লেঙ্গুরে নাই পারা পুরা
ছোবল মারলো আলদে,
তোমার প্রেমে হুঁশ হারাইয়া
দুধ দিতাসে বলদে!
প্রাণের কৃষ্ণ বাঁশী থৈয়া
রাঁধারে কয় জলদি আও,
কিসের থাইকা কি হইতেছে
বুঝতেসিনা দেশের ভাও!
লেঙ্গুরে নাই পারা পুরা
ছোবল মারলো আলদে,
তোমার প্রেমে হুঁশ হারাইয়া
দুধ দিতাসে বলদে!
প্রাণের কৃষ্ণ বাঁশী থৈয়া
রাঁধারে কয় জলদি আও,
কিসের থাইকা কি হইতেছে
বুঝতেসিনা দেশের ভাও!
আমের গাছে ধরছে কাঁঠাল
মাছ উড়তাসে আসমানে,
কাছে আইসা মন বুঝতাসে
জানে প্রানের দুশমনে!
আজকে নাকি ঘোষিয়াছেন
স্বর্গে ভগবান,
প্রেম পরানে আসবে কিছু
বিশেষ মেহমান!
ডাউকি বনের বাঘ ভল্লুকে
হুক্কা হুয়া দিয়া,
তাঁহার লাইগা গান গাইতেসে
বিবাদে ভুলিয়ে!
মধ্য রাতে মাঝ গগনে
সূর্য দিলো দেখা সে,
তোমার প্রেমে হুঁশ হারাইয়া
উড়তাসি মুই আকাশে।
মোটামুটি ভালো
মোটামুটি ভালো
সুন্দর কবিতা। ভালো লাগলো।
সুন্দর কবিতা। ভালো লাগলো।
হুম চলুক
হুম চলুক
এ- বর্গীয় – ও – বর্গীয় এবং
এ- বর্গীয় – ও – বর্গীয় এবং আন- বর্গীয় এই তিন টাইপ এর ছন্দে লেখা । ছন্দের বিচারে বলব এটা ছড়া ট্যাগ দিলে ভাল হয় ।
ভাল লাগছে
ভাল লাগছে
ব্যাতিক্রমতা সবসময় আগ্রহ
ব্যাতিক্রমতা সবসময় আগ্রহ জন্মায় , আমার ভালো লেগেছে
দুই এক জায়গায় ছন্দপতন হয়েছে।
দুই এক জায়গায় ছন্দপতন হয়েছে। এভারেজ ভাল্লাগছে।
ভাল লাইগেছে, লাইগেছে , মজা
ভাল লাইগেছে, লাইগেছে , মজা পেয়েছি
হা হা হা
ভাল লাগল
হা হা হা
ভাল লাগল
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা নিবেন
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা নিবেন 🙂