স্বপ্ন দেখি , স্বপ্ন দেখি ,
স্বপ্ন ভাঙ্গার দেশে !!
স্বপ্ন দেখি বাবার হাসি,
মায়ের হাসি মুখ।
স্বপ্ন দেখি অলস দুপুর,
ক্লান্ত বিকেল বেলা।
স্বপ্ন দেখি , স্বপ্ন দেখি ,
স্বপ্ন ভাঙ্গার দেশে !!
স্বপ্ন দেখি বাবার হাসি,
মায়ের হাসি মুখ।
স্বপ্ন দেখি অলস দুপুর,
ক্লান্ত বিকেল বেলা।
স্বপ্ন দেখি নতুন দিনের,
নতুন ভালবাসা
স্বপ্ন দেখি গায়ের মাঠে
দুষ্ট ছেলের খেলা।
স্বপ্ন দেখি চাদের আলো
আকাশ ভরা তারা ,
স্বপ্ন দেখি সোনার এ দেশ
ফুল – ফসলে ভরা ।
স্বপ্ন দেখি জ্বলছে হৃদয়
নতুন রঙে আবার,
স্বপ্ন দেখি দুঃক্ষ ভুলে
নতুন স্বপ্ন দেখার।
স্বপ্ন দেখি , স্বপ্ন দেখি ,
স্বপ্ন ভাঙ্গার দেশে ।
স্বপ্ন দেখি , স্বপ্ন দেখি
এই ছাড়া আর কি বা করার আছে !!!!
অবিরত স্বপ্ন পূরনের চেষ্টা ।
অবিরত স্বপ্ন পূরনের চেষ্টা ।
নাইস লিখেছেন ।
নাইস লিখেছেন ।
অসংখ্য ধন্যবাদ ।
অসংখ্য ধন্যবাদ ।
অল্প কথায় যা লিখলেন ! সতিই
অল্প কথায় যা লিখলেন ! সতিই তূলনা নাই… :গোলাপ: :গোলাপ: :গোলাপ:
আপনার এই উত্সাহটুকুই আমার
আপনার এই উত্সাহটুকুই আমার কলম চালিয়ে যাওয়ার প্রেরনা ।অসংখ্য ধন্যবাদ ।
এই দেশে জন্মের পর থেকেই
এই দেশে জন্মের পর থেকেই স্বপ্ন ভাঙে।
আর আমরা বাঙ্গালীরা সেই ভাঙ্গা
আর আমরা বাঙ্গালীরা সেই ভাঙ্গা স্বপ্ন আবার জোড়া দিয়ে নতুন স্বপ্ন বুনি ।
খুব ভাল ।
খুব ভাল ।
ধন্যবাদ ।।
ধন্যবাদ ।।
(No subject)
:তালিয়া:
স্বপ্ন দেখি, স্বপ্ন ভাঙ্গে,
স্বপ্ন দেখি, স্বপ্ন ভাঙ্গে, আবার স্বপ্ন দেখি, আবার স্বপ্ন ভাঙ্গে …এইতো জীবন :মাথাঠুকি:
:থাম্বসআপ:
^_^
অসংখ্য ধন্যবাদ ।
অসংখ্য ধন্যবাদ ।
তবুও অবিরাম স্বপ্ন দেখে যাই
তবুও অবিরাম স্বপ্ন দেখে যাই :মাথাঠুকি:
ধন্যবাদ ।
:ভাঙামন:
ধন্যবাদ ।