দ করে
চলেছি সেই দিগন্তে মেলা পথের পানে ।
অনুভুতির প্রয়োগ আছে ভাল । যায়
অনুভুতির প্রয়োগ আছে ভাল । যায় হোক – মোটামুটি লাগল । আরও ভাল লিখতে চেষ্টা করুন । আশা রাখছি ।
জানি । যেমন লেখছি তেমনই তো
জানি । যেমন লেখছি তেমনই তো লাগবো :ভেংচি:
আর অনুভূতি নিয়াই লিখি না থাকলে কলম চলে না । :ভেংচি:
ভালো লাগলো
ভালো লাগলো
মোটামুটি ভালই! লিখতে
মোটামুটি ভালই! লিখতে থাকুন…
তুমি কি বলবে? এই আমায় চাও নি কখনও!
অথচ এই আমি বাঁচি সেই স্বপ্নে এখনও।।
আসলেই আশা হারালেও স্বপ্ন হারায় না……
খারাপ নয় , লেখা চলুক
খারাপ নয় , লেখা চলুক 🙂
চেয়ে থাকতাম তোমার চলার
(No subject)
:গোলাপ:
(No subject)
:লইজ্জালাগে: