দেখেছিলাম সেই ছেলেটিকে,
বৃষ্টিতে ভিজে, আকাশের দিকে তাকিয়ে,
ভাবছিল কি যেন আপন মনে,
কিছুক্ষণ পড় ছেলেটি চলে গেল,
ঐ কাদার পথ ধরে।
আরেকদিন দেখেছিলাম ছেলেটিকে,
গীটারটা কাঁধে নিয়ে হেঁটে যেতে,
মাঝে মাঝে টুং টাং সুর তুলত,
পথের বাচ্চাগুলো তাকিয়ে থাকত,
অবাক দৃষ্টিতে।
দেখেছিলাম সেই ছেলেটিকে,
বৃষ্টিতে ভিজে, আকাশের দিকে তাকিয়ে,
ভাবছিল কি যেন আপন মনে,
কিছুক্ষণ পড় ছেলেটি চলে গেল,
ঐ কাদার পথ ধরে।
আরেকদিন দেখেছিলাম ছেলেটিকে,
গীটারটা কাঁধে নিয়ে হেঁটে যেতে,
মাঝে মাঝে টুং টাং সুর তুলত,
পথের বাচ্চাগুলো তাকিয়ে থাকত,
অবাক দৃষ্টিতে।
শুনেছিলাম সেই ছেলেটির গান,
মিশে ছিল তাতে না বলা অভিমান,
দুঃখের কিছু স্মৃতি,
হয়তো ঐ মেয়েটির প্রতি।
পড়েছিলাম সেই ছেলেটির কবিতা,
পাতায় পাতায় লেখা ছিল শুধু একজনরেই কথা,
তার জন্য অসীম ভালবাসা,
ছেলেটি সেদিনও ছিল একা।
শেষবার দেখলাম তাকে,
রাস্তার মোড়ের চায়ের দোকানে,
এক কাপ রং চা হাতে,
আজকের মতো এই বৃষ্টির দিনে।
তারপর সে যেন কোথায় গেল হারিয়ে,
পেলাম না দেখতে,
শুনেছিলাম সে থাকতো আমাদেরই এলাকাতে,
সে হয়তো গিয়েছে অজানাতে হারিয়ে,
নিজের অনেক মিল পেয়েছিলাম তার সাথে।
তারপরও,
হারিয়ে যাওয়ার পর,
আগ্রহ বোধ করি নি,
তার সম্পর্কে জানতে,
এসব জানার কি সময় আছে?
ব্যস্ত থাকার অভিনয় করি,
আমার অলস সময়ে।
মন্দ না!! লিখতে থাকুন…
মন্দ না!! লিখতে থাকুন… :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা:
তবে থিমটা আলোড়ন সৃষ্টিকারী না!
সাহস করে কবিতা লিখেছেন এইটাই বড় পাওয়া…
সাহস থাকাটাই বড় কথা
সাহস থাকাটাই বড় কথা 😛
ভালই লিখেছেন । গল্পের
ভালই লিখেছেন । গল্পের প্লাটফর্ম এ কাহিনি বর্ণনা টাইপ পংতি মালা দিয়ে কবিতা তৈরি করা হয়েছে । মোটামুটি ভাল । লিখতে থাকুন । :ফুল:
ভালো লিখেছিস দোস্ত
:থাম্বসআপ: ভালো লিখেছিস দোস্ত
ধন্যবাদ দোস্ত। কিন্তু তুই কি
ধন্যবাদ দোস্ত। কিন্তু তুই কি বুড়া নাকি বাসেদ ভাই?
ভালো লিখেছেন।
ভালো লিখেছেন।
ভালোই হয়েছে ।লিখতে থাকুন
ভালোই হয়েছে ।লিখতে থাকুন
কাহিনী কবিতা ভালোই লাগে।
কাহিনী কবিতা ভালোই লাগে। লিখতে থাকুন, আর তার চেয়েও গুরুত্বপুর্ন ভালো কবিতা লেখার জন্য প্রচুর পড়তে থাকুন…
মূল সমস্যাটা সেখানেই ভাইয়া,
মূল সমস্যাটা সেখানেই ভাইয়া, কবিতা পড়া হয় না।
Valoi laglo
Valoi laglo
ভালোই
ভালোই