সেদিন এসেছিলে ভালবাসা নিয়ে- আমি গ্রহন করেছি
ভালবাসা যে ভিরিয়ে দিতে হয় না !
ভালবাসার বদলে ভালবাসাও দিতে পারিনি
ভালবাসার যে প্রতিদান দেওয়া যায় না!!
আজ এই ভরা জোছনায়
মনে পড়ে তোমায়,
সেদিন তোমার হাতদুখানি ধরে
বাধতে পারিনি বাহুডোরে ।
সেদিন এসেছিলে ভালবাসা নিয়ে- আমি গ্রহন করেছি
ভালবাসা যে ভিরিয়ে দিতে হয় না !
ভালবাসার বদলে ভালবাসাও দিতে পারিনি
ভালবাসার যে প্রতিদান দেওয়া যায় না!!
আজ এই ভরা জোছনায়
মনে পড়ে তোমায়,
সেদিন তোমার হাতদুখানি ধরে
বাধতে পারিনি বাহুডোরে ।
মায়া জিনিসটা যে আমি বড্ড ভয় পাই
তাই নিজেকে মায়ায় জড়াতে চাই নি
হ্যা, আমি সফল – মায়া জড়াইনি
সফলতাটাও আজ ব্যার্থতা মনে হয় !!
আপ্নের দোটানা নাম দেইখা মনে
আপ্নের দোটানা নাম দেইখা মনে পরলো 🙂
https://vimeo.com/62950891
পাপি ভাই আপনি পারেন বটে !!!
পাপি ভাই আপনি পারেন বটে !!! কই থেইকা কি আনলেন । হুম / আসলেই মুভি পাগল প্রডাকশন !!!!!! 😀 😀
পাপী বানান ভুল
পাপী বানান ভুল :মাথাঠুকি:
আপনার নাম দেইক্কা তো ভয়
আপনার নাম দেইক্কা তো ভয় খাইছিলাম , আমি আবার ডুপ্লিকেট কেমোতে , পড়ে দেখি না — তিন্ডা অক্ষর বাঁচাইয়া দিছে 😛
(No subject)
:থাম্বসআপ:
মোটামুটি।
মোটামুটি।
মধ্যম মানের!! ভাল কিছুর
মধ্যম মানের!! ভাল কিছুর অপেক্ষায় থাকলাম… :অপেক্ষায়আছি: :অপেক্ষায়আছি: :অপেক্ষায়আছি: :অপেক্ষায়আছি:
ভাল খারাপ বিচার করার ক্ষমতা
ভাল খারাপ বিচার করার ক্ষমতা আমার নাই মাগার আপনারে তাই বলব ভালো লাগছে আমার কাছে ……… :থাম্বসআপ: