পথের ধারে পড়ে আছে সবুজ পাতা
সেখানে রঙ ফেলেছে তোমার ছাতা ।
মাথাভরা সবুজ আলোর ঝলকানিতে
এখনো ভয়ে কাঁপি তোমার চাহনিতে ।
রঙিন উড়া স্বপ্ন কেন পাখির সাথেই ধাক্কা খাবে?
কেন শুধুই বৃষ্টির জল আজ তোমার ছোঁয়া পাবে?
পথের ধারে পড়ে আছে সবুজ পাতা
সেখানে রঙ ফেলেছে তোমার ছাতা ।
মাথাভরা সবুজ আলোর ঝলকানিতে
এখনো ভয়ে কাঁপি তোমার চাহনিতে ।
রঙিন উড়া স্বপ্ন কেন পাখির সাথেই ধাক্কা খাবে?
কেন শুধুই বৃষ্টির জল আজ তোমার ছোঁয়া পাবে?
হাইকোর্টে মামলা করবো খুব সহজে ছাড়ছি না
ভালোবাসায় জগাখিচুড়ি হয়েছি,মোগলাই বা কাচ্চি না ।
পাখি আজ কেনো তোমার নাম ধরেই ডাকছে শুধু
গতানুগতিক ধারা সব ভূলে হচ্ছি শুধু যদু মধু
স্মৃতি আজ পোড়ায় কেন,কাঁদায় কেন অঝোর ধারায়?
ভালোবাসি তবু কেন বাঁচবো আমি তোমায় ছাড়াই?
হুম
হুম
(No subject)
:ফেরেশতা:
কোন পাখি? ময়না না টিয়া?
কোন পাখি? ময়না না টিয়া?
সম্ভবত পানকৌরি ।
সম্ভবত পানকৌরি ।
পানকৌড়ি পাখি কথা বলতে পারে
পানকৌড়ি পাখি কথা বলতে পারে না।
হুম ।কিন্তু একটা পানকৌড়ি
হুম ।কিন্তু একটা পানকৌড়ি হ্রদয়ে আছে যেটা কথাও বলে আবার স্বপ্নের পথেও বাঁধা হয়
কবিতা চলুক
কবিতা চলুক
হুম
হুম
ভালই লাগল কবিতা টা । চলুক
ভালই লাগল কবিতা টা । চলুক কবিতা । :ফুল:
ধন্যবাদ
:পার্টি: ধন্যবাদ
হুম ! সুন্দর লিখেছেন !
হুম ! সুন্দর লিখেছেন !
ধন্যবাদ
ধন্যবাদ
খারাপ না, লিখতে থাকুন…
খারাপ না, লিখতে থাকুন…
ধন্যবাদ
ধন্যবাদ
ধন্যবাদ
ধন্যবাদ
ভাল লিখেছেন
ভাল লিখেছেন
ধন্যবাদ
ধন্যবাদ