সাগরের বুকে আছে রাশি রাশি জল,
জাগরনের উল্লাসে থাকে সারাক্ষন অতল।
তবুও সে জল চায় নদীর কাছে,
বলে হে নদী,
বড় তৃষ্ণার্ত আমি গর্জনে গর্জনে,
তৃষ্ণা মিটাতে জল দাও আমায় আপন মনে;
এটাই আমার প্রত্যাশা তোমার কাছে।
সাগরের বুকে আছে রাশি রাশি জল,
জাগরনের উল্লাসে থাকে সারাক্ষন অতল।
তবুও সে জল চায় নদীর কাছে,
বলে হে নদী,
বড় তৃষ্ণার্ত আমি গর্জনে গর্জনে,
তৃষ্ণা মিটাতে জল দাও আমায় আপন মনে;
এটাই আমার প্রত্যাশা তোমার কাছে।
নদী চায় ছুটে যেতে সাগরের বুকে,
শান্ত যৌবনে একেঁ-বেকেঁ চলে সে সুখে কিংবা দুঃখে।
তবুও তার প্রত্যাশা সাগরের দ্বারে,
বলে হে সাগর,
বড় তৃষ্ণার্ত তুমি নিত্য নতুন গর্জনে॥
নাইস লিখেছেন ।
নাইস লিখেছেন । :ভালুবাশি:
প্রথম পেজই ২টা পোস্ট
প্রথম পেজই ২টা পোস্ট আপনার!
এইটা ব্লগিয় আচরণবিধির সুস্পষ্ট লঙ্গন।
আশা করি সামনে যত্নবান হবে পোস্ট করার ক্ষেত্রে।
কয় ঘন্টা পরপর পোস্ট করলে
কয় ঘন্টা পরপর পোস্ট করলে বেটার হবে???
ভাল লিখেছেন।তবে ফ্লাডিং
ভাল লিখেছেন।তবে ফ্লাডিং করেছেন
প্রথমত ঘণ্টা হিসাব নাহ ।
প্রথমত ঘণ্টা হিসাব নাহ । প্লাটফর্ম এ প্রথম পাতায় ২ টা পোস্ট দিবেন নাহ । আর ঘণ্টা প্রশঙ্গে বললে – দিনে একটা পোস্ট দেওয়া সবচেয়ে বেটার । আর নইত দুইটা তবুও মদ্ধের গ্যাপ টা বেশি হবে । খেয়াল রাখবেন । 🙂
ধন্যবাদ
ধন্যবাদ 🙂
মুটামুটি ভালই…
লিখতে
মুটামুটি ভালই…
লিখতে থাকুন!! :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
ভালো কিছুর চেষ্টায়…….
ভালো কিছুর চেষ্টায়…….