তোমায় ভালবাসবো,
সাড়ে ৭ ইঞ্চি মেশিনে
১২ হর্সপাওয়ার ইঞ্জিন।
তোমায় ভালবাসব,
লইট্যার শুটকির সাথে
হাকিমপুরি জর্দায় লাল ঠোট।
তোমায় ভালবাসবো,
কারাগারের সেলে সমকামিতা-
তোমায় ভালবাসবো,
সাড়ে ৭ ইঞ্চি মেশিনে
১২ হর্সপাওয়ার ইঞ্জিন।
তোমায় ভালবাসব,
লইট্যার শুটকির সাথে
হাকিমপুরি জর্দায় লাল ঠোট।
তোমায় ভালবাসবো,
কারাগারের সেলে সমকামিতা-
বৈধ ঘোষিত ব্যাক্তিবিশেষে ।
তোমায় ভালবাসবো,
বাবুর বাবারা অফিসে গেলে।
খুব মজা হবে,চলে এসো।
তোমায় ভালবাসবো,
শাম্মী আখতার এর গালির সুরে
সংসদ যখন অপবিত্র হয়।
তোমায় ভালবাসবো,
পূর্ণিমা রাতে যেদিন,
সাইদিকে চাঁদে দেখা যায়।
তোমায় ভালবাসবো,
শফির হেলিকপ্টারে চড়ে,
সারা গায়ে আতর মেখে।
তোমায় ভালবাসবো,
একদম ফালুদার মত-
কোকো ভূমিষ্ঠের অপেক্ষায় থাকে ।
(No subject)
:হাহাপগে:
লুল
লুল :ভালুবাশি: :ভালাপাইছি:
হুম…
হুম… :চিন্তায়আছি: :চিন্তায়আছি: :চিন্তায়আছি:
:শয়তান: :শয়তান: :শয়তান: :শয়তান: :শয়তান:
চিন্তা কিসের ভাই?
চিন্তা কিসের ভাই?
উপমা গুলা বেশ মজার কিন্তু
উপমা গুলা বেশ মজার কিন্তু প্রয়োগ হয়েছে যথার্থ । তীব্র ব্যাঙ্গ প্রকাশিত হয়েছে হাস্যরসাত্মক লেখার আড়ালে ।
থ্যাঙ্কস
থ্যাঙ্কস 🙂
তোমায় ভালবাসবো,
সাড়ে ৭ ইঞ্চি
তোমায় ভালবাসবো,
সাড়ে ৭ ইঞ্চি মেশিনে!!
পুরা লুলায়িত !
মেশিন নিয়া নাড়াচাড়া… খুব
:হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে:
মেশিন নিয়া নাড়াচাড়া… খুব খ্রাফ… খুব খ্রাফ :ভালুবাশি:
খ্রাপ খ্রাপ, খুব খ্রাপ
খ্রাপ খ্রাপ, খুব খ্রাপ 😛
(No subject)
:-B :হাহাপগে: