ভালবাসি বলে তো আর মাথা বিক্রি করে দেই নি,
নেতৃত্ব দিয়েছো বলে তো, আর কিনেও নাও নি।
তুমি যে এখন কি করছো, সেটা তো জানি না, জানাচ্ছোও না।
তো
এখন আমাদের দাবীগুলো যদি আমি একাই আবার চিৎকার করে বলা শুরু করি, তাহলে
তোমার কাছে জবাব দিহি করতে হবে কেনো?
না কি,
রাজাকারের ফাসির দাবীতে আন্দোলনের ইজারা কেউ দিয়েছে তোমায়?
আমি আমার মত করেই প্রতিবাদ করবো, তার মানে এই না যে, তুমি ডাকলে পাবেনা আমায়। তোমাদের শীতনিদ্রা আমাকে ব্যথিত করেছে। আমার অন্তর্দহন আমাকে আবার চিৎকার করতে বলছে।
আমি অহর্নিশ একজন প্রজন্মযোদ্ধা।
একজন পতিতাও যদি বলে, রাজাকারের ফাঁসি চাই, তার সাথে গলা মেলাতে আমার কোন বাধা নেই।
আবার জেগে উঠুক শাহবাগ।
জয় বাংলা
জয় বঙ্গবন্ধু।
“একজন পতিতাও যদি বলে,
“একজন পতিতাও যদি বলে, রাজাকারের ফাঁসি চাই, তার সাথে গলা মেলাতে আমার কোন বাধা নেই”
বালা লাগছে ম্যান কথাটা …………একমত আমিও
(No subject)
:ধইন্যাপাতা:
একটাই আশা ছিল এবারের
একটাই আশা ছিল এবারের ক্ষমতাতেই আওয়ামীলিগ বিচারটা করবে রাজাকারদের ।
কিন্তু আশায় তো গুড়েবালি ।
তবে আমরা প্রতিবাদী জাতি ।খুব সহজে হাল ছাড়ছি না
হাল ছাড়ছি না
হাল ছাড়ছি না
ভালো বলেছেন। ভাব দেখে তো মনে
ভালো বলেছেন। ভাব দেখে তো মনে হচ্ছে কেউ কেউ ইজারা নিছে শাহবাগের। তাদের কাছে অনুমতি নিয়ে সভা সমাবেশ করতে হবে। এরাই শাহবাগকে একসময় মাঠা কর্মসূচী বলেছে, আওয়ামী লীগ হেরে যাওয়ায় দোষ শাহবাগের ঘাড়ে চাপিয়েছে। এখন শাহবাগের জন্য এদেরই দরদ উথলে উঠেছে। ধান্দাবাজ সবগুলা। ধান্দাবাজদের মুখে লাঠি দিয়ে শাহবাগ জেগে থাকুক।
জেগে উঠুক শাহবাগ।
জেগে উঠুক শাহবাগ।
শাহবাগ কারো অধীন নয়। এ
শাহবাগ কারো অধীন নয়। এ সবার।
অনেক বিশ্রাম নেওয়া হয়েছে। গর্জে উঠুক আরেকবার , মুক্তিযুদ্ধের হাতিয়ার।
অনেক বিশ্রাম নেওয়া হয়েছে।
অনেক বিশ্রাম নেওয়া হয়েছে। গর্জে উঠুক আরেকবার , মুক্তিযুদ্ধের হাতিয়ার।
একজন পতিতাও যদি বলে,
অসাধারণ বলেছেন!!! সহমত…
পৃথু ভাইয়ের ডায়ালগ দিনকে দিন
পৃথু ভাইয়ের ডায়ালগ দিনকে দিন চমৎকার হচ্ছে।
(No subject)
:ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা:
মূলসুর একটাই-
ভালবাসি বলে তো
মূলসুর একটাই-
ভালবাসি বলে তো আর
মাথা বিক্রি করে দেই নি!
দাসখতও লিখে দেই নি।
দাসখতও লিখে দেই নি।
মূলসুর একটাই-
ভালবাসি বলে তো
মূলসুর একটাই-
ভালবাসি বলে তো আর
মাথা বিক্রি করে দেই নি!
ভালবাসি বলে তো আর মাথা বিক্রি
ভালবাসি বলে তো আর মাথা বিক্রি করে দেই নি, :bow: :bow: :bow:
বহুল আলোচিত লাইনটা-
“একজন
বহুল আলোচিত লাইনটা-
“একজন পতিতাও যদি বলে, রাজাকারের ফাঁসি চাই, তার সাথে গলা মেলাতে আমার কোন বাধা নেই।”
সমাজের ‘নিকৃষ্টতম’ বোঝানোর জন্য “পতিতা”কেই বেছে নিলেন! অন্তত পৃথু দা’র কাছে “পতিতা”কে অবমূল্যায়ন করাটা মানায় না! লাইনটা এরকম হলে খুশি হতাম-
“একজন রাজনীতিকও যদি বলে, রাজাকারের ফাঁসি চাই, তার সাথে গলা মেলাতে আমার কোন বাধা নেই।”
কিছু মনে করবেন না, আজকাল একজন পতিতার প্রতি যতটুকু মমত্ববোধ অনুভব করি; কেন যেন তথাকথিত কিছু রাজনীতিকদের প্রতি সেটাও করি না। এটা যদি দোষের হয় তবে এই দায় সংসদ অধিবেশন চলাকালিন বিটিভির লাইভ টেলিকাস্ট কর্তৃপক্ষের!
শাহবাগ কারো ইজারা নেওয়ার
শাহবাগ কারো ইজারা নেওয়ার বস্তু নয়।শাহবাগ হলো ১৬ কোটি বাংালির মিলনস্থল
আমি অহর্নিশ একজন
আমি অহর্নিশ একজন প্রজন্মযোদ্ধা।
একজন পতিতাও যদি বলে, রাজাকারের ফাঁসি চাই, তার সাথে গলা মেলাতে আমার কোন বাধা নেই।
এইটা আমার কাছে খুবই চমতকার লেগেছে