তোমার মনে আছে গত বর্ষার কথা? বর্ষার প্রথম বৃষ্টিতে
একগুচ্ছ কদম নিয়ে দাড়িয়েছিলাম তোমার দ্বারে
দুজনে কাক ভেজা হয়েছিলাম রাজপথে – আর সবাই
অবাক চোখে তাকিয়ে ছিল – সেই আষাড়ে
আজও আমি শহরের পিচঢালা পথে কাক ভেজা হয়ে
পাঞ্জাবী পড়ে – হাতে একগুচ্ছ ভেজা কদম নিয়ে
মনের অজান্তে কাউকে খুজে ফিরি……
সবি ঠিক আছে – ঐ চায়ের দোকান, ল্যাম্পপোষ্ট
পার্ক করা গাড়িগুলো, স্কুল ড্রেসে কপোত কপোতীর
হুড তোলা রিক্সায় বৃষ্টি বিলাস – শুধু কি যেন নেই
আজ ভীষন একা মনে হয় – কান্না হয়ে ঝরে বৃষ্টির ফোটা!!!
ভঙ্গুর অনুভুতি !!!!!! হুম ।
ভঙ্গুর অনুভুতি !!!!!! হুম । কিছু বলব নাহ । একটা কথা কেমন যেন লাগল , ঠিক বোঝানো যাবে নাহ –
বাই ডা ওয়ে লিখতে থাকুন । শুভেচ্ছা রইল
বিরহ কবিতার সুর এর আনন্দ
বিরহ কবিতার সুর এর আনন্দ আলাদা।
কাছে থেকে দূরে গেলে, নেই কিছু
কাছে থেকে দূরে গেলে, নেই কিছু হারাবার ভয় তো…