তোমার মুখে কি?
ধ্বংসের খেলা।
ধ্বংস! তাও ভালো থাকে নতুন আশা
দূরে শুনতে পাচ্ছো কি?
তোমার ঠোট কাঁপছে কেন?
রক্ত পানের নেশায়।
রক্ত! তাও ভালো আছে সাধ্যের সীমায়
আমি গান গাইব।
তোমার মুখে কি?
ধ্বংসের খেলা।
ধ্বংস! তাও ভালো থাকে নতুন আশা
দূরে শুনতে পাচ্ছো কি?
তোমার ঠোট কাঁপছে কেন?
রক্ত পানের নেশায়।
রক্ত! তাও ভালো আছে সাধ্যের সীমায়
আমি গান গাইব।
এই তুমি দেখতে পাচ্ছো কি?
বৃষ্টি হচ্ছে
তুমি বুঝতে পারছো কি?
রক্ত ঝরছে
এই মেয়ে তুমি ভালোবাস কি?
ভালোবাসি, তুমিও কি, কেন?
কারন তোমাকে ছাড়া যে আমার চলবে না
হ্যাঁ, তোমাকে ছাড়া আমা…রো চলবে না।
মেয়ে তুমি অনুভব করছো কি?
হাত দিয়েছো?
গন্ধ পাচ্ছো কি?
ফুল ফুটেছে
………………আমি ছড়িয়ে পড়বো।
সুন্দর
^_^
সুন্দর :থাম্বসআপ: :থাম্বসআপ:
^_^
(No subject)
:আমারকুনোদোষনাই:
ধ্বংস! তাও ভালো থাকে নতুন আশা
হুম
হুম
অনেক সুন্দর
অনেক সুন্দর
(No subject)
:ফুল:
ভাল লাগল!! লিখতে থাকুন…
ভাল লাগল!! লিখতে থাকুন…
(No subject)
:ফুল:
দ্বিতীয় টি এটির চেয়ে ভালো
দ্বিতীয় টি এটির চেয়ে ভালো লেগেছে । এই সিরিজ চলতে থাকুক । সৃষ্টির আনন্দে মেতে উঠুন নাগরিক অসভ্যতা ভুলে …
দূটঈ চোলূক
দূটঈ চোলূক :হাসি:
হুম …
হুম …
(No subject)
:চশমুদ্দিন:
ভালো হয়েছে। লিখা বাদ দিলেন
ভালো হয়েছে। লিখা বাদ দিলেন কেন?
ইস্তিশন এ এখন অনেক কবি…
ইস্তিশন এ এখন অনেক কবি… অনেক কবিতা… আমি পড়ি… লিখা বাদ
আমারও লেখা হয়না । মানে ইদানিং
আমারও লেখা হয়না । মানে ইদানিং কবিতা আসছেনা ।
😀 :ভেংচি:
(No subject)
:হাসি: :হাসি: :হাসি: