সরকার কি ভুলে গেলেন , জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদের দেয়া হুমকির কথা ! তাহলে রাজাকার গুলোর ফাঁসি দিতে এতো কাহিনী কিসের !!
এক মাঘে শীত যায় না : জামায়াত –
সরকারকে হুশিয়ার করে দিয়ে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ বলেছিলেন, এক মাঘে শীত যায় না।দলের শীর্ষস্থানীয় তিন নেতার মুক্তির দাবিতে জামায়াত নিয়মতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবে। তবে সরকারের ‘হুঁশ’ না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
সরকার কি ভুলে গেলেন , জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদের দেয়া হুমকির কথা ! তাহলে রাজাকার গুলোর ফাঁসি দিতে এতো কাহিনী কিসের !!
এক মাঘে শীত যায় না : জামায়াত –
সরকারকে হুশিয়ার করে দিয়ে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ বলেছিলেন, এক মাঘে শীত যায় না।দলের শীর্ষস্থানীয় তিন নেতার মুক্তির দাবিতে জামায়াত নিয়মতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবে। তবে সরকারের ‘হুঁশ’ না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
আমির মতিউর রহমান নিজামী, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ গ্রেপ্তারকৃত নেতাদের মুক্তি চেয়ে ২০১০-০৭-০২ শুক্রবার বিকেলে মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত এক দোয়া মাহফিলে মকবুল আহমাদ এসব কথা বলেছিলেন।
সরকারকে উদ্দেশ করে মকবুল আহমাদ বলেছিলেন, ‘যারা অন্যের জন্য গর্ত করে, ইতিহাস বলে তারা নিজেরাই সে গর্তে পড়ে। আপনারা যে পন্থায় জামায়াতের নেতাদের গ্রেপ্তার করে রিমান্ডে নিয়েছেন, তা জাতির জন্য ক্ষতিকর হবে।’ তিনি বলেন, ‘আপনারা চিন্তা করবেন না, এক মাঘে শীত যায় না। জামায়াত একটি বৈধ দল। সংসদে এই দলের সদস্য আছে। তারা সমাবেশ করতে পারবে না কেন?আপনাদের জুলুম বেশি দিন চলবে না। ’
সভাপতির বক্তব্যে জামায়াতের সাংসদ হামিদুর রহমান আযাদ দলের জ্যেষ্ঠ নেতাদের আরও কঠোর কর্মসূচি দেওয়ার আহ্বান জানিয়ে বলেছিলেন, ‘এভাবে কাজ হবে না। সোজা আঙুলে ঘি উঠবে না। নতুন করে কর্মসূচি দিতে হবে।’
জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম সরকারকে উদ্দেশ করে বলেছিলেন, ‘আপনারা ক্ষমতায় চিরদিন থাকবেন না।’ জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে পারলে আমাদের নেতারাই পারবেন। তাঁদের ছেড়ে দিন।’
http://www.prothom-alo.com/detail/date/2010-07-02/news/75495
আমাদের সাধারণ জনগনই সব ভুলে
আমাদের সাধারণ জনগনই সব ভুলে বসে আছে সরকার আর কি করবে?
৬৩ জেলায় বোমা হামলা, ২১ আগস্ট এর বোমা হামলা, বিচারক হত্যা, রাষ্ট্রদূত আনোয়ার চৌধুরীকে বোমা মেরে আহত, সর্বশেষ ২৮ ফেব্রুয়ারি থেকে ৫ মে ২০১৩ এর নারকীয় তান্ডব দেশ জুড়ে!! সব ভুলেই আবেগ প্রবণ বাঙ্গালী ৪ টা সিটি কর্পোরেশনের নির্বাচনে হেফাজত-জামাতিদের জয়!! সবাই সাবধান জামাতিরা সব প্রতিশোধ নিতে প্রস্তুত…
আপনাকে মনে করিয়ে দেয়ার জন্যে ধন্যবাদ… :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা:
(No subject)
:থাম্বসআপ:
মারা খাওয়ার জন্য প্রস্তুতি
মারা খাওয়ার জন্য প্রস্তুতি নেন সবাই :মাথাঠুকি:
লুঙ্গি খোলার অপেক্ষায় আছি,
লুঙ্গি খোলার অপেক্ষায় আছি, বাপ-দাদার মুখে শুনেছি এতকাল…এবার বোধয় খায়েশ পুরন হবে…আমার টা অবশ্য কাটা আছে, কালেমাও মুখস্ত। আমি একজন :ফেরেশতা: বলছি
আমাদের কি হবে?
আমাদের কি হবে? :জলদিকর:
আওয়ামীলীগ হারলে বাশ ওরা নাহ
আওয়ামীলীগ হারলে বাশ ওরা নাহ খাব আমরা। :মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথাঠুকি:
(No subject)
:থাম্বসআপ:
মনে তো করিয়ে দিলেন। কিন্তু
মনে তো করিয়ে দিলেন। কিন্তু মনে রাখবে না সাধারণ মেঙ্গো পিপল। তারা ফেব্রুয়ারিতে মনে রেখেছিলো। মে মাসে ভুলে গেছে। জুন মাসে পুরোপুরি বিস্মৃতি হয়ে জামাত হেফাজতকে কোলে তুলে নিয়েছে।
ধ্বংসের দ্বারপ্রান্তে বাংলাদেশ।
(No subject)
:থাম্বসআপ: :লইজ্জালাগে: :লইজ্জালাগে:
বিএনপি জামাত জিতলে আসল
বিএনপি জামাত জিতলে আসল ক্ষতিটা হবে শান্তিপ্রিয় ব্লগারদের ।এই প্রক্রিয়াটার শুরু করেছে এই সরকার এবং শেষ করবে জামাত বিএনপি ।
(No subject)
:থাম্বসআপ:
(No subject)
:শয়তান: