আমার অসমর্থতা প্রতিদিনের লাঞ্চে।
আলুর চচ্চরি যখন একমাত্র সম্বল,
তোমার ভালবাসা তখন আমার
মোটা চালের ভাতে মেখে দিও।
আমার অসমর্থতা সিগারেটের প্যাকেটে।
নিকোটিনের শুন্যতা যখন ভয়াবহ,
তোমার ভালবাসা ধোঁয়া মিশিয়ে
আমার ফুসফুসে বসত গড়ে নিও।
আমার অসমর্থতা প্রতিদিনের লাঞ্চে।
আলুর চচ্চরি যখন একমাত্র সম্বল,
তোমার ভালবাসা তখন আমার
মোটা চালের ভাতে মেখে দিও।
আমার অসমর্থতা সিগারেটের প্যাকেটে।
নিকোটিনের শুন্যতা যখন ভয়াবহ,
তোমার ভালবাসা ধোঁয়া মিশিয়ে
আমার ফুসফুসে বসত গড়ে নিও।
আমার অসমর্থতা ট্রামে-বাসে-ফুটপাতে।
তীব্র গ্রীষ্মের চুম্বনে যখন বুক ফাটে,
তোমার ভালবাসা ফ্রীজের শীতে জমিয়ে
আমার শুষ্ক কন্ঠ ভিজিয়ে দিও।
আমার অসমর্থতা কবির কবিতায়।
নিরর্থক শব্দসমষ্টি যখন পঙক্তি খোঁজে,
তোমার ভালবাসা অনুপ্রাসের ঝংকার হয়ে
অব্যাক্ত শব্দগুলোকে পঙক্তির দিশা দিক।
আমার অসমর্থতা ট্রাফিক সিগন্যালে।
আমি যখন বিভ্রান্ত হয়ে ভাবি তোমায় নিয়ে,
তোমার ভালবাসা- আমাকে তোমার জন্য
চিরতরে দ্বিধাহীন করে তুলুক।
বালা লাগছে ম্যান ………
বালা লাগছে ম্যান ……… শব্দ চয়ন ভাল ভাবেই করছেন ……… :তালিয়া:
থ্যাংকস ব্রাদার
থ্যাংকস ব্রাদার 😀
আমার অসমর্থতা
আমার অসমর্থতা ট্রামে-বাসে-ফুটপাতে।
তীব্র গ্রীষ্মের চুম্বনে যখন বুক ফাটে,
তোমার ভালবাসা ফ্রীজের শীতে জমিয়ে
আমার শুষ্ক কন্ঠ ভিজিয়ে দিও। :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
ধন্যবাদ। প্রীতি নিবেন
ধন্যবাদ। 🙂 প্রীতি নিবেন
আমার অসমর্থতা অবিরত
আমার অসমর্থতা অবিরত আশাহততায়
ক্লান্ত আমি স্বপ্ন দেখায় অবিরাম স্বপ্ন দেখায়
প্রেম ভালবাসা সবকিছুই মানুষের অধিকারে
আর মানুষত্ব হারায় ক্রমাগত বিচ্ছিন্ন হাহাকারে…
আমার অসমর্থতা সংস্কারের প্রথাগত চেষ্টায়
আর সব আদর্শিক হঠকারী হীনমন্যতায়
ধর্ম-রাষ্ট্র-আদর্শবাদ অন্তহীন ছুটে চলে
মানুষত্ব বিকূনোর পুঁজিবাদী কৌশলে।
-ভালই হয়েছে লিখতে থাকুন…
তারিক ভাই আমার কবিতার ভাত
তারিক ভাই আমার কবিতার ভাত মেরে দিলেন…সুপারব লিখেছেন 😀 :বুখেআয়বাবুল:
অমিত ভাই, এইটা কি
অমিত ভাই, এইটা কি হুনাইলেন?
আমরা সহ ব্লগার! কবিতার আবার ভাত মারা কি?
আপনি আপনার অসমর্থতা লিখেছেন আমি আমারটা…
আপনার ভাবের মূলটা আমার মনে ধরেছে বলে ৮ লাইন লিখে ফেললাম!! 😉
আরে মজাক করলাম ভাই আপনার
আরে মজাক করলাম ভাই :গোলাপ: আপনার আর ভাবীর জন্য
লুল । লিঙ্কন ভাই অনেক ভাল
লুল । লিঙ্কন ভাই অনেক ভাল একজন লেখক তার কবিতা পইড়া দেখেন অমিত ভাই । চমৎকার কাব্য এর গন্ধ পাবেন । এবং অর্থহীন মোড়কে চরম অর্থপূর্ণ ।
মোশফেক ভাই- এইটা ঠিক হইল না!
মোশফেক ভাই- এইটা ঠিক হইল না! :লইজ্জালাগে: :লইজ্জালাগে: :লইজ্জালাগে:
আমার মাত্র ৩-টা কবিতা ইস্টিশনে আছে, সওদা করছেন ভাল কথা…
কিন্তু এমন লিখা ঠিক হল না! আমি কবিতা চরম ভয় পাই। সৃজনশীল লিখা আমি লিখতেই পারি না, যা পারি টা হল টুকটাক রাজনৈতিক প্রবন্ধ বা আলোচনা… তবে আপনার মন্তব্যে দারুন রোমাঞ্চিত!! ধন্যবাদ :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: সাহস আর প্রেরণা দেয়ার জন্যে…
আফুনার কবিতা দেখতে চাই
আফুনার কবিতা দেখতে চাই ব্রাদার 😀 লিখেন
১) শ্রমিক ও মানুষ
২) অবিরাম
১) শ্রমিক ও মানুষ
২) অবিরাম বিষণ্নতা
৩) সভ্যতা ও পরিবেশ
ভাই আপাতত এই তিনটা পড়েন। সত্যই বলছি মোশফেক বাড়িয়ে বলছে, আমি কবিতা লিখি খুব কম। এই ৩ পিস এই সংরক্ষিত আছে বাকি সব ডাস্টবিনে :মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথাঠুকি:
:হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে:
ধন্যবাদ ভায়া। আমার অনুজ
ধন্যবাদ ভায়া। আমার অনুজ আসিতেসে ইশটিশনে। আশা করি ওর কাছ থেকে ভাল লিখা পাবেন। 🙂
অনুজ!!!!!!!!!! সেও কি কবি?
অনুজ!!!!!!!!!! সেও কি কবি?
সে আমার চেয়ে কয়েকগুন ভাল
সে আমার চেয়ে কয়েকগুন ভাল লেখে। অনুপ্রাসের ঝংকার ও খুব ভাল। অনেক বই পড়ে, আর শব্দ শেখে।
ও আচ্ছা ভাল তো । ইষ্টিশন
ও আচ্ছা ভাল তো । ইষ্টিশন পরিবার এ নতুন সদস্য – কবি রুপে / খারাপ না। দেখা যাক কেমন লেখে । 🙂
কে? সৌমেন রায়?
কে? সৌমেন রায়?
না। সৌমেন রায় আমার আপন ভাই
না। সৌমেন রায় আমার আপন ভাই না। তবে উনার সাথে আমার ভাইয়ের মতই সম্পর্ক। নতুন যে আসছে সে আমার আপন ছোট ভাই
কবি আসছে। অপেক্ষায় থাকলাম…
কবি আসছে। অপেক্ষায় থাকলাম… :অপেক্ষায়আছি: :অপেক্ষায়আছি: :অপেক্ষায়আছি: :অপেক্ষায়আছি:
তাঁকে অভিনন্দন জানাবো।। :ফুল: :ফুল: :ফুল: :ফুল: নিয়ে বসে আছি…
লিঙ্কন ভাই – ঘুম নষ্ট কইরা
লিঙ্কন ভাই – ঘুম নষ্ট কইরা ফুল নিয়া বইসা থাকলে চলব? :হাসি: 😀 😀 😀 😀 😀 :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে:
পৃথু -দা আর , গাজী ফাতিহুন
পৃথু -দা আর , গাজী ফাতিহুন নূরের লিখার শেষ টানতে সে কবে থেকে একটা পোস্ট দিব ভাবছি, আজও শেষ হল না!! মন্তব্য করতে করতেই সময় শেষ!! 🙁
হুম । বিবাহভিত্তিক শারীরিক
হুম । বিবাহভিত্তিক শারীরিক সম্পর্ক নিয়ে ওইটা ? হুমমম । লেখেন ।
ঘুম ঘুম চোখে স্বপ্ন কে
ঘুম ঘুম চোখে স্বপ্ন কে আকে?-তুমি
(No subject)
:থাম্বসআপ:
🙂
কবিতা ভাল হয়েছে । তবে এত বেশি
কবিতা ভাল হয়েছে । তবে এত বেশি পোস্ট দিয়েন নাহ । কারন পাঠক দের অ্যালার্জি হয়ে যেতে পারে । 😀 😀
(No subject)
:হাহাপগে:
:হাহাপগে:
গানের লিরিকের মতো লাগল। কোন
গানের লিরিকের মতো লাগল। কোন গানের দলকে দিলে সুর বসিয়ে চমৎকার একটা গান তৈরি করে ফেলবে। :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
মচতকার হয়েছে ভাইয়া।
মচতকার হয়েছে ভাইয়া। :বুখেআয়বাবুল:
খুব সুন্দর লাগল।আসলেই ভাল
খুব সুন্দর লাগল।আসলেই ভাল লাগল
থ্যাঙ্কস রাইয়ান
থ্যাঙ্কস রাইয়ান
বাহ
বাহ
থ্যাঙ্কস
থ্যাঙ্কস