২১ বার তোপধ্বনি আর-
৭ রাউন্ড গুলির শব্দে
মুখরিত প্যারেড গ্রাউন্ডে
দাড়িয়ে হাঁক দিয়ে বলবো-
“এবার প্রিয়তমা তুমি আমার
সশস্ত্র ভালবাসা নিও।।”
সারা ব্রহ্মাণ্ড খুঁজে আর ১০১ টা-
নীলপদ্ম এনে দেবনা তোমায়।
তার বদলে ট্যাঙ্ক বহরের গর্জন
আর মেশিনগানের ছড়রা গুলি দেব।
২১ বার তোপধ্বনি আর-
৭ রাউন্ড গুলির শব্দে
মুখরিত প্যারেড গ্রাউন্ডে
দাড়িয়ে হাঁক দিয়ে বলবো-
“এবার প্রিয়তমা তুমি আমার
সশস্ত্র ভালবাসা নিও।।”
সারা ব্রহ্মাণ্ড খুঁজে আর ১০১ টা-
নীলপদ্ম এনে দেবনা তোমায়।
তার বদলে ট্যাঙ্ক বহরের গর্জন
আর মেশিনগানের ছড়রা গুলি দেব।
“এবার প্রিয়তমা তুমি আমার
সশস্ত্র ভালবাসা নিও।।”
রমনা পার্কে কিংবা আশুলিয়ায়
আর হাত ধরে হেঁটে বেড়াবোনা।
শুধু কালো কাপড়ে চোখ বেঁধে
কোর্ট মার্শালে বেড়াতে নিয়ে যাব।
“এবার প্রিয়তমা তুমি আমার
সশস্ত্র ভালবাসা নিও।।”
আগের মত দু’হাত বাড়িয়ে বলবোনা-
“প্রিয়তমা আমার বুকে এসো”।
শুধু চার ইঞ্চি একটা তীক্ষ্ণ বুলেট
তোমার কোমল বুকে পাঠিয়ে দেবো।
“এবার প্রিয়তমা তুমি আমার
সশস্ত্র ভালবাসা নিও।।”
খুব বেশি পরিমানে ভাল্লাগছে
খুব বেশি পরিমানে ভাল্লাগছে কিন্তু ভাই !! 😀 😀
থ্যঙ্কু, অনেক পীরিত হইসে,
থ্যঙ্কু, অনেক পীরিত হইসে, রবীন্দ্র বাবু অনেক মায়া করসে তাগোরে, আমার লগে ঢং চং নাই…ডাইরেক্ট গুল্লি … 😛
ভয়াবহ সুন্দর।
প্রিয়তে নিলাম।
ভয়াবহ সুন্দর।
প্রিয়তে নিলাম।
থিঙ্কু ভায়া
থিঙ্কু ভায়া 🙂 :বুখেআয়বাবুল:
আগের মত দু’হাত বাড়িয়ে
গুলি করতে পারবো না। কিন্তু কথাগুলো মাথায় গেঁথে গেছে।
এই লাইন কটা আমার মাথায়
এই লাইন কটা আমার মাথায় অনেকদিন ঘুরেছিলো কবিতাটা লিখার পর
আপনার সিগনেচারের অংশটাই
আপনার সিগনেচারের অংশটাই বেস্ট!!
কবিতাটাও চমৎকার… লিখতে থাকুন।।
ধন্যবাদ উৎসাহের জন্য
ধন্যবাদ উৎসাহের জন্য
অন্যরকম সুন্দর হয়েছে।
অন্যরকম সুন্দর হয়েছে।
প্রীতি নিবেন
প্রীতি নিবেন :ফুল:
এইটা আপনার বেস্ট
( একটা
এইটা আপনার বেস্ট
( একটা কশ্চেন , ২১ বার তোপধ্বনি কেন দেয় , এর কোন স্পেশালিটি আছে ? এই ট্রাম এর আগেই শুঞ্ছি তো , তাই )
প্যারেড গ্রাউন্ডে যখন বিশেষ
প্যারেড গ্রাউন্ডে যখন বিশেষ দিবসে প্যারেড হয় তখন খুব সম্ভবত ২১ বার তোপধ্বনি করা হয়। ওই থেকেই লিখেছি আরকি 🙂
ভাল্লাগছে ভাই
ভাল্লাগছে ভাই :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
থ্যাঙ্কস আতিক ভাই
থ্যাঙ্কস আতিক ভাই
কবিতাটার মধ্যে কিছুটা শহীদ
কবিতাটার মধ্যে কিছুটা শহীদ কাদরীর “তোমাকে অভিবাদন প্রিয়তমা’র” ফ্লেভার চলে আসলেও ভাল্লাগছে। 😀
ওইটাকে প্রেরণা করেই লিখেছি।
ওইটাকে প্রেরণা করেই লিখেছি। 🙂 হি এজ জাস্ট এ জিনিয়াস
দারুন
দারুন :bow: :থাম্বসআপ: :নৃত্য: :তালিয়া:
ধইন্যবাদ
ধইন্যবাদ 😀
(No subject)
:থাম্বসআপ:
থ্যাঙ্কস
থ্যাঙ্কস 🙂
ভাই মারাত্মক লিখলেন ।নিজেরে
ভাই মারাত্মক লিখলেন ।নিজেরে যুদ্ধক্ষেত্র থেকে আসা সৈনিক মনে হইতেছে
(No subject)
:ভালুবাশি:
ঝাক্কাস একদম।
ঝাক্কাস একদম। 🙂
ধন্যবাদ
ধন্যবাদ 😀