হতে পারি তৃষ্ণার্ত,
তবুও বিষাক্ত সমুদ্র আমি চাই না।
মিথ্যের পিঠে দাঁড়িয়ে,
অখন্ড সত্য নিয়ে আমার কাছে এসো না।
থাকুক বিদঘুটে অন্ধকার,
আলো চাইলেই আমাকে স্বর্গের পথ দেখিওনা।
যদি চাই
কিছু শিশির কনা,
মুক্ত বাতাসের নিঃশ্বাস,
হতে পারি তৃষ্ণার্ত,
তবুও বিষাক্ত সমুদ্র আমি চাই না।
মিথ্যের পিঠে দাঁড়িয়ে,
অখন্ড সত্য নিয়ে আমার কাছে এসো না।
থাকুক বিদঘুটে অন্ধকার,
আলো চাইলেই আমাকে স্বর্গের পথ দেখিওনা।
যদি চাই
কিছু শিশির কনা,
মুক্ত বাতাসের নিঃশ্বাস,
উড়ে যাওয়া পাখির উচ্ছ্বাস,
অথবা
একটি নিরেট চুমু,
টুঁটির কাছে উষ্ণশ্বাস ফেলে,
শুধুই জড়িয়ে রেখো ওপাশ থেকে।
২১-০৬-২০১৩
উৎসর্গঃ দ্রোহী সুবিনয় রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহকে
© সর্বস্বত্ব সংরক্ষিত
সিম্পলি অসাম ব্রো । আর কিছু
সিম্পলি অসাম ব্রো । আর কিছু এক্সট্রা বলার পাচ্ছি নাহ ।
খুবই ভালো লাগলো
খুবই ভালো লাগলো
🙂 মোশফেক আহমেদ
ধন্যবাদ
🙂 🙂 মোশফেক আহমেদ
ধন্যবাদ 🙂 অসমাপ্ত অভিযান
^_^
খুভ ভালো লাগল
খুভ ভালো লাগল :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
উন্নতি হয়েছে অনেকটা। অনেকদিন
উন্নতি হয়েছে অনেকটা। অনেকদিন পর পেলাম সেই পুরোনো ঘ্রান :পার্টি:
ধন্যবাদ
^_^
ধন্যবাদ
^_^
আসলেই চমৎকার হয়েছে!!
আসলেই চমৎকার হয়েছে!! :থাম্বসআপ: :থাম্বসআপ:
ছন্দময় সুন্দর কবিতা।
ছন্দময় সুন্দর কবিতা।
ভালো লাগছে ম্যান
ভালো লাগছে ম্যান …………… কেমন জানি সুকুমার সুকুমার গন্ধ পাইলাম……… :বুখেআয়বাবুল:
(No subject)
:bow: :bow: :bow:
অনেক ধন্যবাদ সবাইকে
অনেক ধন্যবাদ সবাইকে
:বুখেআয়বাবুল: